1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তা চুক্তি নিয়ে আশাবাদী দীপু মনি

৫ সেপ্টেম্বর ২০১১

মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷

Außenministerin von Bangladesch, Dr. Dipu Moni, hat das Funkhaus besucht. In einem Redaktionsgespräch im Raum Nauen hat sie den Standpunkt ihrer Regierung zur internationalen Klimapolitik vertreten. Foto: Sanjiv Burman
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনিছবি: DW

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী আশা করেন, এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে৷

গত বছরের জানুয়ারিতে ভারত সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর তারই আমন্ত্রণে কাল ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ এই সফরে দু'দেশের মধ্যে কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে৷ তবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী মনে করেন, চুক্তি সই মূল বিষয় নয়, দু'দেশের মধ্যে এই সফরের মধ্য দিয়ে সম্পর্কের উন্নয়ন জরুরি৷

আর বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী বলেন, তারা অবশ্যই ভারতের সঙ্গে সুসম্পর্ক চান৷ তবে সে সুসম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে৷

ড. গওহর রিজভী বলেন, দু'দেশের মধ্যে অবিশ্বাস দূর হয়ে সুসম্পর্ক হলে অনেক সমস্যারই সমাধান করা যাবে৷ আর শমসের মুবিন চৌধুরী বলেন, সুসম্পর্ক স্থাপনের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ৷ তা নাহলে আস্থার ঘাটতি থেকে যাবে৷

ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফরে তিস্তার পানিবণ্টনসহ একাধিক চুক্তি ও প্রটোকোল স্বাক্ষরিত হওয়ার কথা৷  তবে প্রস্তাবিত তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কথা প্রকাশ হয়ে পড়ায় এনিয়ে অনিশ্চয়তা দেখা দেয়৷ সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘‘ভারতীয় প্রধানমন্ত্রীর সফরে অন্যান্য বিষয়ের সঙ্গে তিস্তা পানিবণ্টন নিয়েও চুক্তি হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা’’৷ অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশ করেছে এই বক্তব্য৷ 

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ