তুরস্কের এর্দোয়ান বন্ধু আসাদের সমালোচনা করলেন
১১ জুন ২০১১তুরস্ককে নতুন চোখে দেখার সময় এসেছে বহুদিন থেকেই এবং বহু কারণে৷ ইউরোপ আর আমেরিকার ঠিক মাঝের দেশ৷ কেমাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষ দেশ, অথচ সেখানে একটি গোঁড়া ইসলামি ধারাও আছে৷ গণতন্ত্র, অথচ সেখানে মিলিটারি অতি প্রভাবশালী৷ অর্থনীতি, সংস্কৃতির ক্ষেত্রেও পূর্ব-পশ্চিম, এমনকি আরব-খ্রিস্টান ঐতিহ্যের আশ্চর্য সংমিশ্রণ এই তুরস্ক৷
তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তায়িপ এর্দোয়ান'কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বন্ধুই বলা চলে৷ অথচ সেই এর্দোয়ানই এবার সিরিয়ার স্পষ্ট সমালোচনা করলেন৷ এটা বৃহত্তর পটভূমিতে দেখাই উচিৎ৷ মনে রাখা দরকার, মিশর এবং মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক মধ্যপ্রাচ্য রাজনীতিতে যে ভূমিকাটি পালন করতেন, সেই ভূমিকাতে কিন্তু এখন কেউ নেই৷ তুরস্ক সেই শূন্যস্থান পূরণ করতে পারে৷ গাদ্দাফি যদি দেশ পরিত্যাগ করতে সম্মত হন, তবে তাঁকে সাহায্য করার প্রস্তাবও এসেছে ঐ তুরস্ক থেকে৷
তুরস্কের সীমান্তের কাছে সিরীয় শহর জিশর আল শোগুর, যেখানে বিরোধীদের হাতে সিরিয়া নিরাপত্তা বাহিনীর ১২০ জন সদস্য নিহত হয়েছে বলে দামেস্কের পক্ষ থেকে বলা হয়েছে৷ সে শহর এখন সেনাবাহিনীর ট্যাংক দিয়ে ঘেরা৷ শহরের ৫০ হাজার বাসিন্দাদের অধিকাংশ পলাতক৷ তাদের মধ্যে বেশ কয়েক হাজার সীমান্ত পার হয়ে তুরস্কে, হাতাই জেলার শরণার্থী শিবিরে৷ তুরস্ক এই উদ্বাস্তুদের পূর্ণ দেখভাল করছে, আরো শরণার্থী শিবির তৈরী করছে, কিন্তু শরণার্থীদের আবার আলাদা করে রেখেছে৷
এর মূল কারণ সম্ভবত এই যে, আংকারা এবং দামেস্কের মধ্যে সব যোগাযোগ এখনও বিচ্ছিন্ন হয়ে যায়নি৷ তুরস্ক যেমন একদিকে আসাদের বিরুদ্ধে এক হিসেবে সাক্ষ্যসাবুদ সংগ্রহ করছে - যেমন শিবিরে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে - তেমনই এই উদ্বাস্তুরা এখন তুরস্কের মাটিতে থাকার ফলে দামেস্কের উপর আংকারার প্রভাব বাড়ছে বৈ কমছে না৷ কাজেই সিরিয়া সমস্যার কোনো ভবিষ্যৎ সমাধানে আমরা হঠাৎ করেই তুরস্কের একটা বড় ভূমিকা দেখতে পারি৷
আনাতোলিয়া সংবাদ সংস্থার খবর অনুযায়ী এর্দোয়ান যা বলেছেন, তা হল এই: সিরীয় সৈন্যরা বিশেষ মানবিক আচরণ করছে না৷ তিনি এই দমন অভিযানকে ‘‘অগ্রহণযোগ্য'' বলেছেন, এবং বলেছেন এর ফলে অবশ্যই বিশ্ব নিরাপত্তা পরিষদ হস্তক্ষেপ করতে বাধ্য হবে৷
এবং এর্দোয়ানের এই কথা যেখানে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে শোনা হয়েছে, সেই স্থানটি হল সম্ভবত দামেস্ক৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: রিয়াজুল ইসলাম