1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্ক-গ্রিসে ভূমিকম্প: নিহত ২৭, উদ্ধার চলছে

৩১ অক্টোবর ২০২০

তুরস্কে ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে৷ আহত কয়েকশ৷ উদ্ধারকাজ এখনও চলছে৷ 

Türkei Izmir | Erdbeben
ছবি: Depo Photos/abaca/picture alliance

শুক্রবার বিকেলে গ্রিস ও আনাতোলিয়া উপদ্বীপ সংলগ্ন এজিয়ান সাগরে সৃষ্ট ভূমিকম্প তুরস্কের ইজমির শহর ও গ্রিসের সামোস দ্বীপে আঘাত হানে৷ ছয় দশমিক নয় মাত্রার এ ভূমিকম্পে ইজমির শহরের অন্তত ১৭টি ভবন ধসে পড়ে৷

তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে চল্লিশ লাখের বেশি লোক বাস করেন৷

রাতভর উদ্ধারকাজ শেষে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা৷ শতাধিক বাসিন্দাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান তুরস্কের পরিবেশ ও  নগর পরিকল্পনামন্ত্রী মুরাত কুরুম৷

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের ফলে শহরটির ভেঙ্গে পড়া ভবনের অংশ ও আসবাবপত্র পানিতে ভাসছে৷ কর্তৃপক্ষ জানায়, ভূমকম্পের ফলে সাগরে সৃষ্ট ছোট আকারের সুনামির কারণে শহরের কিছু অংশ পানিতে তলিয়ে যায়৷

উদ্ধার কাজে প্রায় পাঁচ হাজার কর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ৷ মোতায়েন করা হয়েছে জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা দলও৷

ভূমিকম্প পরবর্তী সময়ে প্রায় তিনশ' আফটারশক হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ৷ ফলে আতঙ্ক বিরাজ করছে বাসিন্দাদের মধ্যে৷

এদিকে ভূমিকম্পের আঘাতে গ্রিসের সামোস দ্বীপে ভবন ধসে দু'জন নিহত হয়েছেন ও ১৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে৷ এ দ্বীপটিতে প্রায় ৪৫ হাজার লোক বাস করেন৷

আরআর/এফএস (এপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ