তুরস্কে নিহত উত্তর সাইপ্রাসের নাগরিকদের শেষকৃত্য সম্পন্ন
১৩ ফেব্রুয়ারি ২০২৩
উত্তর সাইপ্রাসের মোট ৩৯ জন নাগরিক তুরস্কের ভূমিকম্পে নিহত হয়৷ তাদের মধ্যে ২৪ জনই শিশু৷ এক ভলিবল টুর্নামেন্টে অংশ নিতে তুরস্কে গিয়েছিল তারা৷ রবিবার তাদের শেষ দুজনকে সমাহিত করা হয়৷
বিজ্ঞাপন
এগারো থেকে ১৪ বছরের শিশু, ১০ জন মা-বাবা, চারজন শিক্ষক ও একজন প্রশিক্ষক তুরস্কের দক্ষিণ-পূর্ব শহর আদিয়ামানের এক হোটেলে অবস্থান করছিলেন৷ তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসের ফামাগুস্তার এক হাই স্কুলের দলটি একটি ম্যাচ খেলার জন্য আদিয়ামানে যায়৷
গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে হোটেলটি ধসে পড়লে তারা সকলেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে৷ তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের শিকার হয় এই ভলিবল দলের সদস্যরাও৷ ভূমিকম্পে তুরস্কে এ পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি মানুষ প্রান হারিয়েছে৷
মৃতদের সমাহিত করার জন্য গত শুক্রবার থেকে ফামাগুস্তায় একের পর এক অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়৷ সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে৷
রবিবার ভলিবল দলের সদস্য হাভিন কিলিচ ও প্রশিক্ষক ওসমান সেটিনতাসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়৷ তাতে অংশ নিতে উপস্থিত হন শত শত মানুষ৷
দুটি কফিনে তাদের মৃতদেহ রাখা হয়৷ এর মাঝখানে রাখা হয় একটি ভলিবলও৷ শোকাহত শিক্ষার্থীরা কেঁদে আর প্রার্থনা করে দুজনকে চির বিদায় জানায়৷
একেএ/এসিবি (রয়টার্স)
ভূমিকম্পে বেঁচে যাওয়ারা এখন প্রচণ্ড শীত ও ক্ষুধার কবলে
তুরস্ক ও সিরিয়ায় শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়ারা ভয়ঙ্কর দিন পার করছেন৷ আশ্রয় ও স্বজন হারানো হাজারো মানুষের জন্য রাস্তা আর, অস্থায়ী শিবিরই হয়ে উঠেছে বাড়ি-ঘর৷
ছবি: Suhaib Salem/REUTERS
খোলা আকাশের নীচে
ভূমিকম্পের প্রায় সপ্তাহ পেরুলেও ধ্বংসস্তূপ সরানোর এখনও কোনো কুলকিনারা করা যায়নি৷ এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন কংক্রিটের নীচে৷ স্বজনরা অপেক্ষায় আছেন প্রিয়জনের খবর জানতে৷ তুরস্কের কাহরামানমারাসে ধ্বসে পড়া ভবনের পাশে তেমনই কয়েকজনকে দেখা যাচ্ছে অপেক্ষার প্রহর গুণতে৷
ছবি: Suhaib Salem/REUTERS
তাঁবুতে আশ্রয়
ভূমিকম্পে আশ্রয় হারানো মানুষদের জন্য কোথাও কোথাও আশ্রয় শিবির খোলা হয়েছে৷ তুরস্কের গাজিয়ানটেপে একটি ফুটবল খেলার মাঠে তাঁবু টানিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে৷
ছবি: Irakli Gedenidze/REUTERS
তীব্র ঠান্ডা
এর মধ্যে বইছে শৈত্য প্রবাহও৷ হিমাঙ্কের নীচে নেমে যাওয়া তাপমাত্রায় রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়া মানুষেরা পড়েছেন ভয়ানক বিপাকে৷
ব্যক্তি বা সংগঠনের উদ্যোগে আশ্রয়হীন মানুষদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ তুরস্কের কাহরামানমারাসে এক ব্যক্তিকে খাবার বিতরণ করতে দেখা যাচ্ছে৷
ছবি: Suhaib Salem/REUTERS
যাওয়ার জায়গা নেই
চারদিকে ধ্বংসযজ্ঞের চিহ্ন৷ সন্তানকে নিয়ে কোথায় যাবেন জানা নেই এই নারীর৷ ছবিটি তুরস্কের হাতায় তোলা৷
ছবি: Umit Bektas/REUTERS
দুঃসহ পরিবেশ
বিভিন্ন স্থানে গড়ে তোলা অস্থায়ী ক্যাম্পগুলোতে যথেষ্ট খাবার, ঔষধ, এমনকি টয়লেটের ব্যবস্থাও নেই৷ আলিহান কাভাসোগলু নামের এক নারী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা আক্রান্ত হয়ে পড়ছি৷ টয়লেটের কোনো ব্যবস্থা নেই৷ সবাইকে বাইরেই কাজ সারতে হয়৷ চারদিকে এত দুর্গন্ধ যে রাতে আমরা ঘুমাতেও পারি না৷’’
ছবি: Benoit Tessier/REUTERS
চলছে উদ্ধারকাজ
ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ পরও সৌভাগ্যবান অনেককে জীবিত উদ্ধার সম্ভব হচ্ছে৷ স্বজন হারানোরা এখনও তাই আশায় বুক বেঁধে আছেন৷ রাতেও ধ্বংস্তূপের পাশে আগুন জ্বালিয়ে তারা অপেক্ষা করছেন৷
ছবি: Suhaib Salem/REUTERS
হতাশা
সময় গড়ানোর সাথে সাথে অবশ্য বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে এসেছে৷ শেষ পর্যন্ত স্বজনদের দেখা পাবেন কিনা জানেন না আপনজনেরা৷ ক্ষুধা, ক্লান্তি, অনিশ্চয়তা সব মিলিয়ে ভয়াবহ হতাশা গ্রাস করেছে বেঁচে যাওয়া মানুষদের৷