1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগতুরস্ক

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু সাড়ে ১৭ হাজার ছাড়ালো

৯ ফেব্রুয়ারি ২০২৩

সোমবার ভূমিকম্পে তুরস্কে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন৷ আর সিরিয়ায় মারা গেছেন প্রায় তিন হাজার জন৷

সিরিয়ার ইদলিবের হারিমে একটি ভবনের ধ্বংসস্তুপে জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ চলছে
সিরিয়ার ইদলিবের হারিমে একটি ভবনের ধ্বংসস্তুপে জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ চলছেছবি: Omar Haj Kadour/AFP

তুরস্কের উপ-রাষ্ট্রপতি ফুয়াত ওক্টায় দেশটিতে ভূমিকম্পে ১৪ হাজার ৩৫১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেনভ

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকায় এক হাজার দুইশ জনের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে স্বেচ্ছাসেবক সংস্থা দ্যা হোয়াইট হেলমেটসের তথ্য অনুযায়ী, বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত এক হাজার ছয়শ জন৷

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার সঙ্গে আরো দুইটি সীমান্ত গেট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিরিয়ায় যাতে মানবিক সাহায্য সহজে পৌঁছানো যায়, সেজন্যই এই সিদ্ধান্ত৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, মার্চে তুরস্ককে সাহায্য করার জন্য ডোনার কনফারেন্স ডাকা হয়েছে৷

ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, তারা পাঁচদিনের জন্য বন্ধ থাকবে৷ ২৪ বছরের মধ্যে এই প্রথমবার এরকম সিদ্ধান্ত নেয়া হলো৷

তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় সফর করেছেন৷ তিনি স্বীকার করেছেন, ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় খামতি রয়েছে৷

সিরিয়ার সরকারের উপর আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা আছে৷ এই অবস্থায় তারা ইইউ-কে অনুরোধ করেছে, তারা যেন সংকট মোকাবিলায় এগিয়ে আসে৷

জিএইচ/এসজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ