রবিবার আঙ্কারা সমর্থিত বাহিনী আলেপ্পোর উত্তরে তুরস্ক সংলগ্ন শহর আফরিন দখল করে নেয়৷ এফএসএ'র এক মুখপাত্র জানান যে, ভোরের আলো ফোটার আগেই আফরিনে ঢুকে পড়ে তারা৷ এ সময় কোনো বাধার সম্মুখীন হননি৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সদস্যরা শহরটির নিয়ন্ত্রণ নেবার পর একটি ভবনে তুরস্কের পতাকা উড়িয়ে দেয়৷
এফএসএ'র পক্ষ থেকে আরো জানানো হয়, কুর্দি বাহিনী আলেপ্পোর কাছাকাছি গ্রামগুলোতে অবস্থান করছে৷ সেখানে সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণ বলবৎ আছে৷অনেকেই এখন আফরিনকে ঘিরে গেরিলা যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন৷ শহরটির কো-চেয়ারম্যান ওথম্যান শেখ ইসা বলেন, ‘‘শহরের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেনারা দখলকারীদের জন্য সবসময় দুঃস্বপ্ন হয়ে থাকবে৷’’
জেডএ/এসিবি (এপি, এএফপি)
সপ্তাহ কয়েক আগেই রণহুংকার ছেড়েছিল তুরস্ক৷ কুর্দিদের পরাস্ত করতে সৈন্য পাঠিয়েছিল সিরিয়ার আফরিনে৷ সিরিয়াও কুর্দিদের পক্ষে লড়াইয়ের কথা বলেছিল৷ দেখে নেওয়া যাক রণভূমি আফরিনের ছবি৷
ছবি: Reuters/Khalil Ashawiগত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন দেশের মতো তুরস্ক এবং সিরিয়াতেও তীব্র শৈত্যপ্রবাহ হচ্ছে৷ তারই মধ্যে তুরস্কের সীমান্ত পার করে সিরিয়ায় প্রবেশ করেছে তুরস্কের সৈন্য৷
ছবি: Reuters/Khalil Ashawiপাহাড় ঘেরা আফরিনের জায়গায় জায়গায় পজিশন নিয়েছে তুরস্কের সৈন্যরা৷
ছবি: Reuters/Khalil Ashawiকুর্দি বিদ্রোহীদের খুঁজতে মহল্লায় মহল্লায় হামলা চালাচ্ছে তুরস্কের বাহিনী৷ ছাড় দেওয়া হচ্ছে না সাধারণ মানুষ এবং গবাদি পশুকেও৷
ছবি: Reuters/Khalil Ashawiবোমারু হামলার পর আফরিনের চেহারা৷ ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে চারিদিকে৷
ছবি: Getty Images/AFP/N. Al-Khatibআফরিনে ঘাঁটি গেড়ে থাকা কুর্দি বিদ্রোহীরাও লাগাতার প্রত্যাঘাত করছে৷ তাদেরই গুলিতে আহত এক তুরস্কের জওয়ানকে নিয়ে যাওয়া হচ্ছে৷
ছবি: Reuters/Khalil Ashawiসারাদিন ধরেই চলছে লড়াই৷ তারই মাঝে পাথরের আড়ালে জিরিয়ে নিচ্ছেন সৈন্যরা৷ হাতে বন্দুক নিয়ে৷
ছবি: Reuters/Khalil Ashawiএকদিকে যুদ্ধ চলছে৷ হাতে বন্দুক নিয়ে অতন্দ্র প্রহর গুনছেন যোদ্ধারা৷ তারই মধ্যে মোবাইলে কথা বলে নিচ্ছেন কাছের মানুষদের সঙ্গে৷ হয়তো এটাই তাঁর শেষ কথা!
ছবি: Reuters/Khalil Ashawiএকনজরে দেখলে বোঝা যায় না৷ মনে হয় বোমা৷ আসলে এটা বহু দূর পর্যন্ত দেখার বাইনেকুলার৷ যুদ্ধের ট্যাঙ্কে ব্যবহার করা হয়৷
ছবি: Reuters/Khalil Ashawiগ্রামে গ্রামে এভাবেই বন্দুক উঁচিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে বলে কুর্দি বিদ্রোহীদের অভিযোগ৷
ছবি: Reuters/Khalil Ashawiএভাবেই মর্টার বসিয়ে দূরের লক্ষ্যে ছোড়া হচ্ছে আফরিনে৷ একেকটি মর্টার শেলের আঘাতে মৃত্যু হচ্ছে কয়েকশ’ মানুষের৷
ছবি: Reuters/Khalil Ashawiযুদ্ধের মধ্যেও নামাজ পড়ে নিচ্ছেন সৈন্যরা৷ পড়ন্ত বিকেলে সকলে একসঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়ছে৷
ছবি: Reuters/Khalil Ashawi