1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফরিন দখল করেছে তুরস্ক

১৯ মার্চ ২০১৮

সিরিয়ায় সরকার বিরোধী ফ্রি সিরিয়ান আর্মি তুরস্কের সামরিক সহযোগিতা নিয়ে দেশটির উত্তরের শহর আফরিন দখল করে নিয়েছে৷ এর ফলে কুর্দি অধ্যুষিত এ অঞ্চলে গেরিলা যুদ্ধ শুরু হবার আশঙ্কা করা হচ্ছে৷

ছবি: Reuters/K. Ashawi

রবিবার আঙ্কারা সমর্থিত বাহিনী আলেপ্পোর উত্তরে তুরস্ক সংলগ্ন শহর আফরিন দখল করে নেয়৷ এফএসএ'র এক মুখপাত্র জানান যে, ভোরের আলো ফোটার আগেই আফরিনে ঢুকে পড়ে তারা৷ এ সময় কোনো বাধার সম্মুখীন হননি৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সদস্যরা শহরটির নিয়ন্ত্রণ নেবার পর একটি ভবনে তুরস্কের পতাকা উড়িয়ে দেয়৷

এফএসএ'র পক্ষ থেকে আরো জানানো হয়, কুর্দি বাহিনী আলেপ্পোর কাছাকাছি গ্রামগুলোতে অবস্থান করছে৷ সেখানে সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণ বলবৎ আছে৷অনেকেই এখন আফরিনকে ঘিরে গেরিলা যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন৷ শহরটির কো-চেয়ারম্যান ওথম্যান শেখ ইসা বলেন, ‘‘শহরের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেনারা দখলকারীদের জন্য সবসময় দুঃস্বপ্ন হয়ে থাকবে৷’’

জেডএ/এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ