1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তা চুক্তি

৩ মে ২০১২

প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বৈঠক পিছিয়ে গেল৷ বৈঠক হবে শুক্রবার বিকেলে৷ মমতা আজ দেখা করেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণার সঙ্গে৷

ছবি: AP

প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বৈঠক পিছিয়ে গেল৷ বৈঠক হবে শুক্রবার বিকেলে৷ মমতা বৃহস্পতিবার দেখা করেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণার সঙ্গে৷

বুধবার নতুন দিল্লিতে আসার পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের যে বৈঠক হবার কথা ছিল, তা পিছিয়ে দেয়া হয়৷ নির্ধারিত বৈঠক বসবে শুক্রবার বিকেলে৷ যে তিনটি বিষয় নিয়ে কেন্দ্রের জোট সরকারের সঙ্গে শরিক দল তৃণমূল কংগ্রেসের চাপান-উতোর চলছিল, তাই একটা সন্তোষজনক সমাধান খোঁজার চেষ্টা হবে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ সরকারের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে তাঁর ১০নং জনপথের বাসভবনে যান৷ সরকারিভাবে এটাকে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলেও দুই নেত্রীর মধ্যে কিছু রাজনৈতিক বিষয় নিয়ে মত বিনিময় হয় বলে জানা গেছে৷ যেমন রাষ্ট্রপতি নির্বাচন, রাজ্যে কংগ্রেস-তৃণমূল সম্পর্ক ইত্যাদি৷

মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচন ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করেন৷ কেন্দ্রে জোট সরকার সহমতের ভিত্তিতে প্রার্থী দিলে তৃণমূল তাঁকে সমর্থন করতে পারে৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষ, বলেন তিনি৷

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণার সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের বৈঠক হয়৷ জানা গেছে, ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর জলবণ্টন চুক্তি রূপায়ণে মমতা বন্দোপাধ্যায়ের সহযোগিতা চাওয়া হয়৷ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সুসম্পর্কের অনেকটাই নির্ভর করছে তাঁর সহযোগিতার ওপর৷ পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুণ্ণ না করে কীভাবে তিস্তা চুক্তি বাস্তবায়িত করা যায়, তার একটা সমাধানসূত্র বের করা জরুরি৷ কেন্দ্রীয় সরকারের তরফে এস.এম কৃষ্ণা এই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

উল্লেখ্য, আগামী শনিবার অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় যাচ্ছেন ঢাকায়৷ যৌথভাবে রবীন্দ্র সার্ধ শতবার্ষিকী উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে৷ ঢাকায় তিনি দেখা করবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে৷ এদিকে সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি আসছেন নতুন দিল্লিতে, ভারতে রবীন্দ্র জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে৷ তিনিও ভারতীয় নেতৃত্বের সঙ্গে মিলিত হবেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ