1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ জার্মান

৩০ অক্টোবর ২০১৯

সিরিয়ায় কুর্দিদের উপর সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক৷ এ কারণে দেশটির বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা দেয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন অধিকাংশ জার্মান৷

Türkei Rede von Präsident Erdogan während einer Zeremonie in Istanbul.
ছবি: picture-alliance/dpa/Turkish Presidential Press Service

জার্মান বার্তা সংস্থা ডিপিএ ২৫ থেকে ২৮ অক্টোবর দুই হাজার প্রাপ্তবয়স্ক জার্মান নাগরিকের উপর জরিপ করেছে৷ এতে ৬১ শতাংশ উত্তরদাতা তুরস্কের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞার পক্ষে তাঁদের মত জানিয়েছেন৷

এছাড়া ৬৯ শতাংশ উত্তরদাতা তুরস্কের কাছে জার্মানির অস্ত্র বিক্রির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন৷

সিরিয়ায় অভিযান শুরুর পর তুরস্কের কাছে অস্ত্র বিক্রি কমিয়ে দিয়েছে জার্মানি৷ যদিও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অস্ত্র বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করার অঙ্গীকার করেছিলেন৷

এদিকে, জরিপে অংশ নেয়া ৫৮ শতাংশ উত্তরদাতা তুরস্ককে ন্যাটো থেকে বের করে দেয়ার প্রতি সমর্থন জানিয়েছেন৷

বাম দলের অনেক রাজনীতিবিদও একই সমর্থন জানান৷

তবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল ‘টাগেসস্পিগেল' দৈনিককে বলেছেন, ন্যাটো থেকে তুরস্ককে বহিস্কার করলে ‘ইইউর পূর্ব সীমান্তে নতুন করে নিরাপত্তা ঝুঁকি' তৈরি হতে পারে৷

ইউরোপ ও উত্তর অ্যামেরিকার ২৯টি দেশ নিয়ে ন্যাটো গঠিত৷ জোটের দ্বিতীয় সবচেয়ে বড় সেনাবাহিনীটি তুরস্কের৷

জার্মানদের তুর্কি ভাবনা

তুরস্কের বাইরে সবচেয়ে বেশি তুর্কির বাস জার্মানিতে৷ এদের সংখ্যা প্রায় ৩০ লাখ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অতিথি শ্রমিক হিসেবে তুর্কিরা জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন৷

সাম্প্রতিক সময়ে জার্মানিতে অভিবাসন ও মুসলিমবিরোধী এএফডি দলের জনপ্রিয়তা বাড়তে থাকায় তুর্কিদের প্রতি জার্মানদের বিদ্বেষ বাড়ছে বলে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে৷

ইলিয়ট ডুগলাস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ