1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্ক সীমান্তে ১০ হাজার শরণার্থী আটকে দিল গ্রিস

১ মার্চ ২০২০

গ্রিস জানিয়েছে, তারা প্রায় ১০ হাজার অভিবাসন প্রত্যাশীর তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে অনুপ্রবেশ ঠেকিয়েছে৷ এদিকে, তুরস্ক বলছে ৭৬ হাজার অভিবাসী এরই মধ্যে সীমান্ত পেরিয়েছে৷ সীমান্তে ‘হাই অ্যালার্ট' জারি করেছে ইইউ৷

Türkei Flüchtlinge überqueren den Evros-Fluss, um Griechenland zu erreichen
ছবি: picture-alliance/AA/O. Coban

২০১৫ সালে ইউরোপমুখী শরণার্থীর ঢল নামার পর তাদের আটকাতে তুরস্কের সঙ্গে একটি চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন৷ ওই চুক্তির আওতায় তুরস্ক প্রায় ৩৬ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে৷

তারপর থেকে ইউরোপের সঙ্গে যে কোনো দরকষাকষিতে দেশটির প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান নিয়মিতই ‘শরণার্থীদের ছেড়ে' দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন৷ গত বৃহস্পতিবার রাতে সিরিয়ার ইদলিবে তুরস্কের সেনাঘাঁটিতে বাশার আল-আসাদ বাহিনীর হামলায় ৩৩ তুর্কি সেনা নিহতের পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে

গত আট বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ার সঙ্গে তুরস্কের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে৷ তুরস্কের সেনাঘাঁটিতে  হামলার পর শুক্রবার এর্দোয়ানের দলের মুখপাত্র ওমর কেলিক বলেন, ‘‘তুরস্কের পক্ষে শরণার্থীদের ‘আর ধরে রাখা সম্ভব না'৷''

এরপরই তারা সীমান্ত খুলে দেয় এবং শরণার্থীদের ঢল নামে৷ শনিবার এক বিবৃতিতে গ্রিস সরকারের এক মুখপাত্র জানান, ১৩ হাজার শরণার্থী তুরস্ক-গ্রিস সীমান্তে জড়ো হয়েছেন৷

স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গ্রিক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলকিভিয়াদিস স্টেফানিস বলেন, ‘‘শনিবার ভোর ছয়টা থেকে থেকে রোববার ভোর ছয়টা পর্যন্ত এভ্রোস অঞ্চলে ৯ হাজার ৯৭২ জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফিরিয়ে দেয়া হয়েছে৷''

স্টেফানিসের দাবির সঙ্গে অবশ্য তুরস্কের বক্তব্য মিলছে না৷ তারা দাবি করছে, এরই মধ্যে ছিয়াত্তর হাজার অভিবাসী তুরস্ক থেকে গ্রিসে ঢুকে পড়েছে৷

‘‘সকাল ৯:৫৫টা পর্যন্ত এদিরনে অঞ্চল দিয়ে পার হওয়া অভিবাসীর সংখ্যা ছিয়াত্তর হাজার ৩৫৮,'' তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু টুইট করেন৷

তবে শনিবার রাত ও রোববার সকালে অনেক অভিবাসী গ্রিসে প্রবেশ করেছেন৷

ডয়চে ভেলের গ্রিস সংবাদদাতা ফ্লোরিয়ান স্মিৎস বলেন, ‘‘এখানে ২২০ শরণার্থী লেসবস উপকূল দিয়ে ঢুকেছেন এবং তাদের একটি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে৷'' বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাত থেকে কমপক্ষে ৫০০ শরণার্থী গ্রিসে ঢুকে পড়েছেন৷ তবে তুরস্কের সীমান্তের কাছে আরো হাজারো মানুষ অপেক্ষায় আছেন৷

ডয়চে ভেলের তুরস্ক সংবাদদাতা জুলিয়া হানকে দেয়া সাক্ষাৎকারে এক ব্যক্তি বলেন, ‘‘প্রথমে খবরে শুনলাম সীমান্ত খুলে দেয়া হয়েছে৷ এখন বুঝতে পারছি, এটি একটি রাজনৈতিক খেলা ছাড়া আর কিছু নয়৷''

অন্যদিকে, বুলগেরিয়া জানিয়েছে, তাদের সীমান্ত দিয়ে তুরস্ক থেকে কেউ প্রবেশ করতে পারেনি৷

এদিকে, ইইউ সীমান্ত প্রতিরক্ষা সংস্থা ফ্রনটেক্স জানিয়েছে, তারা তুরস্কের কাছে সীমান্তগুলোতে ‘জরুরি সতর্কতা' জারি করেছে৷

জেডএ/এআই (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ