গত সপ্তাহের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে৷ তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে আছেন৷
বিজ্ঞাপন
গত সোমবারের ভূমিকম্পে আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চলছে তুরস্কে৷ কিন্তু সময়ের সঙ্গে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে৷ এরইমধ্যে দেশটিতে ২৪ হাজার ৫১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে৷ অন্যদিকে প্রতিবেশি সিরিয়ায় প্রাণ হারিয়েছেন সাড়ে তিন হাজারের বেশি৷ তবে শুক্রবারের পর থেকে সেখানে মৃত্যুর হালনাগাদ পরিসংখ্যান পাওয়া সম্ভব হয়নি৷
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, গত সোম থেকে শনিবার পর্যন্ত অঞ্চলটিতে দুই হাজার ‘আফটারশক' বা ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে৷
জাতিসংঘের আশঙ্কা
ধ্বংসস্তূপের নীচে উদ্ধার না হওয়া আরো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে৷ সেক্ষেত্রে মৃত্যুর প্রকৃত সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ৷ সংস্থাটি ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথ শনিবার ক্ষয়ক্ষতির হিসাব কষতে তুরস্কের দক্ষিণাঞ্চলে পৌঁছে এমন মন্তব্য করেন৷
এদিকে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সহায়তা না পৌঁছানোর ব্যর্থতা স্বীকার করেছেন গ্রিফিথ৷ ‘‘উত্তর-পশ্চিম সিরিয়ার মানুষের কাছে পৌঁছাতে আমরা এখন পর্যন্ত ব্যর্থ হযেছে৷ তারা বঞ্চিত বোধ করার যথাযথ কারণ রয়েছে৷ আন্তর্জাতিক সহায়তা এখনও তাদের কাছে আসেনি,'' এক টুইটে বলেন তিনি৷
তবে যত দ্রুত সম্ভব এই ব্যর্থতা কাটিয়ে উঠার আশ্বাস দেন তিনি৷
তুরস্ক ও সিরিয়াকে সহায়তা করছে যারা
ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ার প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা৷ কে, কী পাঠিয়েছে তার তথ্য থাকছে ছবিঘরে৷
ছবি: Depo Photos/abaca/picture alliance
বাংলাদেশ
তুরস্কে উদ্ধার ও ত্রাণকাজে অংশ নিতে বাংলাদেশ থেকে ৬০ সদস্যের একটি ‘সম্মিলিত সাহায্যকারী দল’ বুধবার রাতে রওয়ানা হচ্ছে৷ ফায়ার সার্ভিসের ১২ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন এই দলে।
ছবি: Adem Altan/AFP/Getty Images
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইড-এর দুটি দল ও উদ্ধারকাজে বিশেষজ্ঞ কুকুর বুধবার তুরস্কে পৌঁছার কথা৷ প্রতিটি দলে ৮০ জন করে সদস্য থাকবেন৷ তারা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আদিয়ামান প্রদেশে কাজ করবেন৷
ছবি: Depo Photos/abaca/picture alliance
চীন
ভূমিকম্পের পর উদ্ধারকাজে বিশেষজ্ঞ একটি দল যন্ত্রপাতি নিয়ে বুধবার তুরস্কের আদানায় পৌঁছেছে৷ ঐ দলে ৮২ জন রয়েছেন৷ আরো আছে চারটি কুকুর৷
ছবি: IHA/AP/picture alliance
ভারত
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের দুটি দল (১০০ জন) কুকুর ও যন্ত্রপাতি নিয়ে ওড়ার অপেক্ষায় আছেন৷ এছাড়া চিকিৎসকদের কয়েকটি দলও প্রস্তুত করা হচ্ছে৷ ত্রাণ পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে৷
ছবি: LOUAI BESHARA/AFP/Getty Images
জাপান
৭৩ জনের উদ্ধারকারী দল তুরস্কে পৌঁছেছে৷ সঙ্গে লাইফ ডিটেক্টর, ড্রিল, বহন করা যায় এমন জেনারেটর, চিকিৎসা সামগ্রী ও খাবার নিয়ে গেছেন তারা৷
ছবি: LOUAI BESHARA/AFP
যুক্তরাজ্য
৭৬ জনের একটি দল চারটি কুকুর ও যন্ত্রপাতি নিয়ে তুরস্কে গেছেন৷
ছবি: BAKR ALKASEM/AFP
সংযুক্ত আরব আমিরাত
তুরস্কে ফিল্ড হাসপাতাল তৈরি করবে৷ এছাড়া উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছে দেশটি৷ সিরিয়ার সবচেয়ে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ দেবে বলে জানিয়েছে আরব আমিরাত৷
ছবি: Sercan Kucuksahin/AA/picture alliance
স্পেন
দমকলকর্মী ও যন্ত্রপাতি নিয়ে এ৪০০ সামরিক বিমান পাঠানো হচ্ছে৷ এছাড়া ত্রাণ ও ৫০০ মেরিন নিয়ে দুটি যুদ্ধজাহাজ তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে৷ ছবিতে একটি এ৪০০ সামরিক বিমান দেখা যাচ্ছে৷
ছবি: Wolfgang Kumm/dpa/picture-alliance
কাতার
উদ্ধারকারী দল, যানবাহন, ফিল্ড হাসপাতাল, তাঁবু ও অন্যান্য সহায়তা পাঠিয়েছে তুরস্কে৷ ‘কাতার চ্যারিটি’ নামের সংস্থাটি তুরস্কের গাজিআন্তেপ শহরে ২৭ হাজার গরম খাবার বিতরণ করছে৷ এছাড়া তুরস্ক ও সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে সংস্থাটি৷ ছবিতে সহায়তা নিয়ে তুরস্কের গাজিআন্তেপে কাতারের একটি বিমান দেখা যাচ্ছে৷
ছবি: Kamran Jebreili/AP Photo/picture alliance
সৌদি আরব
তুরস্ক ও সিরিয়ায় বিমানে করে ত্রাণ পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটি৷
ছবি: Suhaib Salem/REUTERS
ইরাক
তুরস্কে সিভিল ডিফেন্স দল পাঠাবে৷ আর সিরিয়ায় জরুরি ত্রাণ ও সহায়তা পাঠাতে চেয়েছে দেশটি৷
ছবি: Firas Makdesi/REUTERS
পাকিস্তান
ত্রাণ ও ৩৬ জন উদ্ধারকর্মীসহ দুটি সি-১৩০ প্লেন পাঠিয়েছে পাকিস্তান৷ ছবিতে ফিলিপাইন বিমান বাহিনীর একটি সি-১৩০ বিমান দেখা যাচ্ছে৷
ছবি: Bullit Marquez/AP Photo/picture alliance
ইটালির ক্যাথলিক চার্চ
জরুরি সহায়তা হিসেবে পাঁচ লাখ ইউরো দিয়েছে৷
ছবি: Firas Makdesi/REUTERS
জার্মানি
তাঁবু ও পানি পরিশোধন ইউনিট দিতে পারবে বলে জানিয়েছে জার্মানি৷ এছাড়া জেনারেটর, কম্বল পাঠাতে তুরস্কের সঙ্গে কথা বলছে৷ এছাড়া জার্মানিতে বাস করা তুর্কিরা গরম কাপড়, কম্বল ও শিশুদের খাবার পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন৷ জার্মানিতে ত্রিশ লাখের বেশি তুর্কি বাস করেন৷
জরুরি ভিত্তিতে তুরস্ক ও সিরিয়ায় সাড়ে সাত মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো৷
ছবি: Patrick Doyle/The Canadian Press/AP/picture alliance
ইউক্রেন
প্রেসিডেন্ট জেলেন্সকি তুরস্কে সহায়তা পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন৷
ছবি: Ukrainian Presidential Press Office via AP/picture alliance
রাশিয়া
প্রয়োজন হলে ১০০ জন উদ্ধারকর্মী নিয়ে দুটি আইএল-৭৬ বিমান তুরস্কে যেতে প্রস্তুত আছে বলে জানিয়েছে রাশিয়া৷
ছবি: Alexander Strela/Zoonar/picture alliance
ইসরায়েল
তুরস্কে উদ্ধারকর্মী, মেডিকেল স্টাফ ও সহায়তা পাঠিয়েছে৷ আর শত্রু রাষ্ট্র হলেও সিরিয়াকে সহায়তা করতে ইসরায়েল প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷
ছবি: Reuters/Pool/T. Shahar
অন্যান্য দেশ ও সংস্থা
অস্ট্রেলিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইটালি, পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, গ্রিস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড বিভিন্ন ধরনের সহায়তা পাঠাচ্ছে৷
ছবি: Suhaib Salem/REUTERS
19 ছবি1 | 19
১১৩ জনকে গ্রেপ্তারের নির্দেশ
ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া বিভিন্ন ভবন নির্মাণের সঙ্গে জড়িত ১১৩ জনকে আটকের নির্দেশ দিয়েছে তুরস্ক৷ দেশটির উপ-রাষ্ট্রপতি ফুয়াত ওক্তায় এই তথ্য জানিয়েছেন৷
দেশটির পরিবেশমন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পে ২৪ হাজার ৯২১টি ভবন ধসে পড়েছে অথবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এর অনেকগুলোই নিয়ম অনুযায়ী ভূমিকম্পরোধী প্রকৌশল বিধি মেনে নির্মাণ করা হয়নি৷ তুরস্কের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রোববার ইস্তাম্বুল বিমানবন্দর কর্তৃপক্ষ ধসে পড়া ভবন নির্মাণে সম্পৃক্ত দুইজনকে আটক করেছে৷ তারা জর্জিয়া যাচ্ছিলেন৷
৮৮ বছরের বৃদ্ধাকে উদ্ধার
শনিবার রাতে ৮৮ বছরের এক বৃদ্ধাকে কিরিখান থেকে জীবিত উদ্ধার করেছে জার্মান ও তুরস্কের যৌথ উদ্ধারকারী দল৷ তিনি দুর্বল থাকলেও সাড়া দিচ্ছিলেন৷ উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে৷ জার্মানির দুর্যোগ উদ্ধার সংস্থা টিএইচডব্লিউ এর মুখপাত্র কাথারিনা গারেশ্ট এমন তথ্য জানিয়েছেন৷
তুরস্কের কর্মীদের আহ্বানে গত রাত আটটায় ঘটনাস্থলে পৌঁছায় জার্মান দলটি৷ রাত দশটা নাগাদ ঐ বৃদ্ধাকে উদ্ধার করা হয় বলে জানান তিনি৷ এর ফলে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে এখনও ক্ষীণ আশা রয়েছে বলে উল্লেখ করেন তিনি৷
এফএস/এডিকে (এপি,ডিপিএ, রয়টার্স)
এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ সব ভূমিকম্প
সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ২,৩০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ ছবিঘরে এই শতাব্দীতে বিশ্বে ঘটে যাওয়া ভয়াবহ সব ভূমিকম্পের তথ্য থাকছে৷
ছবি: AP
৬ ফেব্রুয়ারি, ২০২৩, সিরিয়া ও তুরস্ক
সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ এতে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ২,৩০০-র বেশি মানুষ মারা গেছেন৷
ছবি: Ghaith Alsayed/AP Photo/picture alliance
১৪ আগস্ট, ২০২১, হাইতি
হাইতির দক্ষিণাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ২,২০০র বেশি মানুষ প্রাণ হারান৷ প্রায় ১৩ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল৷
ছবি: Reginald Louissant Jr/AFP/ Getty Images
২৮ সেপ্টেম্বর, ২০১৮, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৭.৫ মাত্রার ভূমিকম্পের কারণে প্রায় দেড় মিটার উঁচু সুনামি হয়েছিল৷ প্রাণ হারান চার হাজার ৩০০ জনের বেশি মানুষ৷
ছবি: Getty Images/C. Court
১ নভেম্বর, ২০১৭, ইরান
পূর্বাঞ্চলীয় কেয়ারমানশাহ রাজ্যে ৭.৩ মাত্রা ভূমিকম্পে চারশর বেশি মানুষ নিহত হয়েছিলেন৷
ছবি: Getty Images/AFP/P. Pakizeh
১৯ সেপ্টেম্বর, ২০১৭, মেক্সিকো
মধ্য মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩৬৯ জন প্রাণ হারান৷
ছবি: picture-alliance/AP Photo/G.M. Contreras
২৪ আগস্ট, ২০১৬, ইটালি
রোমের পূর্বে পাহাড়ি এলাকায় ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত হয়েছিলেন৷
ছবি: picture-alliance/NurPhoto/M.Cavallari
১৬ এপ্রিল, ২০১৬, ইকুয়েডর
দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে সাড়ে ছয়শর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷
ছবি: Imago/Zumapress
২৬ অক্টোবর, ২০১৫, পাকিস্তান-আফগানিস্তান
৭.৫ মাত্রার ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে প্রায় চারশ জন প্রাণ হারান৷
ছবি: Getty Images/AFP/B. Shah
২৫ এপ্রিল, ২০১৫, কাটমান্ডু, নেপাল
৭.৯ মাত্রার ভূমিকম্প প্রায় নয় হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়৷ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাটমান্ডু থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে৷
ছবি: Reuters/N. Chitrakar
১১ মার্চ, ২০১১, ফুকুশিমা, জাপান
৯ মাত্রার ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি ও তারপর পারমাণবিক কেন্দ্রে বিপর্যয়ের ঘটনায় প্রায় ২১ হাজার মানুষের মৃত্যু হয়৷
ছবি: picture alliance/dpa
১২ ডিসেম্বর, ২০১০, পোর্ট অফ প্রিন্স, হাইতি
৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে৷ এতে কমপক্ষে তিন লক্ষ ২০ হাজার মানুষ নিহত হয়৷ আহত হয় প্রায় তিন লক্ষ মানুষ৷ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার পশ্চিমে৷
ছবি: AP
১২ মে, ২০০৮, সিচুয়ান, চীন
৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে প্রায় ৯০ হাজার মানুষ মারা যায়৷ এতে ৫০ লক্ষেরও বেশি ভবন ধসে পড়ে৷ নিহতদের বেশিরভাগই ধসে যাওয়া ভবনের নীচে পড়ে প্রাণ হারায়৷
ছবি: AFP/Getty Images
২৬ মে, ২০০৬, ইয়োগিয়াকার্টা, ইন্দোনেশিয়া
২০০৬ সালের ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রায় ৫,৮০০ মানুষের প্রাণ যায়৷ আহত হয় প্রায় ৩৬ হাজার৷
ছবি: AP
৮ অক্টোবর, ২০০৫, কাশ্মীর, পাকিস্তান
৭.৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৭৩ হাজার মানুষ প্রাণ হারায়৷ এছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় ১,৩০০ জন এবং আফগানিস্তানেও বেশ কয়েকজন নিহত হয়৷
ছবি: AFP/Getty Images/E. Feferberg
২৬ ডিসেম্বর,২০০৪, আচে, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ৯.১ মাত্রার ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ১৪ দেশের প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারায়৷
ছবি: AFP/Getty Images/Choo Youn Kong
২৬ ডিসেম্বর, ২০০৩, বাম, ইরান
৬.৬ মাত্রার একটি ভূমিকম্পে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হন৷ আহতের সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার৷
ছবি: AP
২৬ জানুয়ারি, ২০০১, গুজরাট, ভারত
গুজরাটে ৭.৯ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ২০ হাজারেরও বেশি মানুষ৷