1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তার প্রশ্নে রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়া সিদ্ধান্ত নয়: সৌগত রায়

২৯ সেপ্টেম্বর ২০১১

কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে শীঘ্রই তিস্তা চুক্তি নিয়ে জটিলতা কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সৌগত রায়৷

Chanchal Bhattacharjya (4779, Bengalische Redaktion, chanchal.bhattacharjya@dw-world.de) wuenscht die Einstellung eines Bildes in die DW-Online-Datenbank. Uebertragung der Rechte dieses Bildes an DW-Online Ich habe das Bild selbst gemacht und übertrage hiermnit die Bildrechte an die Deutsche Welle. das Flussstauwerk in Bengal
ফাইল ছবিছবি: DW

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হয়েছে৷ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফল অনুযায়ী তিনি প্রায় ৭৮ শতাংশ ভোট পেয়েছেন৷ আরেক উপ-নির্বাচনে তৃণমূল বসিরহাট উত্তর আসনটিও দখল করেছে৷ একই দিনে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, যে সিঙ্গুরে টাটা শিল্পগোষ্ঠীর মোটর কারখানার জন্য আগের বাম সরকারের অধিগৃহীত কৃষিজমি অনিচ্ছুক কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে যে আইন করেছে, তা পুরোপুরি বৈধ৷

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যের মূল্যায়ন করেছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ও তৃণমূল নেতা সৌগত রায়৷ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি সরকারের উদ্দেশ্য, সাফল্য এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলি তুলে ধরেছেন৷ কেন্দ্রীয় সরকারের শরিক হওয়া সত্ত্বেও সব ক্ষেত্রে যে তৃণমূল ও কংগ্রেসের মতের মিল হচ্ছে না, তা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী৷ যদিও রাজ্যে তৃণমূল ও কংগ্রেসের জোট ভালভাবেই চলছে বলে তিনি মনে করেন৷ তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে কেন্দ্র-রাজ্যের বিতর্কেরও উল্লেখ করেন তিনি৷ তবে ফেডারেল কাঠামোর মধ্যে বিষয়টির দ্রুত নিষ্পত্তি সম্পর্কে আশা প্রকাশ করেন সৌগত রায়৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ