1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুবা-র শ্রমিকরা চাকরি পাচ্ছেন না

সমীর কুমার দে, ঢাকা২৩ আগস্ট ২০১৪

কর্তৃপক্ষ তুবা গ্রুপের পাঁচ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় অনেক শ্রমিক কাজের অভাবে গ্রামে ফিরে যাচ্ছেন৷ তুবা গ্রুপে কাজ করেছেন বলে কেউ কেউ চাকরি পাচ্ছেন না বলেও জানিয়েছেন৷

ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

‘‘বাড্ডা আর রামপুরায় দুইটা গার্মেন্টসে চাকরির চেষ্টা করছিলাম৷ কিন্তু তুবা গার্মেন্টসে কাজ করেছি শোনার পর তারা চাকরি দেয়নি৷ হাতে কোনো টাকাও নেই৷ যে টাকা পেয়েছিলাম বাকি শোধ করতেই শেষ৷ তাই বাধ্য হয়েই গ্রামের বাড়ি লালমনিরহাট ফিরে যাচ্ছি,'' কথাগুলো বলছিলেন তুবা গার্মেন্টসে কাজ করা শ্রমিক নার্গিস বেগম৷ তিনি বলেন, কাজ না পেয়ে ইতিমধ্যে তার পরিচিত অনেকেই বাড়ি চলে গেছেন৷ কোথাও কাজ পেলে তারা আবার ঢাকায় ফিরে আসবে৷

শুধু নার্গিস নয়, এখন সব শ্রমিকেরই একই অবস্থা৷ আলাপকালে রফিকুল ইসলাম বলেন, ‘‘বাড্ডা ছাড়াও আশুলিয়া ও সাভার এলাকার কয়েকটি কারখানায় কাজের চেষ্ট করেছিলাম৷ কিন্তু তারা বলছে কাজ নেই৷ সিজন খারাপ৷ কি করব? কিছুই বুঝতে পারতেছি না৷ গ্রামে ফেরা ছাড়া উপায় নেই৷''

হঠাৎ নোটিশ টানিয়ে অনির্দিষ্টকালের জন্য তুবা গ্রুপের ৫টি প্রতিষ্ঠান বুকশান গার্মেন্টস, তুবা ফ্যাশন, তুবা টেক্সটাইল, তাইফ ডিজাইন ও মিতা টেক্সটাইল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷ এসব কারখানায় ১ হাজার ৪৫৬ জন শ্রমিক কাজ করতেন৷ দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকদের ‘সার্ভিস বেনিফিট'সহ অন্যান্য পাওনা পাওয়া এখন অনিশ্চিত৷

গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ-র একজন পরিচালক বলেন, বর্তমান বাস্তবতায় কারখানাগুলো আর চালু হচ্ছে না৷ তাই কারখানাটি ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোর্টিশ দেয়া হয়েছে৷ নোটিশে বলা হয়েছে, বন্ধের ঘোষণা জুনের ১০ তারিখ থেকে কার্যকর হবে৷ সেই বিবেচনায় শ্রমিকরা ঈদ বোনাস থেকে বঞ্চিত হবে৷

শ্রম আইন বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের সার্ভিস বেনিফিট, বোনাস, নোটিশ সময়ের পাওনা প্রায় ২ কোটি টাকা থেকে তাদের বঞ্চিত করার চেষ্টা চলছে৷

তুবা-র মালিক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেছেন, শ্রমিকরা জুন মাসের ১০ তারিখ থেকে কাজ বন্ধ করে দিয়েছেন৷ তারা মে মাসের বেতনের জন্য একটা সপ্তাহ ধৈর্য ধরতে পারলেন না৷ অথচ তখনো কারখানায় অনেক কাজের অর্ডার ছিল৷ এখন ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা ছাড়া আমার আর কোনো রাস্তা খোলা নেই৷

এদিকে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, বিজিএমইএ-র উদ্যোগে তুবা-র শ্রমিকদের একটি তথ্য ভাণ্ডার তৈরি করা হবে৷ এসব শ্রমিকদের চাকরি দিতে অন্য কারখানার মালিকদের কাছে তাদের পক্ষ থেকে অনুরোধ করা হবে৷ তবে শ্রমিকদের কাজে নেয়া না নেয়া মালিকের নিজস্ব সিদ্ধান্ত বলে জানান তিনি৷

তুবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু ডয়চে ভেলেকে বলেন, ‘‘শ্রমিকরা প্রাপ্য বেতনের জন্য আন্দোলন করে ফৌজদারি অপরাধ করেননি৷ তারা তাদের প্রাপ্য টাকার জন্য আন্দোলন করেছে৷ এটা তাদের অধিকার৷ তাদের অন্য কারখানায় চাকরির ব্যবস্থা বিজিএমইএ'কেই করতে হবে৷ সেই ব্যবস্থা না করা পর্যন্ত এবং ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব৷'' তিনি বলেন, ‘‘তুবা-র মালিক দেলোয়ার হোসেনের অবিলম্বে জামিন বাতিল করে কারাগারে পাঠাতে হবে৷ কারণ সে একজন খুনি৷''

মোশরেফা মিশু বলেন, ‘‘আমরা আইনি লড়াই চালিয়ে যাব৷ কারখানা বন্ধের নোটিশ চ্যালেঞ্জ করে দুই এক দিনের মধ্যে শ্রম আদালতে মামলা করা হবে৷ শ্রম আইন অনুযায়ী, লে-অফ ঘোষণার জন্য যেসব শর্ত প্রয়োজন, তুবা এবং মালিক দেলোয়ারের ক্ষেত্রে তা খাটে না৷ দেলোয়ার গত কয়েক মাসে ৩৭ কোটি টাকার কাজ করেছেন৷ কেবল বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে অর্ডার সাপ্লাই করেছেন ২৬ কোটি টাকার৷ অথচ শ্রমিকদের ৪ কোটি টাকা দিচ্ছেন না৷''

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমেদ বলেন, যে ধারায় মালিক প্রতিষ্ঠানটি বন্ধ করেছেন তা হলো শ্রমিকদের অবৈধ ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হওয়া৷ কিন্তু শ্রমিকরা বেতন না পাওয়ায় কাজ বন্ধ করেছে৷ সেজন্য তাদের ধর্মঘট অবৈধ নয়৷ ফলে মালিক অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করতে পারেন না৷ তিনি বলেন, আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের সব ধরণের পাওনা দিতে বাধ্য৷ তিনি বলেন, আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিক নোটিশ পে বাবদ এক মাসের মূল বেতন এবং তিন বছরের জন্য তিন মাসের মূল বেতনের সার্ভিস বেনিফিট প্রাপ্য হবেন৷

এদিকে তুবার কারখানা বন্ধের নোটিশের প্রতিবাদে শুক্রবারও জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন৷ এসব সমাবেশ থেকে কারখানা বন্ধের নোটিশকে অবৈধ আখ্যা দিয়ে অবিলম্বে কারখানা খুলে দেয়ার দাবি জানানো হয়েছে৷ অন্যথায় লে-অফ ঘোষণা করলে আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধের দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি চলতি আগস্ট মাসের বেতন দেয়ারও দাবি জানানো হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ