1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তা চুক্তির ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করলো বিএনপি

৮ সেপ্টেম্বর ২০১১

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি দাবি করেছে, সরকারের অদক্ষতার কারণেই ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর বাংলাদেশ সফরে তিস্তার পানিবণ্টন সহ অনেক সম্ভাবনা কাজে লাগানো যায়নি৷

ঢাকা সফরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রীছবি: dapd

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ খুশি হতে পারেনি তবে তিস্তা চুক্তির ব্যাপারে আশাবাদী৷ তিনি বলেন, উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে ফেরত দেয়ার ব্যাপারে সরকারের কিছু করার নেই, এটি আদালতের বিষয়৷

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফর নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় প্রধান বিরোধী দল বিএনপি৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, সরকারে অদক্ষতার কারণেই এই সফর ব্যর্থ হয়েছে৷ তার দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কিছু অনির্বাচিত কর্মকর্তাদের দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বাংলাদেশ পায়নি তিস্তার পানি৷ তিনি সব চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানান৷

এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী জানান, মনমোহনের ঢাকা সফরের ফলাফলে সরকার খুশি হতে পারেনি, তবে আশাবাদী৷ তিনি মনে করেন, তিস্তার পানিবণ্টন চুক্তি হবে৷ এবং বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতেই তিস্তার পানিবণ্টন চুক্তি করতে চায়৷

ইতিমধ্যেই বাংলাদেশ আটক কিছু ভারতীয় বিচ্ছিন্নতাবাদীকে সেদেশের হাতে তুলে দেয়া হয়েছে৷ উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত দেয়ার প্রক্রিয়া কতদূর জানতে চাইলে ড. গওহর রিজভী জানান, এব্যাপারে সরকারের কিছু করণীয় নেই৷ আদালতের বিষয়৷ আদালত অনুমতি দিলে সরকার ব্যবস্থা নিতে পারে৷

এদিকে মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময়ের উদ্যোগ না নেয়ায় ছিটমহলগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে৷ কুড়িগ্রামে বিক্ষোভ চলছে আর পঞ্চগড়ে আমরণ অনশন শুরু করছেন ছিটমহলবাসীরা৷

সাউন্ড আপ

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ