1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ান

২৫ মার্চ ২০১২

জিতে গেলেন আলোন্সো৷ গত আট মাসের মধ্যে তাঁর এই গ্রঁ প্রি বিজয় রীতিমত কাঠখড় পুড়িয়েই এল মালয়েশিয়ার সেপাং - এ৷ বৃষ্টি এবং পিছল ট্র্যাক তাঁর পথ রুদ্ধ করতে ব্যর্থ হয়েছে৷

ছবি: Reuters

বৃষ্টির জন্য গ্রঁ প্রি প্রতিযোগিতা মাঝপথে বন্ধ রাখতে হয়েছিল৷ কারণ, ফর্মুলা ওয়ানের যে ট্র্যাক, তাতে বৃষ্টির জলে পিছল পরিস্থিতি তৈরি হলে দুর্ঘটনার আশঙ্কা তো বাড়বেই! তো, ফেরারির ফার্নান্দো আলোন্সো এ সমস্ত বাধাকে টপকেছেন বেশ আয়াসের সঙ্গেই৷ দ্বিতীয় স্থানে দৌড় শেষ করা মেক্সিকোর সের্গিও পেরেজের চ্যালেঞ্জটাও দেখবার মত ছিল৷ এই দৌড়ে তৃতীয় স্থানে শেষ করেছেন ম্যাকলারেনের লুইস হ্যামিলটন৷

স্পেনের গাড়ি দৌড়বাজ ফার্নান্দো আলোন্সো দুইবার বিশ্ব চ্যাম্পিয়নের তকমা জিতেছেন৷ কিন্তু এবারের মালয়েশিয়ান গ্রঁ পিতে তিনি যে আদৌ ফেভারিট ছিলেন না, তা সকলেই একবাক্যে স্বীকার করবে৷ গত আটমাস যাবৎ তেমন কিছু করে দেখাতে ব্যর্থ আলোন্সো৷ কিন্তু রবিবারে সেপাং -এর দৌড়টা তিনি যেভাবে জিতলেন, তা মনে থাকবে ফর্মুলা ওয়ান প্রেমীদের৷

বৃষ্টির জন্য মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছিল দৌড়৷ তারপরে পিছল ট্র্যাকে বনবন করে গাড়ি ঘুরেছে দৌড় দ্বিতীয় দফায় শুরু হওয়ার পরে৷ দুর্ঘটনার আশঙ্কা তো ছিলই, ছিল অন্যান্য সমস্যাও৷ বিজয়ের পরে আলোন্সো তাঁর উচ্ছাস চেপে রাখেন নি৷ বলেছেন, এই ফলাফল বিশ্বাস করা যাচ্ছে না এখনও৷ কারণ দৌড়টা ছিল অত্যন্ত কঠিন৷ নিজের দলের টিমওয়ার্ককেও ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

দ্বিতীয় স্থানে দৌড় শেষ করা মেক্সিকোর সের্গিও পেরেজ তাঁর গাড়িদৌড় বা ফর্মুলা ওয়ানের কেরিয়ারের প্রথম বিজয় আজকেই হাসিল করে ফেলেছিলেন প্রায়৷ শেষ মুহূর্তে ৫০ তম ল্যাপে আলোন্সোর অভিজ্ঞতার কাছেই তিনি পরাস্ত হন৷ সেকথা মেনে নিয়েই মেক্সিকোর সের্গিও পেরেজের হাসিমুখের বিবৃতি তাই বলেছে, জিততে চেয়েছিলাম৷ হলনা৷ তবে দ্বিতীয় স্থান পেয়েও আমি খুশি৷

খুশি নয় জার্মান সমর্থকরা৷ জার্মান তারকা মিশায়েল শ্যুমাখার এই দৌড়ে অংশ নিয়েছিলেন৷ তবে দৌড় শেষ হওয়ার পর দেখা যায়, একদা যিনি একের পর এক ফর্মুলা ওয়ান জিততেন, সেই শ্যুমাখার শেষ করেছেন দশম স্থানে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ