1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদ জানালো রাশিয়া ও সিরিয়া

১১ অক্টোবর ২০১২

বুধবার মস্কো থেকে দামেস্কগামী একটি যাত্রীবাহী বিমান আঙ্কারায় অবতরণ করতে বাধ্য করা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেছে৷

ছবি: picture-alliance/dpa

বুধবার রাতে রাশিয়া থেকে সিরিয়াগামী একটি যাত্রীবাহী বিমানকে আঙ্কারায় নামতে বাধ্য করে তুরস্ক৷ বিমানে মাত্র ৩০ জন ছিলেন৷ সন্দেহ অমূলক ছিল না, কারণ বিমান থেকে কিছু মালপত্র বাজেয়াপ্ত করা হয়৷ তারপর বিমানটি দামেস্কের উদ্দেশ্যে উড়ে যায়৷

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মস্কো৷ রাশিয়ার অভিযোগ, বোমারু বিমান পাঠিয়ে যেভাবে এয়ারবাস যাত্রীবাহী বিমানটিকে নামতে বাধ্য করা হয়েছে, তার ফলে রুশ নাগরিকদের প্রাণ বিপন্ন হতে পারতো৷ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে ১৭ জন রুশ নাগরিক আঙ্কারায় রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, যা তাদের করতে দেওয়া হয় নি৷ আগামী সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের আঙ্কারা সফরে আসার কথা ছিল৷ তুরস্ক জানিয়েছে, যে কাজের চাপের কারণে বুধবারের ঘটনার আগেই পুটিন তাঁর সফর পিছিয়ে দিয়েছিলেন৷ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, পুটিন আগামী ৩রা ডিসেম্বর তুরস্কে আসছেন৷ রাশিয়া অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করে নি৷

বুধবার রাতে রাশিয়া থেকে সিরিয়াগামী একটি যাত্রীবাহী বিমানকে আঙ্কারায় নামতে বাধ্য করে তুরস্কছবি: Getty Images

উল্লেখ্য, বৃহস্পতিবার রাশিয়ার এক অস্ত্র রপ্তানিকারক সংস্থার প্রতিনিধি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স'কে জানিয়েছে, তুরস্ক যে বিমানটিকে অবতরণ করতে বাধ্য করেছিল, তার মধ্যে কোনোরকম অস্ত্র বা অস্ত্র ব্যবস্থার অংশবিশেষ ছিল না৷ নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি আরও বলেছেন, এমন কিছু পাঠাতে হলে বৈধ উপায়েই তা পাঠানো হয়৷ তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, যে সিরিয়ার সরকারের জন্য অস্ত্র পাঠানো বন্ধ করা হয় নি৷ গত বছরেই প্রায় ১০ লক্ষ ডলার মূল্যে দামেস্ককে অস্ত্র সরবরাহ করেছে রাশিয়া৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও আসাদ-প্রশাসনকে আগলে রেখেছে মস্কো৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন অবশ্য গত জুন মাসে বলেছিলেন, যে রাশিয়া সিরিয়াকে এমন কোনো অস্ত্র পাঠায় না, যা দেশের অভ্যন্তরে কোনো সংঘাতে কাজে লাগানো যায়৷

সিরিয়া এই ঘটনাটিকে ‘অ্যাক্ট অফ পাইরেসি’ হিসেবে বর্ণনা করেছে৷ সিরিয়ান এয়ার বিমান সংস্থার প্রধান গাইদা আব্দুলতিফ বলেছেন, বিমানটিতে বেসামরিক ইলেকট্রিক যন্ত্রপাতি ছিল, যা বিধিনিয়ম মেনেই পরিবহন করা হচ্ছিল৷

তুরস্ক এখনো জানায় নি, বিমানে ঠিক কী পাওয়া গেছে৷ কিছু সংবাদপত্রের দাবি, যাত্রীবাহী বিমানে সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল৷ তবে অস্ত্র নয়, রেডিও যন্ত্রের মতো কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে৷ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভোতলু বলেছেন, যে দেশের সরকার নিরীহ মানুষের উপর নিষ্ঠুর হত্যালীলা চালায়, তুরস্কের আকাশসীমা ব্যবহার করে তাদের কাছে অস্ত্রশস্ত্র পাঠানোর প্রচেষ্টা বন্ধ করা হবে৷ যাত্রীবাহী বিমানে নিয়ম-বহির্ভূত মালপত্র পাঠানো হলে ভবিষ্যতেও তুরস্ক তা বাজেয়াপ্ত করতে পারে৷ সামগ্রিকভাবে দামেস্ক সরকারকে তুরস্কের আকাশসীমা ব্যবহার বন্ধ করতে বলে দিয়েছে আঙ্কারা৷

এ দিকে দুই দেশের সীমান্তে হামলা ও পাল্টা হামলা চলছে৷ প্রথম ঘটনার পর বাশার আল আসাদের সরকার সেনাবাহিনীকে সীমান্ত থেকে দূরে মোতায়েন করার নির্দেশ দিলেও বিচ্ছিন্ন হামলা বন্ধ হয় নি৷ তুরস্কের সেনাবাহিনীর প্রধান নেচদের ওজেল সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ার দিক থেকে গোলাগুলি চালানো হলে তাঁর বাহিনী আরও বড় আকারে আঘাত হানবে৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ