তুরস্কে এর্দোয়ানকে হারাতে মরিয়া ছয় বিরোধী দলের জোট। তারা জানালো, ক্ষমতায় এলে প্রেসিডেন্টের ক্ষমতা কম করা হবে।
বিজ্ঞাপন
এর্দোয়ানকে হারাতে তাদের প্রথম কৌশলের কথা জানালো ছয় বিরোধী দলের জোট। তারা প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে উদার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা হবে।
রিপাবলিকান পিপলস পার্টির প্রধান ফাইক ওজট্র্যাক জানিয়েছেন, ''আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরব, যেখানে শক্তিশালী, উদার, ন্যায় ভিত্তিতে চলা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। যেখানে প্রশাসন, আইনসভা ও বিচারবিভাগের ক্ষমতা আলাদা থাকবে। কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না। পার্লামোন্টের ক্ষমতা অনেক বাড়ানো হবে।''
এই জোট চায়, সব বিরোধী দল মিলে একজন প্রার্থীকে সমর্থন করুক। কোনো প্রার্থীর নাম অবশ্য জানানো হয়নি।
একজনের শাসন
বিরোধীদের দাবি, তুরস্কে একজনের শাসন চলছে। এর্দোয়ান সব ক্ষমতা কুক্ষিগত করেছেন। আগের সংসদীয় ব্যবস্থাকে পরিবর্তন করে তিনি প্রধানমন্ত্রীর অফিসকেই উঠিয়ে দিয়েছেন। সব ক্ষমতা এখন প্রেসিডেন্টের হাতে।
এর্দোয়ানকে হটাতে চান যারা
চলতি বছর জুনের মধ্যে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা৷ ঐ নির্বাচনে প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান ও তার একেপি পার্টিকে হারাতে একটি বিরোধী জোট তৈরি হচ্ছে৷
ছবি: Alp Eren Kaya/Republican People's Party (CHP) /Handout/REUTERS
কেমাল কিলিচদারোলু
৭২ বছর বয়সি সাবেক আমলা কিলিচদারোলু তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির প্রধান৷ এর্দোয়ান নিয়মিত যাদের সমালোচনা করতে পছন্দ করেন তাদের একজন কিলিচদারোলু৷ জাতীয় নির্বাচনে তার দলের ২২ থেকে ২৬ শতাংশ সমর্থন আছে বলে মনে করা হয়৷ ২০১৭ সালে তার দলের এক সাংসদকে জেল দেয়ার প্রতিবাদে আঙ্কারা থেকে ইস্তাম্বুল পর্যন্ত মিছিল করে আলোচিত হন তিনি৷
ছবি: CHP
মেরাল আকসেনার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আকসেনার তার দল এমএইচপি পার্টির (এর্দোয়ানের দলের জোটসঙ্গী) শীর্ষ নেতা দেভলেত বাচেলিকে হটানোর পরিকল্পনা করে ব্যর্থ হয়ে ২০১৬ সালে বহিষ্কৃত হয়েছিলেন৷ এরপর তিনি আইওয়াইআই (ভালো) পার্টি গঠন করে ২০১৮ নির্বাচনে সিএইচপির সঙ্গে জোট করেন৷ বর্তমানে ৬০০ আসনের মধ্যে ৩৬ জন সাংসদ তার দলের৷ তিনি তুরস্ককে আবারও সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে নিতে চান৷ ২০১৮ সালে এর্দোয়ান প্রেসিডেন্ট শাসন চালু করেন৷
ছবি: ANKA
একরেম ইমামোলু
২০১৯ সালে তিনি ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হলে প্রথম সেই ফল বাতিল করে দেয়া হয়৷ পরে আবারও নির্বাচন হলে ইমামোলু তাতেও জিতে যান৷ ৫১ বছর বয়সি ইমামোলু সিএইচপি দলের সদস্য৷ তার দল ধর্মনিরপেক্ষতার জন্য পরিচিত হলেও মেয়র নির্বাচনের সময় তিনি কিছু রক্ষণশীল ভোটারদের টানতে সমর্থ হয়েছিলেন৷ ইস্তাম্বুলের বিভিন্ন ইস্যুতে মাঝেমধ্যে এর্দোয়ানের সঙ্গে তার মতপার্থক্য হয়৷ আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নিতে পারেন৷
ছবি: İBB
মানসুর ইয়াভাশ
৬৬ বছর বয়সি আইনজীবী ইয়াভাশ এক সময় এমএইচপি পার্টি করতেন৷ পরে তিনি কিলিচদারোলুর সিএইচপি পার্টিতে যোগ দেন৷ ২০১৯ সালে তিনি এর্দোয়ানের একেপি পার্টির প্রার্থীকে হারিয়ে রাজধানী আঙ্কারার মেয়র নির্বাচিত হন৷ মেয়র হিসেবে তিনি করোনা মোকাবিলায় সাফল্য দেখিয়েছেন৷ তাই জনমত জরিপে তাকে জাতীয় পর্যায়ে এর্দোয়ানের চ্যালেঞ্জার হিসেবে দেখা যাচ্ছে৷
ছবি: Hilal Köylü/DW
আলি বাবাজান
একসময় এর্দোয়ানের ঘনিষ্ট ছিলেন ৫৪ বছর বয়সি বাবাজান৷ তিনি সাবেক উপ-প্রধানমন্ত্রীও৷ ২০১৯ সালে একেপি পার্টি থেকে পদত্যাগ করেন৷ এরপর ডেভা পার্টি গঠন করেন৷ আইনের শাসন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে তিনি সংস্কারের ডাক দিয়েছেন৷ তিনি অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন৷ দায়িত্ব পালনের সময় বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে ভালো সখ্যতা ছিল তার৷
ছবি: Hilal Köylü/DW
আহমেট দাভুটোলু
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত এর্দোয়ানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি৷ তবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি পরিচিতি পান৷ তার পররাষ্ট্রনীতি ছিল ‘প্রতিবেশীদের সঙ্গে শূন্য সমস্যা’৷ তবে আরব বসন্তের সময় তার মধ্যপ্রাচ্য কৌশল পথ হারিয়ে ফেলে৷ বর্তমান প্রেসিডেন্ট ব্যবস্থারও ঘোর সমালোচক তিনি৷ ২০১৯ সালে একেপি থেকে পদত্যাগ করে তিনি গেলেচেক পার্টি গড়ে তোলেন৷
ছবি: Hilal Köyle/DW
6 ছবি1 | 6
বিরোধীদের অভিযোগ, একজনের শাসন চলায় দেশের অর্থনীতির হাল খুবই খারাপ, মানুষের অধিকার ও স্বাধীনতা বলে আর কিছু নেই।
বিশ্লেষকেরাও মনে করেন, তুরস্কের বিচারবিভাগ অনেকটাই সরকারের নিয়ন্ত্রণে চলে। তুরস্কের মিডিয়ার অবস্থা একই।
কুর্দদের দল নেই
এই বিরোধী জোটে কুর্দদের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি(এইচডিপি) নেই। তারা অবশ্য দেশের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল।
বেআইনি ঘোষিত পিকেকে-র সঙ্গে এইচডিপি-র যোগাযোগ আছে দাবি করে, সরকার এই পার্টির কাজকর্মও বন্ধ করে দেয়ার কথা বলছে। এইচডিপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
তবে ছয় দলের বিরোধী জোট চায়, তারা অ্যামেরিকা ও রাশিয়া দুজনের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখবে।