1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুমি কি আমার কোয়ারান্টিন হবে?  

১৪ ফেব্রুয়ারি ২০২১

এবার ভালোবাসা দিবসে ভালোবাসা প্রকাশ করতে ব্রিটেনের প্রেমিক-প্রেমিকারা বিশেষ দিনটিতে বেছে নিচ্ছে মাস্ক, স্যোশাল ডিসটেনসিং বা তুমি কি আমার কোয়ারেন্টাইন হবে?, লেখাযুক্ত কার্ড৷ করোনাকালে মুখে একটু হাসি ফোটাতেই এই প্রয়াস৷ 

এবার ভালোবাসা দিবসে ভালোবাসা প্রকাশ করতে ব্রিটেনের প্রেমিক-প্রেমিকারা বিশেষ দিনটিতে বেছে নিচ্ছে মাস্ক, স্যোশাল ডিসটেনসিং বা তুমি কি আমার কোয়ারেন্টাইন হবে?, লেখাযুক্ত কার্ড৷ করোনাকালে মুখে একটু হাসি ফোটাতেই এই প্রয়াস৷ 
ছবি: Kind of Simple Designs/Thortful/Reuters

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে যুক্তরাজ্যে প্রেমিক-প্রেমিকাদের জন্য তৈরি ভালোবাসার কার্ডগুলোতেও পড়েছে করোনা মহামারির প্রভাব৷ কার্ডে ঐতিহ্যবাহী রোমান্টিক ছবির পরিবর্তে এবার স্থান পেয়েছে মাস্ক, তাপমাত্রা নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো মন ভালো করা মজার নানা ছবি৷

কার্ডে লেখা, ‘আমাদের ভালোবোসাকে কখনো লকড ডাউন করা যাবে না’৷ছবি: Suzcreate/Thortful/Reuters

থর্টফুল এবং মুনপিগের মতো গ্রিটিং কার্ড কোম্পানির ওয়েবসাইটের ডিজাইনে রয়েছে, প্রেমিকা-প্রেমিকার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা করোনা সুরক্ষার পোশাক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকা ছবি৷ কিংবা মাস্ক জড়ানো হার্ট বা হৃদয়ের ছবি৷ কোনো কার্ডে দীর্ঘদিন ঘরবন্দি থাকা যুগলের ছবি৷ অথবা কার্ডের ওপর মজা করে লেখা, ‘‘তুমি কি আমার কোয়ারান্টিন হবে?’’ পান্ডা অ্যান্ড দ্য প্রিন্স ডিজাইনার আমান্দা হাল্লাম একটি কার্ডে ডিজিটাল থার্মোমিটার দিয়ে হৃদয়ের তাপমাত্রা পরীক্ষার ছবি এঁকেছেন আর তার পাশে লিখেছেন, ‘‘এই মুহূর্তে তোমার জন্য আমি দারুণ হট! নটিংহ্যামভিত্তিক ডিজাইনার বলেন,এসব কার্ড যদি করোনাকালের দুঃসময়ে কারো মুখে সামান্য হাসি ফোটাতে পারে, সেটাই বা কম কি!’’

করোনার স্বাস্থ্যবিধির কথা মনে করিয়ে দিচ্ছে এই কার্ডটি৷ছবি: Picardso/Thortful/Reuters

২০২০ সালে বেশিরভাগ মানুষই পরিবার, বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন ছিলেন৷  অনেকেই যোগাযোগ রাখার মাধ্যম হিসেবে এখন কার্ডের দিকে ঝুঁকছেন৷ হাল্লাম জানান, গত বছরের তুলনায় কার্ডের চাহিদা বেড়েছে শতকরা ২০০ ভাগ ৷

এনএস/এফএস (রয়টার্স)

গত বছরের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ