1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিতুরস্ক

তুরস্কে স্থানীয় নির্বাচন: এর্দোয়ানের দলের জন্য বড় ধাক্কা

১ এপ্রিল ২০২৪

তুরস্কের স্থানীয় নির্বাচনে বড় ধরনের ধাক্কা খাচ্ছে প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ানের একে পার্টি৷ শতভাগ ব্যালট বাক্সের ফলাফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুল ও আঙ্কারায় জয় পেয়েছে বিরোধী সিএইচপি৷

সিএইচপির প্রার্থীদের জয়ের খবরে দলটির সমর্থকদের উল্লাস
তুরস্কের স্থানীয় নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের উপরই আস্থা রেখেছেন ভোটাররাছবি: ANKA

ইস্তাম্বুলের বর্তমান মেয়র, বিরোধী নেতা একরেম ইমামোগ্লু পুননির্বাচিত হতে যাচ্ছেন৷ ভোট গণনা শেষে তেমন আভাসই পাওয়া যাচ্ছে৷

প্রধান বিরোধী দল সিএইচপি শুধু এই শহরেই নয়, জয় পেয়েছে আঙ্কারা ও দেশটির তৃতীয় বড় শহর ইজমিরেও৷ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অনানুষ্ঠানিক ফলাফলে ৮১টি শহরে সিএইচপি জয় নিশ্চিত করেছে, যা প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলাপমেন্ট পার্টি-একেপির জন্য বড় ধাক্কা৷ একরেম ইমামোগ্লু সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘‘আজ আমাদের প্রতিপক্ষ ও প্রেসিডেন্ট উভয়কেই ইস্তাম্বুলের এক কোটি ৬০ লাখ নাগরিক একটি বার্তা দিয়েছেন৷'' এজন্য ভোটারদের ধন্যবাদ জানান তিনি৷

ইস্তাম্বুলের বর্তমান মেয়র বিরোধী নেতা একরেম ইমামোগ্লু আবারও জয়লাভ করেছেনছবি: ANKA

এর আগে রোববার কয়েক কোটি তুর্কি নাগরিক মেয়র ও প্রশাসক নির্বাচনে ভোট দেন৷ এর্দোয়ানের দল স্বভাবতই কিছু গুরুত্বপূর্ণ শহরে নিজেদের জনপ্রিয়তা যাচাই ও জয়ের প্রত্যাশা করেছিল৷ এর মধ্যে ইস্তাম্বুল সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য৷ ১৯৯৪ সালে এই শহরের মেয়র হওয়ার মধ্য দিয়েই নিজের রাজনৈতিক ক্যারিয়ার গড়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট

বিরোধীদের উচ্ছ্বাস

ইমামোগ্লু সিএইচপির প্রধান কার্যালেয় সাংবাদিকদের বলেন, ‘‘কয়েক লাখ ভোটে আমরা প্রথম স্থানে রয়েছি...আমরা এই নির্বাচনে জয়লাভ করেছি৷''

ইমামোগ্লুর মতো আঙ্কারাতেও একেপিকে ছাড় দেননি বর্তমান মেয়র মনসুর ইয়াভাস৷ সেখানে জয় সম্পর্কে মোটামুটি নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, ‘‘নির্বাচন শেষ, আমরাই আঙ্কারার সেবা অব্যাহত রাখবো৷’’

আঙ্কারাতে জয় পেয়েছেন বর্তমান মেয়র মনসুর ইয়াভাসছবি: Ali Unal/AP/picture alliance

রাষ্ট্রীয় সম্প্রচার মধ্যাম টিআরটির তথ্য অনুযায়ী, তৃতীয় বড় শহর ইজমিরসহ ৮১টি প্রদেশের মধ্যে ৩৬টিতে এগিয়ে আছে বিরোধী সিএইচপি৷

আনাদুলু এজেন্সির তথ্য অনুযায়ী, সব প্রদেশের গণনা হওয়া ৯০ শতাংশ ব্যালট বাক্সের ফলাফলে সিএইচপি ৩৭ দশমিক তিন-দুই শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে, যেখানে একেপির ভোট ৩৫ দশমিক সাত-আট শতাংশ৷ ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সিএইচপি দেশজুড়ে এক শতাংশ ভোটে এগিয়ে আছে৷

‘আত্মসমালোচনার’ আহ্বান এর্দোয়ানের

আঙ্কারায় দলের প্রধান কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে এই ফলাফলকে দলের জন্য ধাক্কা হিসেবে অভিহিত করেছেন৷ তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত আমরা স্থানীয় নির্বাচনে যে ফলাফল প্রত্যাশা করেছিলাম তা অর্জনে ব্যর্থ হয়েছি৷ আমরা সততার সাথে এই নির্বাচনের ফলাফল মূল্যায়ন করবো ...এবং সাহসের সাথে আত্মসমালোচনা করবো৷’’

দলের নেতা-কর্মীদের প্রতি পরাজয়ের কারণ মূল্যায়ন ও আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন এর্দোয়ানছবি: Emin Sansar/Anadolu/picture alliance

এই নির্বাচনে ভোটার ছিলেন ছয় কোটি ১০ লাখ, যার মধ্যে দশ লাখের বেশি প্রথমবার ভোটার হয়েছেন৷ আনাদুলু এজেন্সির তথ্য অনুযায়ী, মোট ভোটারের ৭৬ শতাংশ নির্বাচনে ভোট দিয়েছেন৷

২০১৯ সালেও ইস্তাম্বুল ও আঙ্কারায় জয় পায় সিএইচপি৷ সেবার ইস্তাম্বুলে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোটের দাবি তুলেছিল দেশটির ক্ষমতাসীন দল৷ একসময় এই শহরটি বর্তমান প্রেসিডেন্ট এর্দোয়ানের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল৷ ১৯৯৪ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ইস্তাম্বুলের মেয়র ছিলেন৷

এফএস/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ