1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগবাংলাদেশ

তুরস্কের বিধ্বস্ত এলাকার ২১ বাংলাদেশি এখন নিরাপদ আশ্রয়ে

৯ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশি শিক্ষার্থীকে রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে৷ তাদের মধ্যে দুজন আছেন হাসপাতালে৷ ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের জন্য আঙ্কারায় দুটি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস৷

ছবি: DHA/AFP

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান৷

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গাজিয়ান্তে শহর থেকে বুধবার ১৯ বাংলাদেশি শিক্ষার্থীকে আঙ্কারায় স্থানান্তর করার কথা জানিয়ে সেহেলী বলেন, "গত রাতে তাদের গাজিয়ান্ত থেকে আঙ্কারায় শিফট (স্থানান্তর) করা হয়েছে৷ আমাদের দূতাবাস থেকে তাদের সঙ্গে দেখা করে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানবেন৷”

এছাড়া ‘নিখোঁজ' বলে খবর এসেছিল এমন দুই বাংলাদেশি বর্তমানে আঙ্কারায় চিকিৎসাধীন বলে জানান সাবরীন৷ তিনি বলেন, "সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, উদ্ধারকৃত বাংলাদেশি ছাত্র নূরে আলম ও গোলাম সাইদ রিংকু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷”

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠানোর ধারাবাহিকতায় সিরিয়াতেও একই ধরনের দল পাঠানোর পরিকল্পনা করছে সরকার৷

মুখপাত্র বলেন, "বন্ধুপ্রতিম তুরস্কের এই ক্রান্তিকালীন ও দুর্যোগপূর্ণ সময়ে ৬১ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল ও উদ্ধারকারী দল প্রেরণ করা হয়েছে, যারা আগামী এক সপ্তাহ তুরস্কে অবস্থান করে বিভিন্ন প্রকার মানবিক সাহায্য প্রদান করবে এবং উদ্ধার কার্যে অংশগ্রহণ করবে৷ পাশাপাশি সিরিয়াতেও একইভাবে উদ্ধার দল প্রেরণের বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে৷”

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের জন্য আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস দুটি হটলাইন চালু করেছে বলেও জানান মুখপাত্র৷

তুরস্ক ও সিরিয়ায় হাজারো মানুষের প্রাণহানিতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক দিবস পালন করছে বাংলাদেশ৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ