তুরস্কে সন্ত্রাসী আক্রমণ, কুর্দদের উপর পাল্টা বিমান হামলা
২৪ অক্টোবর ২০২৪
আঙ্কারায় টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ(টিইউএসএএস)-এ সন্ত্রাসী হানা, মৃত পাঁচ, আহত ২২ জন। ইরাক ও সিরিয়ায় পাল্টা বিমান হামলা তুরস্কের।
তুরস্কের অভিযোগ, বেআইনি ঘোষিত সংগঠন পিকেকে সদস্যরা এই আক্রমণ করেছে। ছবি: AP/picture alliance
বিজ্ঞাপন
টিইউএসএএস থেকে বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া গেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছিল। তার ফলে মানুষ হতাহত হয়েছে।
প্রেসিডেন্ট এর্দোয়ান বলেছেন, ''আমি এই জঘন্য আক্রমণের নিন্দা করি।'' এর্দোয়ান এখন ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গেছেন। সেখান থেকেই তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুইজন আক্রমণকারী নিহত হয়েছে।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার ভোরে জানিয়েছেন, সিরিয়া ও ইরাকে কু্র্দ সন্ত্রাসবাদীদের লক্ষ্য করে বিমান হামলা করা হয়েছে।
টিইউএসএএস কারখানায় যুদ্ধবিমান ও ড্রোন তৈরি হয়। মার্কিন যুদ্ধবিমান এফ১৬ তৈরির লাইসেন্সও তাদের কাছে আছে।
এখনো পর্যন্ত যা জানা গেছে
কর্তৃপক্ষ জানিয়েছেন, আক্রমণকারীরা প্রথমে বিস্ফোরণ ঘটায়, তারপর গুলি চালাতে থাকে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, কাহরামানকাজানে কালো ধোঁয়া উপরে উঠছে। এই শহরটি আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার দূরে।
কেন আক্রমণের মুখে কুর্দ জনগোষ্ঠী
একদিকে তুরস্ক, অন্যদিকে ইরান, জোড়া আক্রমণের মুখে কুর্দরা। কেন এই আক্রমণ?
ছবি: DHA/Demirören Nachrichten Agentur
তুরস্কের হামলা
সম্প্রতি উত্তর-পূর্ব সিরিয়া এবং ইরাকে কুর্দ জনগোষ্ঠীর উপর হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের দাবি, কুর্দ সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যদিও কুর্দদের দাবি, হামলায় বহু বেসামরিক মানুষ এবং শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৮৪ জন নিহত হয়েছে বলে কুর্দদের দাবি।
ছবি: North Press Agency via REUTERS
তুরস্কের দাবি
তুরস্কের দাবি, সম্প্রতি ইস্তাম্বুলে যে বিস্ফোরণ হয়েছে, তা কুর্দ সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে ঘটিয়েছে। ওই বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়ছে। যদিও পিকেকে জানিয়েছে, তারা ওই বিস্ফোরণের সঙ্গে যুক্ত নয়।
ছবি: North Press Agency via REUTERS
কুর্দদের অবস্থান
মধ্যপ্রাচ্যে তিন কোটি ৫০ লাখ কুর্দের বাস। পৃথিবীর অন্যতম বড় জনগোষ্ঠী কুর্দদের নিজেদের কোনো দেশ নেই। তুরস্ক, সিরিয়া, ইরাক, ইরান এবং আর্মেনিয়ার একাংশে তাদের বসবাস। প্রায় প্রতিটি দেশেই তারা সংখ্যালঘু।
ছবি: North Press Agency via REUTERS
কুর্দিস্তানের লড়াই
বিভিন্ন দেশে কুর্দদের সংগঠন স্বাধীন কুর্দিস্তানের লড়াই করছে। পিকেকে, ওয়াইপিজি এমনই সব সংগঠন। তুরস্ক এই দুই সংগঠনকেই সন্ত্রাসী বলে মনে করে। অ্যামেরিকা পিকেকে-কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখলেও ওয়াইপিজি-কে রাখেনি। সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সেনাকে সাহায্য করেছে ওয়াইপিজি।
ছবি: Wostok Press/MAXPPP/picture alliance
তুরস্কের বক্তব্য
তুরস্কের দাবি, কুর্দ সন্ত্রাসী গোষ্ঠীগুলি লাগাতার তাদের দেশে আক্রমণ চালাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান জানিয়েছেন, শুধু বিমান হামলা নয়, সিরিয়া এবং ইরাকে ঢুকে আক্রমণ চালাবে তুরস্কের স্থলসেনা। এর আগে ২০১৬ সাল থেকে এমন তিনটি অপারেশন চালিয়েছে তুরস্ক। এবার চতুর্থ অপারেশন হবে বলে জানিয়েছেন এর্দোয়ান।
ছবি: Eren Bozkurt/AA/picture alliance
বিশেষজ্ঞদের বক্তব্য
বিশেষজ্ঞদের বক্তব্য, সিরিয়া যুদ্ধের কারণে বিপুল পরিমাণ সিরিয়ার উদ্বাস্তু তুরস্কে এসে থাকছেন। এর ফলে তুরস্কের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর্দোয়ান চাইছেন, সিরিয়ার কুর্দ অধ্যুষিত এলাকা খানিকটা দখল নিয়ে সেখানে সিরিয়ার উদ্বাস্তুদের পাঠাতে। সে কারণেই তার এই লাগাতার আক্রমণ।
ছবি: Fatih Aktas/AA/picture alliance
ইরানের আক্রমণ
সম্প্রতি ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে। পুলিশের হাতে এক কুর্দ নারীর মৃত্যুর পর আন্দোলন আরো বড় আকার নেয়। ইরানের দাবি, কুর্দ সন্ত্রাসী গোষ্ঠী এই আন্দোলনে মদত দিচ্ছে। এবং সে কারণেই সম্প্রতি কুর্দদের উপর আক্রমণ চালিয়েছে ইরান।
ছবি: SalamPix/ABACA/picture alliance
সিরিয়ার অবস্থান
সিরিয়ার বাশার সরকারের সঙ্গেও কুর্দদের লড়াই চলছে। রাশিয়া এবং ইরানের মদতপুষ্ট বাশার সরকার গৃহযুদ্ধের মধ্যেই সিরিয়ার একটি বড় অংশ নিজেদের হাতে ফিরিয়ে নিতে পেরেছে। কিন্তু কুর্দ অধ্যুষিত অঞ্চল এখনো তারা পায়নি। সেখানে কুর্দদের সঙ্গে তাদের লড়াই চলছে।
ছবি: Steven Hutchungs/TNN/dpa/picture alliance
8 ছবি1 | 8
তুরস্কের এনটিভি নেটওয়ার্ক জানিয়েছে, একটা ট্যাক্সি করে একদল আক্রমণকারী অ্যাসল্ট রাইফেল নিয়ে ঘটনাস্থলে যায়। ঢোকার মুখে গেটেই তারা প্রথমে বিস্ফোরণ ঘটায়।
পিকেকে-র বিরুদ্ধে অভিয়োগ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ''বেআইনি সংগঠন কুর্দিশ ওয়ার্কার্স পার্টি(পিকেকে) সম্ভবত এই কাজ করেছে। আক্রমণকারীদের চিহ্নিত করার কাজ চলছে। আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে। শীঘ্রই আমরা বলতে পারব, কোন সংগঠন এই কাজ করেছে। কিন্তু যেভাবে এই আক্রমণ হয়েছে, তাতে মনে হচ্ছে, এটা পিকেকে-র কাজ।''
প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলেরও পিকেকে-কেই দায়ী করেছেন। তিনি বলেছেন, ''আগেও পিকেকে দুর্বৃত্তদের প্রাপ্য শাস্তি দেয়া হয়েছে। তা সত্ত্বেও তাদের হুঁশ হয়নি। শেষ সন্ত্রাসীকে নিকেশ করা পর্যন্ত আমরা তাদের পিছু ছাড়ব না।''
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদীদের মোট ৩২টি টার্গেটে বিমান হামলা করা হয় এবং তা ধ্বংস করা হয়েছে।
তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইইউ পিকেকে-কে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করেছে।