1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগতুরস্ক

তুরস্কে একই পরিবারের ৪ লাশ উদ্ধার করল বাংলাদেশ দল

১৫ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তুপে চালানো অভিযানের পঞ্চম দিনে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল৷ এ পর্যন্ত ১৯ জনের লাশ এবং একজনকে জীবিত উদ্ধার করেছে দলটি৷

ছবি: Anne Pollmann/dpa/picture alliance

দেশটির আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় মঙ্গলবার রাতে আট ঘণ্টার অভিযানে দুই সন্তানসহ এক দম্পতির লাশ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা৷

বাংলাদেশের ফায়ার সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকর্মীরা তাদের অভিযানে ওই চারজনসহ এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করেছেন, জীবিত উদ্ধার করেছেন একজনকে৷ বাংলাদেশ দলের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারীরা সেখানে কাজ করে যাচ্ছেন৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান জানান, মঙ্গলবার রাতে অভিযান শেষ করে ক্যাম্পে ফিরে যান বাংলাদেশের উদ্ধারকারী দল৷

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপে ৭ দশমিক ৮ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প হয়৷ কয়েক ঘণ্টার ব্যবধানে মাত্র ১০০ কিলোমিটার উত্তরে ৭ দশমিক ৫ মাত্রায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে৷ এতে তুরস্ক-সিরিয়ার বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়৷ দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৪১ হাজারের বেশি৷ 

ওই ঘটনায় বিশ্বের অন্যান্য দেশের মত উদ্ধার অভিযানে অংশ নিতে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল ৮ ফেব্রুয়ারি রাতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ে৷ পরদিন বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় দেশটির আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায় দলটি৷ সেখান থেকে উদ্ধারকারী দল আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে৷

৬০ সদস্যের দলটিতে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন৷ এছাড়া ১০ ফেব্রুয়ারি রাতে সিরিয়ায় পাঠানো হয় ১১ টন ত্রাণ সামগ্রী৷ এর মধ্যে রয়েছে তাবু, কম্বল, সোয়েটার, শুকনো খাবার ও ওষুধ৷

চলতি শতাব্দীর অন্যতম প্রাণঘাতী ভূমিকম্পে  ব্যাপক প্রাণহানির ঘটনায় এক দিন রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ