1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতারিত শ্রমিক

১২ অক্টোবর ২০১২

দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব হয়ে তুরস্কের কারাগার থেকে ফিরে এসেছেন ৩৮ জন বাংলাদেশি৷ তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত ছিলেন৷ বেশি রোজগারের আশায় তারা সেখান থেকে গ্রিসে যেতে চেয়েছিলেন৷

ছবি: dapd

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেশ কয়েক বছর আগেই গিয়েছেন এই প্রতারিত শ্রমিকরা৷ কিন্তু সেখানকার বাংলাদেশি দালালরা তাদের আরো বেশি আয়ের স্বপ্ন দেখায়৷ স্বপ্ন দেখায়, গ্রিসে নিয়ে আরো ভালো চাকরি দেয়ার৷

তারা দালালদের প্ররোচনায় ৬ মাস আগে দুবাই থেকে ওমান এবং সেখান থেকে সমূদ্র পথে তুরস্কের রাজধানী ইস্তানবুলে যায়৷ ইস্তানবুল থেকে দালালরা তাদের গ্রিস নিয়ে যাওয়ার কথা বলেছিল৷ কিন্তু তাদের সেখানে আটক করে নির্মম নির্যাতন চালিয়ে টাকা পয়সা সব কেড়ে নিয়ে তুরস্কের একটি মরুভূমিতে ছেড়ে দেয়৷ পরে পুলিশ এই প্রতারিতদের আটক করে তুরস্কের কারাগারে নিয়ে যায়৷ প্রতারিতরা জানান, দালালদের নির্যাতনে তাদের হাত-পা ভেঙে গেছে৷ কারোর নখ উপড়ে ফেলা হয়েছে৷ তারা জানায়, তুরস্কের কারাগারে এবং দালালদের হাতে এখনো অনেক বাংলাদেশি আটক আছেন৷

এদিকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ ডয়চে ভেলেকে জানান, এই প্রতারণার পিছনে বাংলাদেশি ছাড়াও বিদেশি দালালচক্র জড়িত৷ কিন্তু কোনো দেশে কাজ করতে গিয়ে সেদেশ ছেড়ে অন্য দেশ যাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে৷ তবে জনশক্তি রপ্তানিকারকরাও এই দায় এড়াতে পারেন না বলে তিনি মনে করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ