1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্ক-ইইউ

২ সেপ্টেম্বর ২০১৬

তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান ও তাঁর সাম্প্রতিক গতি-প্রকৃতি সম্পর্কে যাবতীয় সংশয় সত্ত্বেও তাঁকে উপেক্ষা করা যে সম্ভব নয়, তা ইউরোপের নেতারা ভালো করেই জানেন৷ দরকষাকষির মাধ্যমে তাঁকে শান্ত রাখতে চলছে নানা প্রচেষ্টা৷

তুরস্ক-ইউরোপ
ছবি: picture-alliance/Anadolu Agency/U. Ucrak

অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টার পর তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতি উত্তাল হয়ে উঠেছে৷ সামান্যতম বিরোধিতাও চরম পরিণতি ডেকে আনছে৷ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান স্বৈরাচারী নেতার মতো আচরণ করছেন বলে অভিযোগ উঠছে৷ কুর্দি জনগোষ্ঠীর উপর চলছে দমনমূলক নীতি৷ এমনকি সীমান্ত পেরিয়ে সিরিয়ার ভূখণ্ডেও কুর্দি বিদ্রোহীদের দমন করছে সেনাবাহিনী৷ ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ছেন এর্দোয়ান৷

তবে তাঁর সবচেয়ে জটিল সম্পর্ক ইউরোপের সঙ্গে৷ এক চুক্তির মাধ্যমে ইউরোপে শরণার্থীদের ঢল আটকাতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ এর বদলে নিজেদের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের অধিকার আশা করেছিল সে দেশ৷ কিন্তু তুরস্ক এখনো সব শর্ত মেনে না নেওয়ায় ইইউ সেই সুবিধা দিতে প্রস্তুত নয়৷ এমনই এক প্রেক্ষাপটে আঙ্কারা সফর করলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলৎস ও শরণার্থী বিষয়ক কমিশনর দিমিত্রিস আভ্রামোপুলোস৷

তুরস্ক আবার জানিয়ে দিয়েছে, বিদেশের চাপের মুখে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয় সে দেশ৷ অর্থাৎ সন্ত্রাস দমনের লক্ষ্যে বিতর্কিত আইনের সংস্কার করা হবে না, যা কিনা ইউরোপে ভিসামুক্ত প্রবেশাধিকারের অন্যতম প্রধান পূর্বশর্ত৷ প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন, ব্যর্থ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই আইন তুরস্কের কাছে জীবন-মরণের বিষয়৷ এই অবস্থায় মনঃক্ষুণ্ণ তুরস্ক শরণার্থী বিষয়ক চুক্তি কার্যকর করবে না বলে জানিয়েছে৷

চীনে আগামী সপ্তাহে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে জার্মানি, ফ্রান্স ও ইটালির শীর্ষ নেতারা প্রেসিডেন্ট এর্দোয়ানের সঙ্গে শরণার্থী সংকটের বিষয়ে আলোচনা করতে আলাদা বৈঠকে বসতে চলেছেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এই ঘোষণা করেছেন৷ এমনকি এর্দোয়ানের দাবি মেনে তিনি জার্মান সংসদে অনুমোদিত আর্মেনীয়দের গণহত্যা সংক্রান্ত একটি প্রস্তাব সম্পর্কে তাঁর সরকারের অবস্থান বদলেছেন৷ এই প্রস্তাবের প্রতিবাদে এর্দোয়ান সরকার জার্মান সংসদ সদস্যদের তুরস্কে মোতায়েন করা জার্মান সৈন্যদের সঙ্গে সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল৷ এর প্রতিবাদে তুরস্কে ন্যাটোর ঘাঁটি থেকে জার্মান সৈন্য প্রত্যাহারের উদ্যোগ চলছে৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ