1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্ক-ইউরোপের বিরোধ চরমে

১৪ মার্চ ২০১৭

ডাচ রাষ্ট্রদূতকে আংকারায় ফেরা থেকে বিরত করার পর তুরস্ক নেদারল্যান্ডসের পক্ষ নেওয়ার দরুণ ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছে৷ অপরদিকে ম্যার্কেল সন্ত্রাসীদের মদত দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন৷

Recep Tayyip Erdogan und Mark Rutte
ছবি: picture alliance/dpa/M.Beekman

মূল বিরোধ তুরস্কের ইউরোপে রাজনৈতিক জনসভা করার দাবি নিয়ে৷ ব্রাসেলস আংকারাকে পরিস্থিতি আরো খারাপ করা সম্পর্কে সাবধান করে দিয়েছে৷ প্রতিক্রিয়া হিসেবে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, ইউরোপীয় ইউনিয়ন পাত্র বেছে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়োগ করছে৷

‘‘ইইউ-এর অদূরদর্শি বিবৃতির আমাদের দেশে কোনো মূল্য নেই'', বলেছে তুরস্ক৷

ইতিপূর্বে তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের বিরুদ্ধে ‘‘সন্ত্রাসীদের মদত দেওয়ার'' অভিযোগ করেন এবং বলেন যে, জার্মানি ও নেদারল্যান্ডস, উভয় দেশই নাৎসিদের মতো ব্যবহার করছে৷

‘‘মিসেস ম্যার্কেল, আপনি আপনাদের দেশে সন্ত্রাসীদের লুকিয়ে রাখছেন কেন? কেন আপনি কিছু করছেন না?'' একটি সাক্ষাৎকারে বলেন এর্দোয়ান৷ সম্ভাব্য সন্ত্রাসীদের ব্যাপারে আংকারা যে ৪,৫০০ ফাইল পাঠিয়েছে, ম্যার্কেল সে বিষয়ে কোনো পদক্ষেপ নিতে অস্বীকার করছেন, বলে এর্দোয়ানের অভিযোগ৷

ইতিমধ্যে ম্যার্কেলের মুখপাত্র স্টেফেন সাইব্যার্ট বলেছেন যে, ম্যার্কেলের বিরুদ্ধে এ সব অভিযোগ ‘‘উদ্ভট'': ‘‘চ্যান্সেলরের এই প্ররোচনার খেলায় অংশ নেবার কোনো অভিপ্রায় নেই'', বলে সাইব্যার্ট যোগ করেন৷

নেদারল্যান্ডসের সঙ্গে তুরস্কের চলতি কূটনৈতিক বিরোধে ম্যার্কেল যে প্রকাশ্যভাবে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেকে সমর্থন করেছেন, তা নিয়েও ম্যার্কেলের সমালোচনা করেছেন এর্দোয়ান৷

তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইয়েলডিরিম তুরস্ক আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উদ্বাস্তু চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন৷

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মান নাগরিকদের তুরস্ক যাত্রা সম্পর্কে যে নতুন নির্দেশ প্রকাশ করেছে, তাতে তুরস্কগামী জার্মানদের রাজনৈতিক সমাবেশ ও মানুষের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷

নেদারল্যান্ডসও ডাচ নাগরিকদের অনুরূপ পরামর্শ দিয়েছে৷

এসি/ডিজি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ