তুরস্কের রাজধানী আংকারায় অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা৷ সাদা রংয়ের একটি গাড়ি থেকে সোমবার ভোরে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়৷ গুলিতে দর্তসের একটি জানালার কাঁচ ভাংলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি৷
বিজ্ঞাপন
তুরস্কের গণমাধ্যম জানাচ্ছে, এ ঘটনায় এখন পর্যস্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি স্থানীয় পুলিশ৷ তবে গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা৷
মার্কিন দূতাবাসের মূখপাত্র ডেভিড গায়নার তুরস্কের পুলিশকে এ বিষয়ে তাঁদের তাৎক্ষনিক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান৷ প্রসঙ্গত, ইদ-উল-আযহা উপলক্ষে তুরস্কে অবস্থিত মার্কিন দূতাবাস এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে৷
গত কয়েক মাস ধরে দু'দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে৷সম্প্রতি তুরস্ক অ্যামেরিকান পাদরি অ্যান্ড্রু ব্রানসনকে আটকে রাখলে দু'দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়৷ তুরস্কের অভিযোগ, ব্রানসনের সঙ্গে দেশটির নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্থান ওয়ার্কাস পার্টি (পিকেকে) ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফেতুল্লাহ গুলেনের যোগাযোগ রয়েছে৷ ফেতুল্লাহ গুলেন ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার হোতা বলে মনে করে এরদোয়ান সরকার৷ দীর্ঘ দিন ধরেই তুরস্ক ফেতুল্লাহ গুলেনকে ফেরত দেয়ার বিষয়ে দাবি জানিয়ে আসছে৷ এদিকে যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই পাদরি ব্রানসনের মুক্তি দাবি করে আসছে৷ কূটনৈতিক এ অস্থিরতার জের ধরে এ দু'দেশ একে অপরের পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করেছে৷ তুরস্ক সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ এনে তাঁদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র৷
তুরস্কে লিরা নিয়ে কী হচ্ছে?
তুরস্কের মুদ্রা লিরার দর কমছে দ্রুতগতিতে৷ এর ফলে দেশটি বড় ধরনের ঋণের কবলে পড়তে যাচ্ছে৷ দেখা দিয়েছে তারল্য সংকট৷ কিন্তু এই অবস্থার সৃষ্টি হলো কীভাবে?
ছবি: picture-alliance/A.Gocher
সার্বিক পরিস্থিতি
ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তুরস্ক৷ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৪৫ শতাংশ দর হারিয়েছে লিরা৷ এর ফলে বিশ্বের ১৮তম বৃহৎ অর্থনীতির এই দেশটি আরো মারাত্মক সংকটে নিমজ্জিত হতে যাচ্ছে৷ এর ধাক্কা এসে লাগছে বিভিন্ন উন্নয়নশীল দেশ, এমনকি ইউরোপের মার্কেটেও৷
ছবি: Getty Images/C. Mc Grath
বাণিজ্য ঘাটতি
তুরস্ক সবসময়ই বাণিজ্য ঘাটতিতে ভুগছে৷ আমদানি ও রপ্তানির মধ্যে রয়েছে বিশাল ফারাক৷ বৈদেশিক মুদ্রা ধার করাকেই এ ঘাটতি মেটানোর উপায় হিসেবে বেছে নিয়েছে দেশটি৷ পাশাপাশি, ২০০৮ সালের বৈশ্বিক মন্দার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপে স্বল্প সুদের সুযোগ নিয়ে অনেকেই উঠতি অর্থনৈতিক দেশ হিসেবে বিনিয়োগের জন্য বেছে নিয়েছেন তুরস্ককেই৷
ছবি: AP
উন্নয়নে নগদ অর্থ
ঘাটতি মেটাতে ধার করা অর্থে বিশাল বিশাল সরকারি প্রকল্পের অর্থায়ন করা হয়েছে৷ এর ফলে তুরস্কের অর্থনীতি বড় হয়েছে, বাজারে পণ্যপ্রবাহ এবং বড় আকারের নির্মাণকাজ বাড়ায় সরকারের জনপ্রিয়তাও বেড়েছে৷ কিন্তু সে তুলনায় বাজার থেকে পর্যাপ্ত অর্থ ফেরত আসেনি৷
ছবি: Getty Images/AFP/O. Kose
অর্থ প্রত্যাহার
সম্প্রতি মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দেয়ায় উঠতি বাজারগুলো থেকে বিনিয়োগ প্রত্য়াহার করে নিচ্ছেন ব্যবসায়ীরা৷ কঠিন করা হয়েছে অর্থ বরাদ্দের নীতিও৷ এর ফলে ডলারের দাম বেড়েছে, লিরার দাম কমেছে৷
ছবি: Getty Images/S. Platt
এর্দোয়ানের ওপর অনাস্থা
তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের নীতিতে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা৷ এসব বিনিয়োগকারীদের চাহিদা ছিল এমন এক অর্থনৈতিক পলিসি, যা সুদের নিম্নহার সমর্তন করে৷ কিন্তু তা করতে ব্যর্থ হয়েছেন এর্দোয়ান৷
ছবি: Getty Images/AFP/B. Kilic
ট্রাম্পের টুইট
১০ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেন৷ এর ফলে দুই দেশের মধ্যে এক বিলিয়ন ডলারের বাণিজ্যে তেমন প্রভাব পড়েনি, কিন্তু তুরস্কের অর্থনীতিতে বিনিয়োগকারীদের আস্থা তাতে আরো কমে গেছে৷ টুইটে ট্রাম্প তুরস্কের লিরার কথা সরাসরি উল্লেখ করায় আরো বড় ধাক্কা খেয়েছে লিরা৷
ছবি: Twitter/Trump
বন্ধু? নাকি শত্রু?
তুরস্কে আটক মার্কিন যাজক অ্যান্ড্রু ব্রুনসনের মুক্তি নিয়ে দু’দেশের মধ্যে বেশ কিছু দিন ধরে টানাপড়েন চলছে৷ সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের মার্কিন সমর্থন, রুশ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে তুরস্কের আগ্রহ, এবং যুক্তরাষ্ট্র থেকে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে উসকানিদাতা হিসেবে অভিযুক্ত ফেতুল্লাহ গুলেনকে ফেরত আনা নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকট চলছে৷
ছবি: Reuters/K. Lemarque
সর্বময় একক কর্তৃত্ব
ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সম্পর্ক তুরস্কের অর্থনীতিতে প্রভাব ফেলেছে ঠিকই, কিন্তু এটিই একমাত্র কারণ নয়৷ লিরার দরপতনের ৩০ শতাংশই হয়েছে জুন মাসের পর৷ গত জুনে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান ক্ষমতা আরো সুসংহত করেন৷ এ বছরের জুনে নির্বাচন নিয়েও রয়েছে নানা ধরনের প্রশ্ন৷ এতে নিজ দেশে তাঁর ক্ষমতা দৃঢ় হলেও, দূরে ঠেলে দিয়েছে পশ্চিমা মিত্রদের৷
ছবি: picture alliance/AP Photo/E. Gurel
জামাতা আলবায়রাক
জুনের নির্বাচনে জয়ী হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকে নিজের নিয়ন্ত্রণ বাড়ান এর্দোয়ান৷ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কোনো বিশেষজ্ঞের হাতে না ছেড়ে মন্ত্রী বানান নিজ জামাতা বেরাত আল-বায়রাককে৷ এর ফলে তুর্কি কেন্দ্রীয় ব্যাংকের ওপরও আস্থা কমেছে বিনিয়োগকারীদের৷
ছবি: picture-alliance/M. Alkac
অর্থনৈতিক যুদ্ধ
লিরার দরপতনের পরও আস্থা ফেরাতে উপযুক্ত ভূমিকা নিতে পারেননি এর্দোয়ান৷ মূল সমস্যা খতিয়ে দেখার চেয়ে ‘অর্থনৈতিক যুদ্ধের’ হুমকি এবং পশ্চিমা বিশ্বের ‘প্রোপাগান্ডাকে’ দায়ী করে চলেছেন৷ সংকট থেকে উত্তরণে বিভিন্ন দেশের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর বদলে দেশের নাগরিকদের ‘ত্যাগের জন্য প্রস্তুত থাকার’ বুলি আওড়ানো হচ্ছে৷
ছবি: Reuters/M. Sezer
10 ছবি1 | 10
জার্মান সাংবাদিকের উপর নিষেধাজ্ঞা প্রত্যহার
এদিকে জার্মান সাংবাদিক মেজালে টোলু'র উপর তুরস্ক ত্যাগের বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে দেশটির আদালত৷ তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিচার প্রক্রিয়া চলমান থাকবে৷ দেশটির একটি আদালতের রায়ে বলা হয়েছে, টোলুর উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হলেও তাঁর স্বামীর উপর তুরস্ক ত্যগের বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে৷ গত বছর এপ্রিল মাসে তুরস্ক কর্তৃপক্ষ সন্ত্রাসবাদী প্রচারনায় লিপ্ত থাকার অভিযোগে টোলুকে আটক করে৷ তারপর ডিসেম্বর মাসে তাঁকে মুক্তি দেয়া হলেও তাঁর ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ৷ তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিক টোলু ২০১৪ সাল থেকে ইস্তাম্বুলে প্রতিবেদক ও অনুবাদক হিসাবে কাজ করছিলেন৷