1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্ককে যুদ্ধবিরতিতে রাজি করাতে যুক্তরাষ্ট্রের তৎপরতা

১৬ অক্টোবর ২০১৯

সিরিয়ায় হামলা থামানোর জন্য এরদোয়ানকে রাজি করাতে তুরস্ক সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স৷ তবে এরইমধ্যে তুরস্ক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে৷

ছবি: Presidential Press Office

বুধবার আঙ্কারার উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স৷ উদ্দেশ্য তুরস্ককে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হামলা থেকে বিরত রাখা৷ তবে এরদোয়ান যুদ্ধবিরতির যেকোন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন৷

মঙ্গলবার আজারবাইজান থেকে ফিরে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘তারা যুদ্ধবিরতি ঘোষণার জন্য বলছে৷ কিন্তু আমরা কখনোই যুদ্ধবিরতি ঘোষণা করব না৷'' তুরস্ক এই হামলা না থামালে যুক্তরাষ্ট্র কঠিন অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি দিয়ে রেখেছে৷ পাশাপাশি ইউরোপও আগে থেকেই তুরস্কের এই হামলার বিরোধীতা করে আসছে৷ এরদোয়ান বলেন, ‘‘তারা অপারেশন থামাতে আমাদের উপর চাপ দিচ্ছে৷ তারা অবরোধ ঘোষণা করছে৷ কিন্তু আমাদের লক্ষ্য পরিস্কার৷ আমরা কোনো অবরোধ ভয় করি না৷''

এরদোয়ান কুর্দি নেতাদের সাথে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেন৷ বলেন, অনেক নেতা মধ্যস্থতার চেষ্টা চালালেও তুরস্ক কখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে এক টেবিলে বসবে না৷

এদিকে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তুরস্ক এই হামলা না থামালে ডনাল্ড ট্রাম্প অবরোধ আরোপের যে হুমকী দিয়েছেন মাইক পেন্স তার সফরে সেই বিষয়টিই এরদোয়ানের কাছে পুনর্ব্যক্ত করবেন৷ এর আগে তুরস্কের প্রতিরক্ষা, জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র৷

উল্লেখ্য সম্প্রতি সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প৷ তারপরই সিরিয়া সীমান্তে সৈন্য সমাবেশ শুরু করে তুরস্ক৷

তুরস্ক-সিরিয়া সীমান্তের ভেতর ৩০ কিলোমিটার এলাকা পর্যন্ত একটি বাফার জোন তৈরি করতে চাইছেন এর্দোয়ান৷ সেজন্য ঐ এলাকা থেকে কুর্দি যোদ্ধাদের সরাতে চাইছেন তিনি৷ এরপর সেখানে বর্তমানে তুরস্কে আশ্রয় নেয়া প্রায় ৩৬ লাখ সিরীয় শরণার্থীকে রাখার ব্যবস্থা করতে চান তুর্কি প্রেসিডেন্ট৷  

এফএস/কেএম (এপি, এফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ