1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কে গণমাধ্যম বন্ধ!

২৮ জুলাই ২০১৬

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জেরে বেশ কিছু পত্রিকা-চ্যানেল বন্ধের ঘোষণা দিয়েছে সরকার৷ বুধবার তিনটি সংবাদ সংস্থা, ১৬টি টেলিভিশন চ্যানেল, ২৩টি রেডিও স্টেশন, ৪৫টি পত্রিকা এবং ১৫টি ম্যাগাজিন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে৷

Türkei Demo für Medienfreiheit in Istanbul
ছবি: Getty Images/AFP/O. Kose

৮৯ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে৷ অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷ চলছে জরুরি অবস্থা৷ ৫০ হাজার সরকারি কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে৷ এঁদের বিরুদ্ধে অভিযোগ, অভ্যুত্থান মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রের মুসলিম নেতা গোলেনের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে৷

এছাড়া সামরিক বাহিনীর ১০৯৯ কর্মকর্তা এবং ৪৩৬ জন কনিষ্ঠ কর্মকর্তার অসম্মানের অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়েছে৷ এ পর্যন্ত ১৭৮ জন জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে৷ এঁদের মধ্যে ১৫১ জনকে ইতোমধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

এ সপ্তাহের শুরুতেই ৪২ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল৷ বুধবার সামরিক বাহিনীর এক মুখপাত্র জানায়, ৮৬৫১ জন এই অভ্যুত্থান চেষ্টায় জড়িত ছিল, যা মোট সংখ্যার ১.৫ ভাগ৷ ৩৫ টি বিমান, ৩৭টি হেলিকপ্টার, ৭৪টি ট্যাংক এবং তিনটি জাহাজ নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল তারা৷ সামরিক বাহিনী থেকে বরখাস্ত হওয়াদের মধ্যে সেনাবাহিনীর ৮৭ জন জেনারেল, বিমান বাহিনীর ৩০ জন জেনারেল এবং নৌবাহিনীর ৩২ জন অ্যাডমিরাল রয়েছেন৷

বুধবার তুরস্কের আইন-শৃঙ্খলা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আটক হওয়াদের মধ্যে জিজ্ঞাসাবাদের পর ৩,০০০ ব্যক্তিকে ছেড়ে দিয়েছে তারা৷ ১৫ জুলাইয়ের পর থেকে ৫০ হাজার সরকারি কর্মকর্তা, কর্মচারী চাকুরি থেকে বরখাস্ত হয়েছেন৷ এঁদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছিলেন৷

এদিকে ১৫ জুলাইয়ের ঐ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার জেরে সামরিক বাহিনীর ১,৭০০ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ এঁদের মধ্যে ১৪৯ জন জেনারেল এবং এডমিরালও রয়েছেন৷ সরকারের অভিযোগ এই অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন দায়ী৷ অভ্যুত্থানে অন্ততপক্ষে ২৪৬ জন নিহত হয়েছেন৷ পাশাপাশি আহত হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ৷

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আজ আবারো সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন৷ সেখানে হয়ত আরো কর্মকর্তাদের সরিয়ে দেয়ার ব্যাপারে নির্দেশ আসতে পারে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ