1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় সংসদ বেঁকে বসেছে

বারবারা ভেসেল/এসি১২ মে ২০১৬

ইউরোপীয় সংসদের প্রেসিডেন্ট মার্টিন শুলৎস তুর্কিদের বিনা ভিসায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-তে যাতায়াত নিয়ে আলোচনা পর্যন্ত করবেন না, যতদিন না তুরস্ক সব শর্ত পালন করে৷ ওদিকে আংকারা থেকে আসছে উদ্বাস্তু পাঠানোর হুমকি৷

তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান
ছবি: Reuters/M. Sezer

ইউরোপীয় সাংসদদের কাছে তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের বাজার আপাতত ভালো যাচ্ছে না৷ দল ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সাংসদরা তাঁর সমালোচনায় মুখর৷ এর্দোয়ানের উপদেষ্টা বুরহান কুৎসু একটি সাম্প্রতিক টুইটে হুমকি দিয়েছেন যে, ইউরোপীয় সংসদ যদি তুর্কিদের বিনা ভিসায় ইউরোপে যাওয়া-আসা অনুমোদন না করে, তাহলে তুরস্ক ‘‘উদ্বাস্তুদের পাঠাবে''৷ টুইটারে এক ভাষ্যকারের মন্তব্য, ‘‘(এটা) এর্দোয়ানের তরফে স্পষ্ট স্বীকৃতি যে, তুরস্ক ইউরোপে অভিবাসীদের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে পারে ও করেছে৷''

শুধুমাত্র ইইউ-এর অভিবাসন কমিশনার দিমিত্রিস আভ্রামোপুলোস কিছুটা ইতিবাচক বক্তব্য রেখেছেন৷ তাঁকে এখনও তুরস্কের সঙ্গে উদ্বাস্তু চুক্তি বাঁচানোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে৷ কাজেই তিনি ভিসা-মুক্ত যাতায়াতের পূর্বশর্তের ক্ষেত্রে তুরস্ক যে শর্তগুলি ইতিমধ্যেই পূরণ করেছে, সেগুলির কথা বলেছেন; অপরদিকে যে পাঁচটি শর্ত অপূর্ণ আছে, সেগুলির কথাও উল্লেখ করতে ভোলেননি – বিশেষ করে তুরস্কের বিতর্কিত সন্ত্রাসবাদ প্রতিরোধী আইনের কথা৷ ইউরোপীয় ইউনিয়নের মতে এই আইনের পরিবর্তন দরকার এবং সাংবাদিক ও সরকারের সমালোচকদের বিরুদ্ধে এ আইন প্রয়োগ করা চলবে না৷

তুরস্কের ইউরোপ মন্ত্রী ফল্কান বজকির স্ট্রাসবুর্গে আংকারার বার্তার পুনরাবৃত্তি করে বলেছেন যে, সন্ত্রাসবাদ প্রতিরোধী আইনের পরিবর্তন করা সম্ভব নয়৷ অপরদিকে একাধিক ইইউ সাংসদ আংকারার মনোভাবকে স্রেফ ব্ল্যাকমেল হিসেবে দেখছেন৷ সাংবাদিক ও বিরোধীদের নিপীড়নে ইউরোপীয় ইউনিয়ন এর্দোয়ানের সহযোগী হয়ে উঠতে পারে না, এই হলো সাংসদদের মনোভাব৷ এর্দোয়ান তাঁর নিজের দেশের জনগণ – অর্থাৎ কুর্দদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন, এও একটি অভিযোগ৷ সব মিলিয়ে ইউরোপীয় সংসদের একাধিক সদস্যের দৃষ্টিতে তুরস্ক ৭২টি শর্তের সব ক'টি পূরণ করার আগে তুর্কিদের ভিসা-মুক্ত যাতায়াতের অধিকার দেবার কোনো প্রশ্নই ওঠে না৷ ওদিকে এর্দোয়ান চান, আগামী অক্টোবরের মধ্যেই তা সম্ভব হোক৷

স্ট্রাসবুর্গের সর্বাধুনিক বিতর্ক থেকে একটি জিনিস স্পষ্ট হয়ে গেছে: আংকারার প্ররোচনার ফলে ইউরোপীয় সংসদ এবার বেঁকে বসেছে৷ সাংসদদের একটি বড় অংশ তুর্কিদের জন্য ভিসা-মুক্ত সফর সমর্থন করবে না, যদি না আংকারা তার নীতির আমূল পরিবর্তন ঘটায়৷ ইইউ সাংসদরা স্পষ্ট করে দিয়েছেন যে, তারা ‘‘ইউরোপীয় মূল্যবোধ বিসর্জন'' দিয়ে উদ্বাস্তু সংকট সমাধানে তুরস্কের সঙ্গে সমঝোতাকে বাঁচাতে রাজি নন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ