তুরস্কের রাস্তায় প্রাইড মার্চে নেমেছিলেন এলজিবিটিকিউ কর্মীরা। পুলিশ মিছিল আটকাতে লাঠিচার্জ করে। ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ।
বিজ্ঞাপন
গোটা বিশ্বে ২০ থেকে ২৬ জুনের মধ্যে প্রাইড মার্চের আয়োজন করা হয়। সমকামী আন্দোলনের কর্মীরা এই মার্চের আয়োজন করে থাকেন। তুরস্কে সমকামিতা নিষিদ্ধ। সেখানে প্রাইড মার্চেরও অনুমতি দেয় না প্রশাসন। তা সত্ত্বেও হাজার হাজার কর্মী রাস্তায় নেমেছিলেন। ইস্তাম্বুলে তারা মিছিল বার করেছিলেন। মিছিলকারীরা জানিয়েছেন, তাদের সমর্থনে দুই পাশের বাড়ি থেকে থালা বাজিয়ে তাদের স্বাগত জানানো হয়েছে।
বার্লিনে সমকামীদের বার্ষিক উৎসব
বাসিন্দাদের সহনশীলতার দিক থেকে বার্লিনকে বিশ্বের সেরা রাজধানীগুলোর একটি মনে করা হয়৷ সমকামীদের একটি বড় বৈচিত্র্য রয়েছে এখানে৷ আর তাই নিজেদের সহনশীলতা সবার সামনে তুলে ধরতে প্রাইড প্যারেডও হয় খুব জমজমাট৷
ছবি: Reuters/F. Bensch
সহনশীলতার প্যারেড
গত মাসেই জার্মানিতে আইনি স্বীকৃতি পেয়েছে সমকামী বিয়ে৷ ফলে প্যারেডের বড় একটা অংশ জুড়ে ছিল বিয়ের অনুষ্ঠানের প্রতিচ্ছবি৷ সহনশীলতা বাড়ানো এবং সব মতের অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন বার্লিন ক্রিস্টোফার স্ট্রিট ডে’র আয়োজকরা৷
ছবি: Reuters/F. Bensch
লেদার অ্যান্ড লেইস
অংশগ্রহণকারীদের সবাই অবশ্য শুধু বিয়ের পোশাক-আশাকে সীমাবদ্ধ থাকেননি৷ অনেকে আবার নিজেদের নানা ধরনের যৌন ইচ্ছার বহিঃপ্রকাশও ঘটিয়েছেন নানা ধরনের পোশাকের মধ্য দিয়ে৷
ছবি: Reuters/F. Bensch
রংধনুর সব রং
বার্লিনের বার্ষিক এই প্রাইড প্যারেড কয়েক মাইল লম্বা হয়৷ দূর-দূরান্ত থেকে অংশগ্রহণকারীরা রংবেরঙের সাজে সেজে এসে যোগ দেন প্যারেডে৷ ১৯৭৯ সাল থেকে বার্লিনে এই প্যারেডের আয়োজন করা হচ্ছে৷ প্রতিবছরই বেড়ে চলেছে এর আকার৷
ছবি: Reuters/F. Bensch
ভালোবাসার গ্রীষ্ম
বিশ্বের সবচেয়ে বড় সমকামী প্যারেডগুলোর একটি বার্লিন প্যারেড৷ ১০ লাখেরও বেশি মানুষ যোগ দেয় গ্রীষ্মের এই আয়োজনে৷ এই প্যারেড এতটাই জনপ্রিয় হয়েছে যে, আশেপাশের অনেক শহরও বার্লিনের আদলে প্যারেডের আয়োজন করা শুরু করেছে৷
ছবি: Picture Alliance/dpa/R. Jensen
নেতৃত্বে সমকামী রাজনীতিবিদরা
সব উৎসবেই একটা রাজনৈতিক বক্তব্যও থাকে৷ এ কারণে এই বার্ষিক আয়োজনে রাজনৈতিক নেতারাও নিয়মিত অংশ নেন৷ গ্রিন পার্টির সংসদ সদস্য ফল্কার বেক (ডানে) এবং ডির্ক বেরেনড্ট-ও (বামে) অংশ নেন এবারের প্যারেডে৷ সমকামীরাও এই সমাজেরই অংশ, প্যারেডে এই বার্তাই পৌঁছে দেন তাঁরা৷
ছবি: Picture Alliance/dpa/J. Carstensen
দূরের এবং কাছের
জার্মানিতে যেখানে সমকামকে খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখা হয়, পৃথিবীর অনেক দেশেই সমকামীদের পড়তে হয় বড় ধরনের সমস্যায়৷ ভেনিজুয়েলা থেকে আসা এই অংশগ্রহণকারীরা সেজে এসেছেন তাদের নিজেদের ঐতিহ্যবাহী সাজে৷ এমন অনেকেই যোগ করছেন নতুন বৈচিত্র্য৷
ছবি: Picture Alliance/dpa/J. Carstensen
6 ছবি1 | 6
কিন্তু পুলিশ মিছিল এগোতে দিতে চায়নি। বস্তুত, মিছিল আটকানোর জন্য ওি এলাকার সমস্ত গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছল। যানবাহন যাতায়াতে নিষেধ্জ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তারপরেও প্রাইড মার্চে অংশগ্রহণকারীরা ঘটনাস্থলে পৌঁছে যান। পুলিশ জানিয়েছে, ওই মিছিল এগোতে দিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাঘাত ঘটতো। স্থানীয় মানুষ হামলা চালাতে পারতো। সে কারণেই মিছিল এগোতে দেওয়া হয়নি।
যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে সংবাদসংস্থা এএফপি-র এক ফটোগ্রাফারও আছেন। বস্তুত, সাংবাদিকদের ক্লাবের তরফে জানানো হয়েছে, আরো বেশ কিছু সাংবাদিক আটক হয়েছেন। তাদের মারা হয়েছে বলেও অভিযোগ।
২০১৫ সাল থেকে তুরস্কে প্রাইড ওয়াকের উপর নিষেধাজ্ঞা আছে। তবে প্রতিবছরই কিছু মানুষ জড়ো হন। কিন্তু এবার পুলিশের সংখ্যা ছিল আগের চেয়ে ্নেক বেশি।