এবার ভালোবাসা দিবসে ভালোবাসা প্রকাশ করতে ব্রিটেনের প্রেমিক-প্রেমিকারা বিশেষ দিনটিতে বেছে নিচ্ছে মাস্ক, স্যোশাল ডিসটেনসিং বা তুমি কি আমার কোয়ারেন্টাইন হবে?, লেখাযুক্ত কার্ড৷ করোনাকালে মুখে একটু হাসি ফোটাতেই এই প্রয়াস৷
বিজ্ঞাপন
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে যুক্তরাজ্যে প্রেমিক-প্রেমিকাদের জন্য তৈরি ভালোবাসার কার্ডগুলোতেও পড়েছে করোনা মহামারির প্রভাব৷ কার্ডে ঐতিহ্যবাহী রোমান্টিক ছবির পরিবর্তে এবার স্থান পেয়েছে মাস্ক, তাপমাত্রা নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো মন ভালো করা মজার নানা ছবি৷
থর্টফুল এবং মুনপিগের মতো গ্রিটিং কার্ড কোম্পানির ওয়েবসাইটের ডিজাইনে রয়েছে, প্রেমিকা-প্রেমিকার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা করোনা সুরক্ষার পোশাক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকা ছবি৷ কিংবা মাস্ক জড়ানো হার্ট বা হৃদয়ের ছবি৷ কোনো কার্ডে দীর্ঘদিন ঘরবন্দি থাকা যুগলের ছবি৷ অথবা কার্ডের ওপর মজা করে লেখা, ‘‘তুমি কি আমার কোয়ারান্টিন হবে?’’ পান্ডা অ্যান্ড দ্য প্রিন্স ডিজাইনার আমান্দা হাল্লাম একটি কার্ডে ডিজিটাল থার্মোমিটার দিয়ে হৃদয়ের তাপমাত্রা পরীক্ষার ছবি এঁকেছেন আর তার পাশে লিখেছেন, ‘‘এই মুহূর্তে তোমার জন্য আমি দারুণ হট! নটিংহ্যামভিত্তিক ডিজাইনার বলেন,এসব কার্ড যদি করোনাকালের দুঃসময়ে কারো মুখে সামান্য হাসি ফোটাতে পারে, সেটাই বা কম কি!’’
২০২০ সালে বেশিরভাগ মানুষই পরিবার, বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন ছিলেন৷ অনেকেই যোগাযোগ রাখার মাধ্যম হিসেবে এখন কার্ডের দিকে ঝুঁকছেন৷ হাল্লাম জানান, গত বছরের তুলনায় কার্ডের চাহিদা বেড়েছে শতকরা ২০০ ভাগ ৷
এনএস/এফএস (রয়টার্স)
গত বছরের ছবিঘর দেখুন...
করোনা ভাইরাসের সময় ভালোবাসা
করোনা ভাইরাসের এই সময়ে দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন্সে গণবিয়ের আয়োজন হয়েছে৷ ফলে বর, বধূ ও অতিথিদের মাস্ক পরে বিয়েতে অংশ নিতে হয়েছে৷
ছবি: picture-alliance/AP/Ahn Young-joon
ভালোবাসা চলবে
সাউথ কোরিয়ার উত্তরাঞ্চলীয় শহর গ্যাপিয়ংয়ে একটি গণবিয়ের আসরে বর ও বধূ৷ ৭ ফেব্রুয়ারি এই বিয়ে হয়৷ সেই সময় ২৪ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল৷ এখন সেটি বেড়ে ১,৭৬৬-তে দাঁড়িয়েছে৷ ফলে চীনের বাইরে সবচেয়ে বেশি করোনা রোগী এখন সাউথ কোরিয়ায়৷ এছাড়া দেশটিতে করোনায় মারা গেছেন ১৩ জন৷
ছবি: picture-alliance/AP/Ahn Young-joon
মাস্ক বিতরণ
সাউথ কোরিয়ার ঐ গণবিয়েতে আগত বর, বধূ ও অতিথিদের মধ্যে ৩০ হাজার মাস্ক ও হাত ধোয়ার স্যানিটাইজার বিতরণ করা হয়েছিল৷
ছবি: AFP/Jung Yeon-je
তবে সবাই পরেননি
ঐ সময় (ফেব্রুয়ারি ৭) পর্যন্ত সাউথ কোরিয়ার অনেক নাগরিক হয়ত করোনার প্রভাব অতটা বুঝতে পারেননি৷ তাই ছবিতে অনেককে মাস্ক ছাড়াই দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/H. Ran
মাস্কসহ চুমু
ফিলিপাইন্স সরকারের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি একটি গণবিয়ের আয়োজন করা হয়েছিল৷ সেখানে ২২০ দম্পতির বিয়ে হয়৷ জন পল নামের একজন বর অস্ট্রেলিয়ার এবিসি টিভিকে জানিয়েছেন, ‘‘মাস্ক পরে চুমু খেতে অন্যরকম লাগে, তবে এটা প্রয়োজন৷’’
ছবি: Reuters/Bacolod City Public Information Office
অনুমতি
ফিলিপাইন্সের ঐ বিয়ের অনুষ্ঠানে যারা এসেছিলেন তাদের সবাইকে শেষ ১৪ দিনের ভ্রমণ তথ্য জানাতে হয়েছে৷ এরপরই তারা অনুষ্ঠানে অংশ নেয়ার অনুমতি পান৷
ছবি: Reuters/Bacolod City Public Information Office
সংকটের সময় ভালোবাসা দিবস
এই ছবিটি ফিলিপাইন্সের আরেক গণবিয়ের অনুষ্ঠানের৷ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এর আয়োজন করা হয়েছিল৷ দেশটিতে এখন পর্যন্ত তিনজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে৷ মারা গেছেন একজন৷