1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তা চুক্তি হয়নি, এটা দুর্ভাগ্যজনক: মনমোহন সিং

৭ সেপ্টেম্বর ২০১১

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাঁর বাংলাদেশ সফরে তিস্তা পানিবণ্টন চুক্তি না হওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করছেন৷ তবে তিনি জোর দিয়ে বলেছেন, চুক্তি হবে৷

তিস্তা চুক্তির বিষয়ে আশ্বাস দিলেন মনমোহনছবি: picture-alliance/dpa

তিনি ইতিমধ্যেই দিল্লিকে বলেছেন, সবপক্ষের জন্য গ্রহণযোগ্য একটি পথ বের করে করে তিস্তা চুক্তির কাজ এগিয়ে নিতে৷ আর বাংলাদেশের অর্থমন্ত্রী বলেছেন, হতাশ হওয়ার কিছু নেই৷ তার আশা, আগামী ৩ মাসের মধ্যে তিস্তা চুক্তি হবে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মনমোহনকে আজ সকালে স্বাগত জানান হয় ফুল আর গানে গানে৷

প্রখ্যাত শিক্ষাবিদ ও অর্নীতিবিদ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সেখানে ‘বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া' শীর্ষক বক্তৃতা দেন৷ তিনি তার বক্তৃতায় বলেন, এই অঞ্চলের শান্তি এবং সমৃদ্ধির জন্য সবদেশকে একযোগে কাজ করতে হবে৷ ভারত সব সময়ই বাংলাদেশেকে পাশে চায়৷ আর বাংলাদেশের পাশেও সব সময় থাকবে ভারত৷ তিনি বলেন, তার এই সফরে তিস্তার পানিবন্টন চুক্তি না হওয়া দুর্ভাগ্যজনক৷ তবে তিস্তার পানিবন্টন চুক্তি হবে৷ তিনি দিল্লিকে সবপক্ষের জন্য গ্রহণযোগ্য একটি পথ খুঁজে বের করতে বলেছেন৷

বাংলাদেশের প্রত্যাশা এখনো পুরোপুরি মেটাতে পারেন নি ভারতের প্রধানমন্ত্রীছবি: dapd

মনমোহন সিং বলেন, বাংলাদেশের পণ্য যাতে ভারতের বাজারে শুল্কমুক্তভাবে যেতে পারে আর অশুল্ক বাধা যাতে দূর হয় ,সেজন্য তার সরকার আন্তরিক৷ তিনি বলেন, দীর্ঘদিনের সীমান্ত সমস্যাও দূর হবে৷ভারতের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল ভারতে দেখানোর ক্ষেত্রে কোন আইনগত বাধা নেই৷ তাই বাণিজ্যিকভাবে যাতে বাংলাদেশের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ভারতে দেখা যায় তার ব্যবস্থা করা হবে৷

বিকেল বেলা মনমোহন সিং বিরোধী দলীয় নেত্রী, বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেন৷ দু'দিনের সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন৷

এদিকে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এবার তিস্তা চুক্তি না হওয়ায় হতাশ হওয়ার কিছু নেই৷ তার আশা আগামী ৩ মাসের মধ্যে এই চুক্তি হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ