1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশআফগানিস্তান

তীব্র শীতে আফগানিস্তানে ১৬০ জনের মৃত্যু

২৯ জানুয়ারি ২০২৩

গত দেড় দশকের মধ্যে ভয়াবহ শীতের কবলে পড়েছে আফগানিস্তান৷ ১০ জানুয়ারির পর তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে৷

গত সপ্তাহে তীব্র ঠান্ডায় বরফে ঢেকে যায় রাজধানী কাবুল
গত সপ্তাহে তীব্র ঠান্ডায় বরফে ঢেকে যায় রাজধানী কাবুলছবি: Saifurahman Safi/Xinhua/IMAGO

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার জানিয়েছে, গত সপ্তাহে ঠান্ডায় মৃত্যুর সংখ্যা ৮৮ জনে পৌঁছেছে৷ ৩৪ টি প্রদেশের মধ্যে ২৪টির পরিসংখ্যান অনুযায়ী মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে৷

বন্যা, আগুন আর হিটারের গ্যাস বেরিয়ে এত প্রাণহানী হয়েছে বলে ভিডিও বিবৃতিতে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল রহমান জাহিদ৷

গত ১৫ বছরের মধ্যে এবার সবচেয়ে ভয়াবহ শীত পার করছেন আফগানিস্তানের মানুষছবি: Wakil KOHSAR/AFP

শীতে দেশটিতে প্রায় শখানেক বাড়ি-ঘর ধ্বংস হয়েছে৷ মারা গেছে ৮০ হাজার গবাদি পশু৷

এদিকে তীব্র ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে সহায়তা কার্যক্রমও৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে উত্তর-পূর্ব প্রদেশ বাদাকশানে খারাপ আবহাওয়ার কারণে পৌঁছাতে না পারার কথা জানিয়েছে৷ সেখানে ১৭ জন শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান৷

কাবুলের বরফ আচ্ছাদিত রাস্তায় সন্তানসহ কয়েকজন নারী৷ গত মাসে এনজিওগুলোতে নারীদের কাজে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকারছবি: Wakil KOHSAR/AFP

মানবিক সংকট

এদিকে শীত আফগানিস্তানের মানুষের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে৷ আগে থেকেই দেশটির মানুষ ব্যাপক ক্ষুধা সংকটে রয়েছেন৷ ত্রাণ সংস্থাগুলোর সতর্কবার্তা অনুযায়ী, দেশটির প্রায় চার কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন, যা জনসংখ্যার অর্ধেকেরও বেশি৷ ৪০ লাখ শিশু ভুগছে পুষ্টিহীনতায়৷

তীব্র ঠাণ্ডায় আফগানিস্তানের ক্ষুধা পরিস্থিতি আরো নাজুক হয়েছেছবি: Saifurahman Safi/Xinhua/imago images

২০২১ সালে ইসলামী মৌলবাদি গোষ্ঠী তালেবান ক্ষমতা দখলে নেয়ার পর আফগানিস্তানে বিদেশি সহায়তা ব্যাপকভাবে কমে যায়৷ সেই সাথে যুক্তরাষ্ট্র দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অর্থ জব্দ করায় মানবিক সংকট আরো ঘনীভূত হয়৷

এদিকে শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করে যাচ্ছে তালেবান৷ গত মাসে মানবিক সংস্থাগুলোতে নারীদের কাজের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়৷ এতে অনেক বিদেশি সংস্থা দেশটিতে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দেয়

এফএস/এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ