1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগতুরস্ক

তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৭,২০০ ছাড়িয়েছে

৭ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৭,২০০ ছাড়িয়েছে৷ ধসে যাওয়া ভবনের নীচ থেকে মানুষকে উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা৷

তুরস্কের নুরদাগি শহরের অনেকটাই এখন ধ্বংসস্তূপ৷ সব হারানোর বেদনায় কাঁদছেন এক নারী৷
তুরস্কের নুরদাগি শহরের অনেকটাই এখন ধ্বংসস্তূপ৷ সব হারানোর বেদনায় কাঁদছেন এক নারী৷ছবি: Khalil Hamra/AP Photo/dpa

সোমবার ভোরে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ এর কয়েক ঘণ্টা পর আরেকবার ভূমিকম্প হয়৷

কয়েক হাজার বাড়ি, হাসপাতাল ও স্কুল ভেঙে পড়েছে৷ হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন৷ প্রচণ্ড শীতে তারা কষ্ট পাচ্ছেন৷ কিছু এলাকায় জ্বালানি ও বিদ্যুৎ নেই৷

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান ১০টি রাজ্যকে দুর্গত এলাকা ঘোষণা করে ঐসব এলাকায় তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷

তীব্র ঠান্ডা, দুর্বল ইন্টারনেট ও রাস্তাঘাট ভেঙে যাওয়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে৷

তুরস্কে মৃতের সংখ্য্যা ৫৪০০ জন৷

সিরিয়ায় এ পর্যন্ত মোট ১৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷

তুরস্কে প্রায় এক কোটি ৩৫ লাখ মানুষের উপর ভূমিকম্পের প্রভাব পড়েছে৷

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, পাঁচ হাজার ৭৭৫টি ভবন ধ্বংস হয়েছে৷ ভূমিকম্পের পর ২৮৫টি ‘আফটারশক' হয়েছে৷

ইউনিসেফ মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, ভূমিকম্পে কয়েক হাজার শিশু মারা গিয়ে থাকতে পারে৷

এখনও নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও ‘‘আমরা জানি অনেক স্কুল, হাসপাতাল ও অন্যান্য মেডিকেল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে''৷ উত্তর-পশ্চিম সিরিয়া ও তুরস্কে থাকা সিরীয় শরণার্থীরা বেশি অসহায় অবস্থায় আছেন বলেও জানান তিনি৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছুঁতে চলেছে

01:16

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ