1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল-ন্যাটো

২২ জুন ২০১৬

তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হতে না হতেই ন্যাটো-ইসরায়েল সহযোগিতা আরও জোরালো হয়ে উঠলো৷ এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তি হলে বিশাল সহযোগিতা দেবে ইইউ৷

তুরস্কের জাহাজ মাভি মারমারা
ছবি: picture-alliance/dpa

Israel starts an inquiry into the commando raid on a humanitarian flotilla for Gaza that left nine aid workers dead

01:04

This browser does not support the video element.

সামরিক জোট ন্যাটো-র সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এক নতুন মাত্রা পেল৷ ব্রাসেলস-এ ন্যাটোর সদর দপ্তরে সে দেশ একটি দূতাবাস খুলতে চলেছে৷ চরমপন্থি হিংসার মোকাবিলায় দুই পক্ষের সহযোগিতা বাড়ানো হবে৷ এই উদ্যোগ আসলে বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল৷ তবে ন্যাটোর অন্যতম সদস্য তুরস্কের আপত্তিতে এতকাল সেই প্রক্রিয়া স্থগিত ছিল৷ গত কয়েক বছরের উত্তেজনার পর এবার তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ধীরে ধীরে অনেকটা স্বাভাবিক হয়ে উঠছে৷

মঙ্গলবার ন্যাটো-র সদর দপ্তরে ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন-এর সঙ্গে দাঁড়িয়ে ন্যাটো-র মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, প্রায় দুই দশক ধরে ইসরায়েল ন্যাটো-র জোটসঙ্গী হিসেবে সক্রিয় রয়েছে৷ এবার সেই সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে৷ তাঁর মতে, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে বেড়ে চলা হিংসা সব দেশের জন্য হুমকি হয়ে উঠেছে৷ তাই যে সব দেশের সাধারণ মূল্যবোধ রয়েছে, তাদের একযোগে ঘৃণা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত৷

ইসরায়েলের প্রেসিডেন্ট রিভলিন বলেন, ন্যাটো সদর দপ্তরে ইসরায়েলের মিশন সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরালো করতে সাহায্য করবে৷ তাঁর মতে, মধ্যপ্রাচ্যে ঘৃণার বাতাস অভূতপূর্ব মাত্রা ছুঁয়েছে৷ এই অঞ্চলের ঘটনাবলির প্রভাব গোটা বিশ্বের উপর পড়ছে৷

উল্লেখ্য, ২০১০ সালে ইসরায়েলি কমান্ডো বাহিনী তুরস্কের একটি জাহাজের উপর হামলা চালানোর পর তুরস্কের সঙ্গে সে দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে৷ সেই হামলায় তুরস্কের ১০ জন অক্টিভিস্ট নিহত হন৷ দ্বিপাক্ষিক সম্পর্ক আবার স্বাভাবিক করতে গত বছরের ডিসেম্বর মাসে আলোচনা শুরু হয়৷ ইসরায়েল শেষ পর্যন্ত তুরস্কের দু'টি পূর্বশর্ত মেনে নিয়ে সেই হামলার জন্য ক্ষমা চেয়েছে এবং ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে৷ তবে গাজার উপর ইসরায়েলের অবরোধ তুলে নেবার দাবি মেনে নিতে এখনো প্রস্তুত নয় ইসরায়েল৷ তা সত্ত্বেও আগামী রবিবার তুরস্ক আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্কের কথা ঘোষণা করবে বলে জানিয়েছে৷

এদিকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া তরান্বিত করতে ইউরোপীয় ইউনিয়ন বিশাল সহায়তার ঘোষণা করেছে৷ ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিনকে বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে ইইউ দুই পক্ষের জন্য অভূতপূর্ব মাত্রায় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা ঘোষণা করবে৷

এসবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ