1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেনিজ ইউচেলের আটক ‘দুঃখজনক’

২৮ ফেব্রুয়ারি ২০১৭

‘ডি ভেল্ট' পত্রিকার রিপোর্টার ডেনিজ ইউচেল জার্মান ও তুর্কি, উভয় নাগরিকত্বের অধিকারী৷ গত ১৪ই ফেব্রুয়ারি গ্রেপ্তার হবার পর তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ আনা হচ্ছে – জার্মানি যা নিয়ে উত্তাল৷

ডেনিজ ইউসেল
ছবি: picture-alliance/Eventpress

স্বয়ং চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সোমবার স্পষ্ট ভাষায় ইউচেলকে আটকের নিন্দা করেছেন৷ ‘‘এই পদক্ষেপ অনুপাতহীনভাবে কঠোর, বিশেষ করে ডেনিজ ইউচেল যখন স্বেচ্ছায় তুর্কি বিচার বিভাগের কাছে তদন্তের জন্য আত্মসমর্পণ করেছেন'', বলেছেন ম্যার্কেল৷ ‘‘যে কোনো গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সংবাদপত্রের স্বাধীনতার যে ব্যাপক গুরুত্ব আছে, ইউচেলের মামলা পরিচালনা করার সময় তুর্কি বিচার বিভাগ তা স্মরণে রাখবে, বলে জার্মান সরকার প্রত্যাশা করেন'', যোগ করেন ম্যার্কেল৷

ইতিপূর্বে ম্যার্কেলের মুখপাত্র তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ানের প্রতি আইনের শাসন মেনে চলার ও ইউচেলর প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করার আহ্বান জানান – যা জার্মানিতে অনেকের কাছেই বড় মৃদু বলে মনে হয়েছে৷

মন্ত্রীর ই-মেল ফাঁসে

এর্দোয়ানের জামাতা বেরাত আলবেইরাক হলেন তুরস্কের শক্তিমন্ত্রী৷ আলবেইরাকের ই-মেল হ্যাক করার সঙ্গে ইউচেলের সংযোগ আছে, বলে একটি অভিযোগ৷ এছাড়া ইউসেল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে-র এক অধিনায়ক চেমিল বায়িকের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন – সে বিষয়েও তাঁকে জেরা করা হয়েছে, বলে প্রকাশ৷ তৃতীয়ত, ডেনিজ ইউচেল তুরস্কের কুর্দ অধিবাসীদের প্রতি তুর্কি সরকারের আচরণ সম্পর্কে একাধিক প্রবন্ধ লিখেছেন – যা তাঁকে আংকারার সুনজরে আনেনি বলে ধরে নেওয়া যায়৷

জার্মান সরকারের উত্তরোত্তর প্রতিক্রিয়া

জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েলও সোমবার তাঁর হতাশা প্রকাশ করেন ও বলেন যে, আংকারা ইতিমধ্যেই ‘‘জার্মান-তুর্কি সম্পর্কে একনাটকীয় সময়কে'' আরো বেশি কণ্টকিত করে তুলছে৷ ‘‘আমাদের দু'টি দেশ যেভাবে দৃশ্যত আইনের শাসনের নীতি প্রয়োগ করে ও আমরা যেভাবে সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতার মূল্যায়ন করি, ডেনিজ ইউচেলের মামলা তার উপর রূঢ় আলোকপাত করছে,'' বলেছেন গাব্রিয়েল৷

জার্মান আইনমন্ত্রী হাইকো মাস বলেছেন, ‘‘সমালোচনামূলক রিপোর্টিং গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটি বুনিয়াদি উপাদান৷'' তিনি তুর্কি সরকারের বিরুদ্ধে ‘‘যে সব সাংবাদিক আপনাদের পছন্দের নয়, তাদের আটক করার'' অভিযোগ করেছেন৷ এছাড়া তিনি সাবধান করে দিয়েছেন যে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উত্তরোত্তর সংহতি সম্পর্কে আলাপ-আলোচনা বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব হবে৷

এসি/ডিজি (এপি, ডিপিএ)

এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচের ঘরে৷ লেখার সময় ব্যবহার করুন #FreeDeniz – এই হ্যাশট্যাগটি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ