1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগতুরস্ক

তুরস্কে একই পরিবারের ৪ লাশ উদ্ধার করল বাংলাদেশ দল

১৫ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তুপে চালানো অভিযানের পঞ্চম দিনে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল৷ এ পর্যন্ত ১৯ জনের লাশ এবং একজনকে জীবিত উদ্ধার করেছে দলটি৷

ছবি: Anne Pollmann/dpa/picture alliance

দেশটির আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় মঙ্গলবার রাতে আট ঘণ্টার অভিযানে দুই সন্তানসহ এক দম্পতির লাশ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা৷

বাংলাদেশের ফায়ার সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকর্মীরা তাদের অভিযানে ওই চারজনসহ এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করেছেন, জীবিত উদ্ধার করেছেন একজনকে৷ বাংলাদেশ দলের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারীরা সেখানে কাজ করে যাচ্ছেন৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান জানান, মঙ্গলবার রাতে অভিযান শেষ করে ক্যাম্পে ফিরে যান বাংলাদেশের উদ্ধারকারী দল৷

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপে ৭ দশমিক ৮ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প হয়৷ কয়েক ঘণ্টার ব্যবধানে মাত্র ১০০ কিলোমিটার উত্তরে ৭ দশমিক ৫ মাত্রায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে৷ এতে তুরস্ক-সিরিয়ার বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়৷ দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৪১ হাজারের বেশি৷ 

ওই ঘটনায় বিশ্বের অন্যান্য দেশের মত উদ্ধার অভিযানে অংশ নিতে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল ৮ ফেব্রুয়ারি রাতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ে৷ পরদিন বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় দেশটির আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায় দলটি৷ সেখান থেকে উদ্ধারকারী দল আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে৷

৬০ সদস্যের দলটিতে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন৷ এছাড়া ১০ ফেব্রুয়ারি রাতে সিরিয়ায় পাঠানো হয় ১১ টন ত্রাণ সামগ্রী৷ এর মধ্যে রয়েছে তাবু, কম্বল, সোয়েটার, শুকনো খাবার ও ওষুধ৷

চলতি শতাব্দীর অন্যতম প্রাণঘাতী ভূমিকম্পে  ব্যাপক প্রাণহানির ঘটনায় এক দিন রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ