1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে ফিরলেন তিন চীনা নভচারী

৫ ডিসেম্বর ২০২২

গতবছর এপ্রিলে মহাকাশে নিজস্ব স্টেশন বানানোর কাজ শুরু করে চীন৷ সেটির শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করে রোববার চীনের তিন নভচারী নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন৷

গতবছর এপ্রিলে মহাকাশে নিজস্ব স্টেশন বানানোর কাজ শুরু করে চীন৷ সেটির শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করে রোববার চীনের তিন নভচারী নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন৷
মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফেরার পর চীনের নভচারী লিউ ইয়াং ছবি: China Daily/REUTERS

তাদের স্বাস্থ্য ভালো আছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া৷

২০১১ সালে যুক্তরাষ্ট্র নাসাকে চীনের সঙ্গে কাজ করতে নিষেধ করেছিল৷ সে কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস-এ যেতে পারছিল না চীন৷ তাই দেশটি নিজেদের স্টেশন বানানোর কাজ শুরু করে৷

এ বছরের মধ্যে তিয়ানগং স্টেশনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা৷

রোববার ফিরে আসা তিন নভোচারী হলেন মিশন কমান্ডার চেন ডং, চীনের প্রথম নারী নভচারী লিউ ইয়াং ও চাই শুঝে৷ তারা শেনজৌ-১৪ মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফেরেন৷ ৫ জুন তাদের মিশন শুরু হয়েছিল৷

এর আগে বুধবার শেনজৌ-১৫ যানে করে আরও তিন নভচারী তিয়ানগংয়ে পৌঁছেন৷

মহাকাশ স্টেশনে থাকার অভিজ্ঞতা জানালেন মাউরার

04:37

This browser does not support the video element.

তিয়ানগংয়ের ওজন আইএসএস-এর এক-চতুর্থাংশ হবে৷ তবে রাশিয়ার মির স্টেশনের সমান এটি৷ ১৯৮০-র দশক থেকে ২০০১ সাল পর্যন্ত চালু ছিল মির স্টেশন৷

তিয়ানগং স্টেশন প্রায় এক দশক সক্রিয় থাকার কথা৷

বিশ্বের তৃতীয় দেশ হিসেবে অরবিটে মানুষ পাঠিয়েছিল চীন৷ এছাড়া মঙ্গলগ্রহ ও চাঁদেও রোবটিক রোভার নামাতে সমর্থ হয়েছে চীন

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ