1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরাগের তীরে বিশ্ব ইজতেমা

সমীর কুমার দে, ঢাকা১২ জানুয়ারি ২০১৩

লাখো মুসল্লির অংশগ্রহণে টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমা৷ আজ ছিল ইজতেমার দ্বিতীয় দিন৷ কাল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমার প্রথম দফা শেষ হবে৷ আগামী শুক্রবার শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব৷

Devotees arrive to take part in the Friday prayer during Biswa Ijtema in Dhaka January 13, 2012. Thousands of Muslims joined the first phase of Bishwa Ijtema (world congregation), the second biggest gathering of Muslims after Haj on Friday, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: RELIGION)
ছবি: Reuters

টঙ্গীর তুরাগ নদীর তীরে শনিবার ভোরে জিকির আর মুরব্বিদের বয়ান দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন৷ শনিবার সকালেই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশ-পাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে৷ আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমার প্রথম দফা শেষ হবে৷ আজ ফজরের নামাজের পর ইজতেমায় বয়ান করেন পাকিস্তানের তাবলিগের মুরব্বি আবদুল ওহাব৷ আর তাঁর বয়ান তরজমা করেন বাংলাদেশের ওমর ফারুক৷ এরপর ভারতের মাওলানা মো. শওকত, বাদ জোহর মাওলানা মিয়াজী আজমত, বাদ আসর ভারতের জোবায়রুল হাসান ও বাদ মাগরিব বয়ান করেন ভারতের আহম্মেদ লাট বয়ান৷ এ সময় ইজতেমায় সমবেত দেশ-বিদেশের লাখো মুসল্লিরা ছিলেন নীরব৷ ইজেতমায় আসা মুসল্লিরা বলছিলেন তাদের উদ্দেশ্যের কথা৷

ইজতেমায় আগত এক মুসল্লিছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

ইজতেমার প্রথম দিনে প্রায় আট হাজার বিদেশি মুসল্লি প্রাঙ্গণে উপস্থিত ছিলেন৷ তাঁরা এসেছেন বিশ্বের ৮৫টি দেশ থেকে৷ ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে যাঁরা অসুস্থ হয়ে পড়ছেন, তাঁদের আশপাশের চিকিত্সা কেন্দ্রগুলোতে বিনা মূল্যে চিকিত্সা সেবা দেয়া হচ্ছে৷ গাজীপুরের সিভিল সার্জন ডা. হাবিবউল্লাহ জানিয়েছেন, টঙ্গী সরকারি হাসপাতালে ও চিকিত্সা ক্যাম্পে প্রতিদিন শত শত মুসল্লি চিকিত্সা নিচ্ছেন৷ এর মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বেশি৷ মুসল্লিদের চিকিৎসা দেয়ার কারণে সবার ছুটি বাতিল করা হয়েছে৷

মূল প্যান্ডেলে স্থান না পেয়ে অনেক মুসল্লি নিজের উদ্যোগেই প্যান্ডেলের বাইরে পলিথিন ও কাপড়ের সামিয়ানা টানিয়ে তাতেই অবস্থান নিয়েছেন৷ তারপরও কোনো অভিযোগ নেই তাদের৷ প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন তবুও শুধু আল্লাহর সান্নিধ্য লাভের জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তারা৷

শনিবারে বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুক বিহীন বিয়ে৷ সম্পূর্ণ শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ি ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসরের কার্যক্রম শুরু হয়৷ কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে চলে এই আয়োজন৷ এবারও তাবলিগের শীর্ষ মুরুব্বিরা রেডিও-টিভিতে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচারে অনুমতি দেননি৷ ক্যামেরায় মুরুব্বিদের ছবি তোলাও বারণ করে দিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ