1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কে বিস্ফোরণ, সোশ্যাল মিডিয়া বন্ধ

৪ নভেম্বর ২০১৬

তুরস্কের দিয়ারবকিরে একটি থানার সামনে বিস্ফোরণে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে৷ বিরোধী দলের কুর্দি সমর্থিত নেতাদের আটক করার কয়েক ঘণ্টা পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷ 

তরস্কে বিস্ফোরণ
ছবি: Reuters/Ihlas News Agency

তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের দিয়ারবকির এলাকাটি কুর্দি অধ্যুষিত৷ শুক্রবারের এই বিস্ফোরণের ব্যাপারটি নিশ্চিত করেছে একাধিক গণমাধ্যম৷ এমনকি টিভি ফুটেজে দেখা গেছে থানার ভবনটির সব জানালার কাঁচ ভেঙে রাস্তায় ছড়িয়ে আছে৷

স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ তারা কয়েক কিলোমিটার দূর থেকেও শুনতে পেয়েছেন৷ দিয়ারবকিরের সরকারি অফিস এই ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে কে দায়ী করেছে৷ থানার পাশে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে তারা৷ কর্তৃপক্ষ দাবি করছে, ঐ হামলায় পুলিশ এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে৷ এ ঘটনার কয়েক ঘণ্টা আগে কুর্দি সমর্থিত পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) কয়েকজন আইন প্রণেতাকে আটক করে পুলিশ৷ তাদের বিরুদ্ধে পিকেকে-কে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে৷

পিকেকে প্রচারণা ছড়ানো

এইচডিপি-র দুই নেতা সেলাহাতিন দেমিত্রাস এবং ফিগেন ইয়ুকসেকদাগকে ভোর বেলা তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়৷

তুরস্কের বেসরকারি টেলিভিশন এনটিভি জানিয়েছে, এই দুই নেতার বিরুদ্ধে পিকেকে-র সমর্থনে প্রচারণা চালানোর অভিযোগ আনা হয়েছে৷ অন্যদিকে, রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ২০১৪ সালের অক্টোবরে সহিংস বিক্ষোভ ছড়ানোর পেছনে তাদের হাত রয়েছে, এই অভিযোগে তাদের আটক করা হয়েছে৷

তুরস্কের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এইচডিপি৷ জুলাইতে অভ্যুত্থান চেষ্টার পর থেকে এই দলটির নেতা-কর্মীদের উপর দমন-পীড়ন অব্যাহত আছে৷ পার্লামেন্টে ৫৯টি আসন এই দলের দখলে৷

দলটির নেতা ও কর্মীদের বিরুদ্ধে কয়েকশ' মামলা হয়েছে৷ তাদের বিরুদ্ধে অভিযোগ তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছে৷ এছাড়া অভ্যুত্থান চেষ্টার পর দিয়াবকিরের নির্বাচিত মেয়রকে বিশেষ ক্ষমতা আইনে অপসারণ করা হয়েছে৷

শুক্রবারে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানিয়েছেন, ‘‘ইইউ এ নেতাদের আটক করার বিষয় নিয়ে উদ্বিগ্ন৷''

এইচডিপি-র নেতাদের আটক করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে বিক্ষোভ শুরু হলে শুক্রবার সকালেই বন্ধ করে দেয়া হয় টুইটার ও হোয়াটস অ্যাপ৷

শুক্রবার ‘টার্কি ব্লকস' নামের দেশটির একটি ইন্টারনেট পর্যবেক্ষক দল জানায়, ১১ জন কুর্দিপন্থি আইনপ্রণেতাকে আটকের জের ধরে এমনটা করা হয়েছে৷

‘থ্রোটলিং'-এর মাধ্যমে এই অ্যাকসেস বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ওই পর্যবেক্ষক দলের একজন বিশেষজ্ঞ৷ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় নেটের গতি কমিয়ে দিয়ে ইন্টারনেট ব্যবহার ব্যাহত করার প্রক্রিয়াকে ‘থ্রোটলিং' বলা হয়৷ এর মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটগুলো ব্যবহার বন্ধ করে দেওয়া যায়৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ