1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া-তুরস্ক

৫ অক্টোবর ২০১২

দু'দিনের উত্তেজনা শেষে তুরস্ক-সিরিয়া সীমান্ত এখন শান্ত৷ সিরিয়া দুঃখ প্রকাশ করেছে৷ তুরস্ক জানিয়েছে তারা যুদ্ধ চায়না৷ তবে হামলার জন্য সিরিয়াকে ভর্ৎসনা করেছে জাতিসংঘ৷

ছবি: Bulent Kilic/AFP/GettyImages

বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত নগরী আকচাকালেতে মর্টারের গোলা ছোড়া হয় সিরিয়ার তেল আবিয়াদ সীমান্ত থেকে৷ তাতে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়৷ তুরস্কও পাল্টা হামলা চালালে কমপক্ষে সাত জন সিরীয় সৈন্য মারা যায়৷ তারপর থেকে বড় রকমের সংঘাতের আশঙ্কা বাড়ছিল৷ তবে একটু দেরিতে হলেও সিরিয়া হামলার জন্য দুঃখ প্রকাশ করায় পরিস্থিতি এখন দ্রুত উন্নতির দিকে৷ তার আগ পর্যন্ত তুরস্ক কঠোর অবস্থানেই ছিল৷ সিরিয়ায় হামলা চালানোর জন্য সংসদের অনুমোদনও নিয়ে রেখেছিল রেচেপ তাইয়িপ এর্দোয়ানের সরকার৷ তবে সর্বশেষ বিবৃতিতে তুরস্কের প্রধানমন্ত্রী এর্দোয়ান বলেছেন, তিনি যুদ্ধ চান না, পাশাপাশি এ কথাও বলেছেন, ‘‘আমরা কতটা দৃঢ়প্রতিজ্ঞ তা পরীক্ষা করার দুঃসাহস কোনো দেশেরই দেখানো উচিত নয়৷''

জাতিসংঘ মনে করে, তুরস্কে হামলা চালিয়ে সিরিয়া অনেকটা দুঃসাহসই দেখিয়েছে৷ সে কারণে সিরিয়াকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিরাপত্তা পরিষদের সব সদস্য দেশ তুরস্কে সিরিয়ার সশস্ত্র বাহিনীর হামলার সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে৷''

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ