1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কের মসজিদে বেজে উঠলো গান

২২ মে ২০২০

আজানের পরিবর্তে কে বা কারা ফ্যাসিবাদবিরোধী গান বাজিয়েছে তুরস্কের মসজিদে৷ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া হবে বলে জানিয়েছে এর্দোয়ান সরকার৷

ফাইল ছবিছবি: DW/U. Danısman

বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র এলাকা হিসেবে পরিচিত ইজমিরে ঘটেছে ঘটনাটি৷ সেখানকার মসজিদগুলোতে হঠাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ফ্যাসিবাদবিরোধী একটি গান বেজে ওঠায় তুমুল বিতর্ক শুরু হয়েছে তুরস্কে৷ 'বেলা চিলো’ শিরোনামের ইতালীয় ভাষার গানটি মসজিদে কে বাজালো তা এখনো জানা যায়নি৷ ধর্ম বিষয়ক জাতীয় পরিষদ দিয়ানেট বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করার পাশাপাশি আদালতে মামলাও করেছিল৷ মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত৷

প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের সরকার এবং ধর্মীয় নেতারা বিষয়টিকে ‘সাবোটাজ’ হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ জানিয়েছেন৷ এর্দোয়ানের দল একেপির মুখপাত্র ওমর চেলিক এক টুইট বার্তায় বলেছেন, ‘‘নোংরা কাজটি যে-ই করে থাকুক, তাকে অবশ্যই খুঁজে বের করা হবে৷’’

সরকারপন্থি দৈনিক সাবাহ মসজিদে ফ্যাসিবাদবিরোধী গান বাজানোর খবরের শিরোনাম করেছে, ‘কেলেঙ্কারি’৷ দৈনিক ইয়েনি সাফাক বিষয়টিকে বর্ণনা করেছে মসজিদের ওপর 'জঘন্য আক্রমণ' হিসেবে৷

এসিবি/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ