1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে তুর্কি-কুর্দি লড়াই

১৭ অক্টোবর ২০১৯

সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তুরস্ক৷ এই হামলা বন্ধের দাবিতে জার্মানিতে বসবাসরত কুর্দিরা প্রতিদিন বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন৷ তুর্কিরা এসব বিক্ষোভে বাধা দেয়ার চেষ্টা করছেন৷

ছবি: picture-alliance/C. Hardt

বুধবার ল্যুডেনশাইড শহরে কুর্দি বিক্ষোভকারীদের সঙ্গে তুর্কিদের সংঘর্ষের সময় ৫০ বছর বয়সি এক তুর্কি নাগরিক ছুরিকাহত হন বলে পুলিশ জানিয়েছে৷ তাঁকে হাসপাতালে নেয়া হয়েছে৷

ঐ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ নয়জন আহত হন৷

একইদিন বট্রপ শহরে আরেকটি সংঘর্ষে আটজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে৷ পুলিশ বলছে, প্রায় ৫০ জন কুর্দি অনুমতি নিয়ে একটি বিক্ষোভে অংশ নিচ্ছিলেন৷ সেই সময় একদল তুর্কি বিক্ষোভে বাধা দেয়ার চেষ্টা করেন৷ ‘‘সেখানে উসকানি ও পাথর ছোড়ার ঘটনা ঘটেছে,’’ বলে জানান এক পুলিশ কর্মকর্তা৷

দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে পাঁচ পুলিশ সদস্য আহত হন৷

পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

এর আগে সোমবার হ্যার্নে শহরে কুর্দিদের বিক্ষোভের সময় তুর্কিরা উসকানি দিলে কুর্দিরা তুর্কি মালিকানাধীন একটি ক্যাফে ভাঙচুর করেন৷

ঐ সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছিলেন৷

জার্মানিতে তুর্কি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ৩০ লাখের বেশি৷ এর মধ্যে কুর্দিদের সংখ্যা ১০ লাখের বেশি৷

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার জানিয়েছে, ৯ অক্টোবর শুরু হওয়া অভিযানের কারণে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন৷ নিহত হয়েছেন বেশ কয়েকজন সাধারণ নাগরিক৷

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান অভিযান চালিয়ে যাচ্ছেন৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ