1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগতুরস্ক

তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়েছে

৬ ফেব্রুয়ারি ২০২৩

সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ এতে এখন পর্যন্ত তুরস্কে ২,৩৭৯ জন ও সিরিয়ায় ১৪০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে৷

তুরস্কের কাহরামানমারাসে ভূমিকম্পে বিধ্বস্ত ভবন
তুরস্কের কাহরামানমারাসে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনছবি: IHA/REUTERS

ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা শুরু করে তুরস্ক৷ আবেদনে সাড়া দিয়ে ইউরোপীয় ইউনিয়নের ১৭টি দেশের ২০টি উদ্ধার দল দেশটির উদ্দেশে যাত্রা করে৷ পরবর্তীতে জরুরি চিকিৎসক দল পাঠানোর কথাও ভাবছেন ইইউ কর্মকর্তারা৷

ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা চলার মধ্যেই আরও কয়েকবার কম্পন অনুভূত হয়৷ এর মধ্যে একটির মাত্রা ছিল ৭.৫৷ 

তুরস্কের দিয়ারবাকিরে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের নীচে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছেন কর্মীরাছবি: Sertac Kayar/REUTERS

রাত পর্যন্ত তুরস্ক কর্তৃপক্ষ দুই হাজার ৭৩৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে৷ আহত হয়েছেন ১৪ হাজার ৪৮৩ জন৷

অন্যদিকে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে ৭১১ জন মারা যাওয়ার তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ৷ আর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে ৭০০ জনের মৃত্যুর খবর জানিয়েছে দ্য হোয়াইট হ্যালমেটস স্বেচ্ছাসেবক সংগঠন৷  

সিরিয়ার ইদলিব প্রদেশে সারমাদা শহরে ভূমিকম্পের পর চলমান উদ্ধার তৎপরতাছবি: MUHAMMAD HAJ KADOUR/AFP/Getty Images

ভূমিকম্পের এপিসেন্টার বা ভূকম্পন বিন্দু ছিল তুরস্কের গাজিয়ানটেপ৷ স্থানীয় সময় সোমবার ভোর ৪.১৭ মিনিটে ভূমিকম্প শুরু হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে৷

‘‘৪০ বছর ধরে এখানে বাস করছি৷ আজকের মতো এমন অনুভূতি কখনো হয়নি,’’ বলে জানান গাজিয়ানটেপের বাসিন্দা এরদেম৷ কমপক্ষে তিনবার খুব ভালোভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে বলেও জানান তিনি৷

তুরস্কের দিয়ারবাকিরে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবন থেকে এক শিশুকে উদ্ধার ছবি: SERTAC KAYAR/REUTERS

এর আগে ১৯৩৯ সালে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল৷ সেই সময় ৩৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ এছাড়া ১৯৯৯ সালে ৭.৪ মাত্রার আরেক ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ মারা গিয়েছিলেন৷

সিরিয়ায় ১৯৯৫ সালে জাতীয় ভূমিকম্প কেন্দ্র তৈরি হওয়ার পর এটিই সে দেশে আঘাত করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছেন ঐ কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদ৷

সিরিয়ার শহর আলেপ্পোতে ভূমিকম্পের ধ্বংসস্তূপের ভেতর জীবিতের খোঁজে উদ্ধারকর্মীরাছবি: LOUAI BESHARA/AFP/Getty Images

দুর্গত এলাকায় ভবন ধসে পড়েছে৷ উদ্ধার তৎপরতা চলছে৷

লেবানন ও সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন তুরস্ক ও সিরিয়ার প্রতি সংহতি প্রকাশ করেছেন৷ এছাড়া সহায়তা করতে ইতিমধ্যে ইইউর দল রওয়ানা হয়েছে বলেও জানান তিনি৷

নিহতদের আত্মীয়স্বজনের প্রতি শোক প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷ দুর্গত এলাকায় জার্মানি অবশ্যই সহায়তা পাঠাবে বলেও জানান তিনি৷

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, তুরস্ক ও সিরিয়ায় জরুরি সহায়তা পৌঁছাতে তার দেশ প্রস্তুত৷

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সিরিয়া ও তুরস্কের প্রেসিডেন্টকে বার্তা পাঠিয়ে শোক প্রকাশ করেছেন৷ রাশিয়া থেকে উদ্ধারকর্মীরা ঐ দুই দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন৷

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তুরস্ককে ‘প্রয়োজনীয় সহায়তা’ দিতে চেয়েছেন৷ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তুরস্কের তৈরি ড্রোন ইউক্রেনকে সহায়তা করছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ