তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জেরে বেশ কিছু পত্রিকা-চ্যানেল বন্ধের ঘোষণা দিয়েছে সরকার৷ বুধবার তিনটি সংবাদ সংস্থা, ১৬টি টেলিভিশন চ্যানেল, ২৩টি রেডিও স্টেশন, ৪৫টি পত্রিকা এবং ১৫টি ম্যাগাজিন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে৷
বিজ্ঞাপন
৮৯ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে৷ অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷ চলছে জরুরি অবস্থা৷ ৫০ হাজার সরকারি কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে৷ এঁদের বিরুদ্ধে অভিযোগ, অভ্যুত্থান মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রের মুসলিম নেতা গোলেনের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে৷
এছাড়া সামরিক বাহিনীর ১০৯৯ কর্মকর্তা এবং ৪৩৬ জন কনিষ্ঠ কর্মকর্তার অসম্মানের অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়েছে৷ এ পর্যন্ত ১৭৮ জন জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে৷ এঁদের মধ্যে ১৫১ জনকে ইতোমধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
যেভাবে এর্দোয়ানের প্রতি সমর্থন জানাচ্ছে তুরস্কের মানুষ
ব্যর্থ সেনা অভ্যুত্থানের রাতে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান তাঁর সমর্থকদের রাস্তায় নামতে অনুরোধ করেছিলেন৷ আর তখন থেকেই রাস্তা দখলে রেখেছে তাঁর সমর্থকরা৷ আংকারা থেকে জানাচ্ছেন ডিয়েগো কুপোলো৷
ছবি: DW/D. Cupolo
‘এর্দোয়ান আমাদের কমান্ডার’
তারা প্রতিরাতে গাড়ি চালিয়ে আংকারার ‘ডেমোক্রেসি ওয়াচ’ ব়্যালিতে হাজির হন৷ ব়্যালিতে অনেকের মতো হাজির ছিলেন ২১ বছর বয়সি জয়নিপ৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এর্দোয়ান যতদিন চাইবেন ততদিন আমি তাঁর প্রতি সমর্থন জানানো অব্যাহত রাখবো৷ তিনি আমাদের ‘কমান্ডার ইন চিফ’৷’’
ছবি: DW/D. Cupolo
অটল, তবে সহজ সমর্থন নয়
‘‘যদি দরকার হয় তাহলে কাজ থেকে ছুটি নিয়ে হলেও ব়্যালিতে থাকবো’’, বলেন ৩১ বছর বয়সি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিত৷ তুরস্কের মতো একটি উদ্বায়ী রাষ্ট্র শুধু এর্দোয়ানের পক্ষেই চালানো সম্ভব, মনে করেন তিনি৷
ছবি: DW/D. Cupolo
স্বাস্থ্যসেবার উন্নতি ঘটানোয় এর্দোয়ানের প্রশংসা
যখন জানতে চাওয়া হয় কেন তিনি এর্দোয়ানের সমর্থক, তখন ২১ বছর বয়সি পাবলিক ম্যানেজমেন্টের শিক্ষার্থী কামেল কায়া জানান, এর্দোয়ানের একেপি পার্টি তুরস্কের অর্থনৈতিক এবং সামাজিক পরিষেবার উন্নয়ন ঘটিয়েছেন৷ তিনি বলেন, ‘‘(এর্দোয়ান) ক্ষমতায় আসার আগে হাসপাতালগুলোর খুব করুণ দশা ছিল৷ তিনি সেগুলোর সংস্কার এবং সামগ্রিক অবস্থা ভালো করেছেন৷’’
ছবি: DW/D. Cupolo
‘রাজনৈতিক ইসলামের’ জন্য চাপ
২২ বছর বয়সি ইসমাইল জানান, তিনি এর্দোয়ানকে সমর্থন দিচ্ছেন কেননা তিনি তুরস্কের সরকারকে দেশটির সমাজের ইসলামিক শেকড়ের কাছাকাছি নিয়ে গেছেন৷ তিনি বলেন, ‘‘আমরা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কোনো সংবিধান চাই না, তবে আমরা এমন একটি চাই যেখানে ইসলামের জন্য আরো জায়গা থাকবে৷’’
ছবি: DW/D. Cupolo
এর্দোয়ানের সমর্থকদের জন্য সুযোগ-সুবিধা
ব়্যালিতে আগতদের বিনামূল্যে খাবার, পানি এবং পরিবহন সেবা দেয়া হয়, জানান তুরস্কের কুর্দিপন্থি এইচডিপি পার্টির চেয়ার সেলাহাতিন দিমিত্রাস৷ তিনি বলেন, ‘‘অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়া এর্দোয়ানের সমর্থকদের পানি এবং খাবর দিয়ে স্বাগত জানানো হয়৷ আর দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে আমার লোকেরা প্রতিবাদ করে তখন তাদের দিকে জলকামান ছোড়া হয়৷’’
ছবি: DW/D. Cupolo
এর্দোয়ানের চোখে রাষ্ট্রের শত্রু গুলেন
ফেতুল্লাহ গুলেনের একটি প্রতিকৃতি এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে ব়্যালিতে৷ সেটির বুকের উপরে লেখা: ‘‘ফেতু: তোমার অপরাধ রাষ্ট্রদ্রোহিতা৷’’ মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা গুলেনের বিরুদ্ধে এর্দোয়ানকে হঠাতে সেনা অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনা হয়েছে৷ প্রতিক্রিয়ায় গুলেনের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এর্দোয়ান৷
ছবি: DW/D. Cupolo
গ্রেপ্তার চলছেই
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এখনও পর্যন্ত ৬০ হাজার মানুষকে আটক, গ্রেপ্তার অথবা চাকুরিচ্যুত করা হয়েছে৷ এখানকার মানুষ বিশ্বাস করে যে, তারা ন্যয়বিচার পাবে৷ এ নিয়ে আন্তর্জাতিক সমালোচনাকে অগ্রাহ্য করে ৩৪ বছর বয়সি শাহিন বলেন, ‘‘ইউরোপ আমাদের সমাজ নিয়ে শঙ্কিত৷ কেননা তারা জানে, আমরা শীঘ্রই বিশ্ব শক্তিতে পরিণত হবে৷ আর এ জন্যই তারা আমাদের সমালোচনা করে৷’’
ছবি: DW/D. Cupolo
7 ছবি1 | 7
এ সপ্তাহের শুরুতেই ৪২ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল৷ বুধবার সামরিক বাহিনীর এক মুখপাত্র জানায়, ৮৬৫১ জন এই অভ্যুত্থান চেষ্টায় জড়িত ছিল, যা মোট সংখ্যার ১.৫ ভাগ৷ ৩৫ টি বিমান, ৩৭টি হেলিকপ্টার, ৭৪টি ট্যাংক এবং তিনটি জাহাজ নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল তারা৷ সামরিক বাহিনী থেকে বরখাস্ত হওয়াদের মধ্যে সেনাবাহিনীর ৮৭ জন জেনারেল, বিমান বাহিনীর ৩০ জন জেনারেল এবং নৌবাহিনীর ৩২ জন অ্যাডমিরাল রয়েছেন৷
বুধবার তুরস্কের আইন-শৃঙ্খলা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আটক হওয়াদের মধ্যে জিজ্ঞাসাবাদের পর ৩,০০০ ব্যক্তিকে ছেড়ে দিয়েছে তারা৷ ১৫ জুলাইয়ের পর থেকে ৫০ হাজার সরকারি কর্মকর্তা, কর্মচারী চাকুরি থেকে বরখাস্ত হয়েছেন৷ এঁদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছিলেন৷
তুরস্কে সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পাঁচটি কারণ
সামরিক অভ্যুত্থানের প্রয়াসকে ব্যর্থ করে দিয়েছেন এর্দোয়ান৷ তাঁর সমর্থকরা রাস্তায় নেমে এসেছিল বলেই অভ্যুত্থান হতে পারেনি৷ তবে জনসমর্থনই তো সবসময় অভ্যুত্থান ঠেকাতে পারে না৷ তাহলে কেন ব্যর্থ হলো অভ্যুত্থানের চেষ্টা?
ছবি: Getty Images/G.Tan
এর্দোয়ানকে আটকাতে না পারা
অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল রেচেপ তাইয়েপ এর্দোয়ানকে ক্ষমতাচ্যুত করা৷ এ লক্ষ্য পূরণের জন্য এর্দোয়ানকে অবরুদ্ধ করাই ছিল প্রথম কাজ৷ সে কাজে ব্যর্থ হয়েছে অভ্যুত্থান প্রয়াসের সঙ্গে জড়িত সেনাসদস্যরা৷ তাঁকে ধরার চেষ্টা করেছিল বিমান বাহিনীর একটি অংশ৷ কিন্তু এর্দোয়ান সে চেষ্টা ব্যর্থ করে অভ্যুত্থানকেও ব্যর্থ করে দেন৷
ছবি: Reuters/H.Aldemir
প্রেসিডেন্ট ভবনে তীব্র প্রতিরোধ
আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনের ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেনাবাহিনী৷ কিন্তু বিশ্লেষকদের মতে, সেনাসদস্যরা প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থাকে কিছুটা খাটো করেই দেখেছিলেন৷ সে কারণে এক রকমের সমন্বয়হীনতা দেখা যায় প্রেসিডেন্ট ভবন আক্রমণে৷ ভবনের নিরাপত্তাকর্মীরা কঠোর প্রতিরোধ গড়ে তোলে৷ শেষ পর্যন্ত সেখানেও ব্যর্থ হয় সেনাবাহিনী৷
ছবি: Getty Images/E. Ortac
পুলিশকে নিয়ন্ত্রণে ব্যর্থতা
পুলিশের ওপরও শুরুতে সেনা সদস্যদের কোনো নিয়ন্ত্রণ ছিল না৷ পুলিশ বুঝে উঠতে পারছিল না অভ্যুত্থানের প্রয়াসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, নাকি সমর্থন দেবে৷ তাই শুরুতে প্রায় নিষ্ক্রিয়ই ছিল তারা৷ কিন্তু এর্দোয়ান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর পুলিশও রুখে দাঁড়ায়৷
ছবি: Reuters/M.Sezer
ধর্মীয় নেতাদের আস্থা অর্জন করতে না পারা
ধর্মীয় নেতাদের আস্থায় নেয়ার চেষ্টা করেনি সেনাবাহিনী৷ ফলে এর্দোয়ান স্মার্ট ফোনে ভাষণ দেয়ার পর মসজিদগুলো থেকেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়৷ ফলে পরিস্থিতি দ্রুত চলে আসে এর্দোয়ানের অনুকূলে৷ এছাড়া প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ও স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলাকে গ্রেপ্তার করতে না পারা এবং টেলিভিশন চ্যানেলগুলোর দখল নিতে কালক্ষেপণ করার বিষয়টিও অভ্যুত্থানকে ব্যর্থ করায় ভূমিকা রেখেছে৷
ছবি: Reuters/Prime Ministry Pool
সমাজের ‘উঁচুমহলের’ সমর্থন না পাওয়া
অভ্যুত্থানের চেষ্টার সঙ্গে জড়িতরা জনমত একেবারেই বুঝতে পারেনি৷ তুরস্কে সামরিক অভ্যুত্থান বা অভ্যুত্থানের প্রয়াস নতুন কিছু নয়৷ তবে বর্তমানে তুর্কি সমাজ একেবারেই সামরিক অভ্যুত্থানকে স্বাগত জানানোর অবস্থায় নেই৷ তাছাড়া ব্যবসায়ী সমাজ এবং অভিজাত শ্রেণির সমর্থন আদায়েও ব্যর্থ হয়েছে সেনাবাহিনী৷
ছবি: Getty Images/G.Tan
5 ছবি1 | 5
এদিকে ১৫ জুলাইয়ের ঐ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার জেরে সামরিক বাহিনীর ১,৭০০ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ এঁদের মধ্যে ১৪৯ জন জেনারেল এবং এডমিরালও রয়েছেন৷ সরকারের অভিযোগ এই অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন দায়ী৷ অভ্যুত্থানে অন্ততপক্ষে ২৪৬ জন নিহত হয়েছেন৷ পাশাপাশি আহত হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ৷
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আজ আবারো সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন৷ সেখানে হয়ত আরো কর্মকর্তাদের সরিয়ে দেয়ার ব্যাপারে নির্দেশ আসতে পারে৷