1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগতুরস্ক

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু দ্বিগুণ হওয়ার আশঙ্কা

১২ ফেব্রুয়ারি ২০২৩

গত সপ্তাহের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে৷ তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে আছেন৷

তুরস্কের আন্তাকায়াতে উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা
তুরস্কের আন্তাকায়াতে উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরাছবি: Bernat Armangue/AP/picture alliance

গত সোমবারের ভূমিকম্পে আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চলছে তুরস্কে৷ কিন্তু সময়ের সঙ্গে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে৷ এরইমধ্যে দেশটিতে ২৪ হাজার ৫১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে৷ অন্যদিকে প্রতিবেশি সিরিয়ায় প্রাণ হারিয়েছেন সাড়ে তিন হাজারের বেশি৷ তবে শুক্রবারের পর থেকে সেখানে মৃত্যুর হালনাগাদ পরিসংখ্যান পাওয়া সম্ভব হয়নি৷

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, গত সোম থেকে শনিবার পর্যন্ত অঞ্চলটিতে দুই হাজার ‘আফটারশক' বা ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে৷

জাতিসংঘের আশঙ্কা

ধ্বংসস্তূপের নীচে উদ্ধার না হওয়া আরো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে৷ সেক্ষেত্রে মৃত্যুর প্রকৃত সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ৷ সংস্থাটি ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথ শনিবার ক্ষয়ক্ষতির হিসাব কষতে তুরস্কের দক্ষিণাঞ্চলে পৌঁছে এমন মন্তব্য করেন৷

এদিকে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সহায়তা না পৌঁছানোর ব্যর্থতা স্বীকার করেছেন গ্রিফিথ৷ ‘‘উত্তর-পশ্চিম সিরিয়ার মানুষের কাছে পৌঁছাতে আমরা এখন পর্যন্ত ব্যর্থ হযেছে৷ তারা বঞ্চিত বোধ করার  যথাযথ কারণ রয়েছে৷ আন্তর্জাতিক সহায়তা এখনও তাদের কাছে আসেনি,'' এক টুইটে বলেন তিনি৷

তবে যত দ্রুত সম্ভব এই ব্যর্থতা কাটিয়ে উঠার আশ্বাস দেন তিনি৷

১১৩ জনকে গ্রেপ্তারের নির্দেশ

ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া বিভিন্ন ভবন নির্মাণের সঙ্গে জড়িত ১১৩ জনকে আটকের নির্দেশ দিয়েছে তুরস্ক৷ দেশটির উপ-রাষ্ট্রপতি ফুয়াত ওক্তায় এই তথ্য জানিয়েছেন৷

দেশটির পরিবেশমন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পে ২৪ হাজার ৯২১টি ভবন ধসে পড়েছে অথবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এর অনেকগুলোই নিয়ম অনুযায়ী ভূমিকম্পরোধী প্রকৌশল বিধি মেনে নির্মাণ করা হয়নি৷ তুরস্কের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রোববার ইস্তাম্বুল বিমানবন্দর কর্তৃপক্ষ ধসে পড়া ভবন নির্মাণে সম্পৃক্ত দুইজনকে আটক করেছে৷ তারা জর্জিয়া যাচ্ছিলেন৷

তুরস্কে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে জার্মানি একাধিক দলছবি: I.S.A.R. Germany/dpa/picture alliance

৮৮ বছরের বৃদ্ধাকে উদ্ধার

শনিবার রাতে ৮৮ বছরের এক বৃদ্ধাকে কিরিখান থেকে জীবিত উদ্ধার করেছে জার্মান ও তুরস্কের যৌথ উদ্ধারকারী দল৷ তিনি দুর্বল থাকলেও সাড়া দিচ্ছিলেন৷ উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে৷ জার্মানির দুর্যোগ উদ্ধার সংস্থা টিএইচডব্লিউ এর মুখপাত্র কাথারিনা গারেশ্ট এমন তথ্য জানিয়েছেন৷

তুরস্কের কর্মীদের আহ্বানে গত রাত আটটায় ঘটনাস্থলে পৌঁছায় জার্মান দলটি৷ রাত দশটা নাগাদ ঐ বৃদ্ধাকে উদ্ধার করা হয় বলে জানান তিনি৷ এর ফলে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে এখনও ক্ষীণ আশা রয়েছে বলে উল্লেখ করেন তিনি৷

এফএস/এডিকে (এপি,ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ