1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তা চুক্তি হয়নি, এটা দুর্ভাগ্যজনক: মনমোহন সিং

৭ সেপ্টেম্বর ২০১১

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাঁর বাংলাদেশ সফরে তিস্তা পানিবণ্টন চুক্তি না হওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করছেন৷ তবে তিনি জোর দিয়ে বলেছেন, চুক্তি হবে৷

তিস্তা চুক্তির বিষয়ে আশ্বাস দিলেন মনমোহনছবি: picture-alliance/dpa

তিনি ইতিমধ্যেই দিল্লিকে বলেছেন, সবপক্ষের জন্য গ্রহণযোগ্য একটি পথ বের করে করে তিস্তা চুক্তির কাজ এগিয়ে নিতে৷ আর বাংলাদেশের অর্থমন্ত্রী বলেছেন, হতাশ হওয়ার কিছু নেই৷ তার আশা, আগামী ৩ মাসের মধ্যে তিস্তা চুক্তি হবে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মনমোহনকে আজ সকালে স্বাগত জানান হয় ফুল আর গানে গানে৷

প্রখ্যাত শিক্ষাবিদ ও অর্নীতিবিদ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সেখানে ‘বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া' শীর্ষক বক্তৃতা দেন৷ তিনি তার বক্তৃতায় বলেন, এই অঞ্চলের শান্তি এবং সমৃদ্ধির জন্য সবদেশকে একযোগে কাজ করতে হবে৷ ভারত সব সময়ই বাংলাদেশেকে পাশে চায়৷ আর বাংলাদেশের পাশেও সব সময় থাকবে ভারত৷ তিনি বলেন, তার এই সফরে তিস্তার পানিবন্টন চুক্তি না হওয়া দুর্ভাগ্যজনক৷ তবে তিস্তার পানিবন্টন চুক্তি হবে৷ তিনি দিল্লিকে সবপক্ষের জন্য গ্রহণযোগ্য একটি পথ খুঁজে বের করতে বলেছেন৷

বাংলাদেশের প্রত্যাশা এখনো পুরোপুরি মেটাতে পারেন নি ভারতের প্রধানমন্ত্রীছবি: dapd

মনমোহন সিং বলেন, বাংলাদেশের পণ্য যাতে ভারতের বাজারে শুল্কমুক্তভাবে যেতে পারে আর অশুল্ক বাধা যাতে দূর হয় ,সেজন্য তার সরকার আন্তরিক৷ তিনি বলেন, দীর্ঘদিনের সীমান্ত সমস্যাও দূর হবে৷ভারতের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল ভারতে দেখানোর ক্ষেত্রে কোন আইনগত বাধা নেই৷ তাই বাণিজ্যিকভাবে যাতে বাংলাদেশের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ভারতে দেখা যায় তার ব্যবস্থা করা হবে৷

বিকেল বেলা মনমোহন সিং বিরোধী দলীয় নেত্রী, বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেন৷ দু'দিনের সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন৷

এদিকে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এবার তিস্তা চুক্তি না হওয়ায় হতাশ হওয়ার কিছু নেই৷ তার আশা আগামী ৩ মাসের মধ্যে এই চুক্তি হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ