1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের দ্বার আরও উন্মুক্ত হচ্ছে

৫ মে ২০১৬

ইউরোপীয় ইউনিয়ন কি তুরস্কের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে, সে দেশের সরকারের নানা বিতর্কিত পদক্ষেপ সত্ত্বেও তুরস্কের নাগরিকদের ভিসা ছাড়াই ইউরোপে প্রবেশের সুযোগ করে দিতে চলেছে?

ভবিষ্ভিযতে সা ছাড়াই ইউরোপে প্রবেশ করতে পারবেন তুর্কি নাগরিকরা
ছবি: Getty Images/C. McGrath

সিরিয়ার সংকটের ফলে ইউরোপে শরণার্থীদের যে ঢল নেমেছিল, তা সামাল দিতে নাস্তানাবুদ হয়ে পড়েছিলেন ইইউ নেতারা৷ শেষ পর্যন্ত তুরস্কের সঙ্গে এক চুক্তির মাধ্যমে শরণার্থীদের ইউরোপে সীমান্তেই আটকে দেবার ব্যবস্থা করা সম্ভব হলো৷ বিশাল আর্থিক অঙ্কের বিনিমিয়ে অর্জিত এই চুক্তির সমালোচকের অভাব নেই৷ তবে শুধু অর্থ নয়, শরণার্থীদের ঢল সামলানোর দায়িত্বের বদলে তুরস্ক ইউরোপের কাছ থেকে আরও অনেক সুবিধা আদায় করার জোরালো উদ্যোগ চালিয়ে যাচ্ছে৷ এই বোঝাপড়ার আওতায় ইউরোপে সংক্ষিপ্ত ভ্রমণের ক্ষেত্রে তুরস্কের নাগরিকদের ভিসার আর প্রয়োজন হবে না৷ তুরস্ক কয়েকটি শর্ত পূরণ করলে চলতি বছরই এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে৷

তুরস্কও এই সব শর্ত পূরণে যথেষ্ট উদ্যোগ দেখাচ্ছে বলে দাবি করছে৷

অন্যদিকে প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের নেতৃত্বে তুরস্ক ধীরে ধীরে গণতান্ত্রিক মূল্যবোধ ছেড়ে একনায়কতন্ত্রের দিকে এগিয়ে চলেছে বলে বার বার অভিযোগ করছে একাধিক মহল৷

প্রেসিডেন্ট এর্দোয়ানের সঙ্গে মতপার্থক্যের জের ধরে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে আহমেত দাভুতোগলু সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই অভিযোগ আরও জোরালো হয়ে উঠেছে৷

এদিকে বৃহস্পতিবার ইউরোপীয় নেতারা রোমে শরণার্থী সংকট নিয়ে আলোচনায় বসছেন৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ