1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্ক-সিরিয়া

২৬ জুন ২০১২

গুলি করে তুর্কি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় সিরিয়ার উপর আন্তর্জাতিক চাপ বেড়েছে৷ আজ মঙ্গলবার ব্রাসেলস’এ এক বৈঠকে ন্যাটো এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলেছে৷

ছবি: AP

মঙ্গলবার সকালে তুরস্কের ক্ষমতাসীন দলের সাংসদদের এক বৈঠকে তুর্কি প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এর্দোয়ান সিরিয়ার প্রতি সতর্ক বাণী উচ্চারণ করেছেন৷

তিনি বলেন, শুক্রবার সিরিয়ার গুলিতে তুর্কি বিমান ভূপাতিত হওয়ার ঘটনা একটা ‘জঘন্য' কাজ৷ সিরিয়া এটা ইচ্ছে করেই করেছে বলে মন্তব্য করেন এর্দোয়ান৷ তিনি বলেন, এখন থেকে সিরীয় কোনো সেনা তুরস্কের সীমান্তে আসলে তাকে শত্রু বলে বিবেচনা করা হবে৷

এদিকে, আজ ঐ একই ঘটনায় ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলো বিশেষ বৈঠকে বসেছিল৷ সেখানে তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন৷ তুরস্কের অনুরোধে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়৷

আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব আন্ডেয়ার্স ফগ রাসমুসেন বিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেন৷ এছাড়া এই ঘটনার সর্বোচ্চ নিন্দাও জানিয়েছেন৷

উল্লেখ্য, গত শুক্রবার একটি তুর্কি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে সিরিয়া৷ এ প্রসঙ্গে সিরিয়ার দাবি, তুর্কি বিমানটি আইন ভঙ্গ করে সিরিয়া সীমান্তে ঢুকে পড়েছিল৷ তাই সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় বিমানটিকে গুলি করা হয়েছে৷

তুরস্কের প্রধানমন্ত্রী এর্দোয়ান স্বাকীর করেন যে তুর্কি বিমানটি সিরিয়ায় ঢুকে পড়েছিল৷ কিন্তু তাঁর দাবি, ভুল করে সেটা হয়েছে৷ এবং অল্প সময়ের মধ্যে বিমানটি আবার তুর্কি সীমান্তে ফিরে আসে৷ যখন গুলি করা হয় তখনও বিমানটি তুরস্ক সীমান্তের ভেতর ছিল৷

এর্দোয়ান আরও বলেন, গুলি করার আগে সিরিয়ার পক্ষ থেকে কোনো সতর্ক বাণী দেয়া হয়নি৷ বিমানের দুই পাইলট এখনও নিখোঁজ রয়েছেন৷

উল্লেখ্য, সিরিয়ায় বিদ্রোহ শুরুর আগে তুরস্কের সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল৷ কিন্তু এরপর থেকে ঐ সম্পর্ক খারাপ হতে থাকে৷ আর শুক্রবারের ঘটনায় দুদেশের সম্পর্কের সর্বোচ্চ অবনতি হয়৷

বিমান ভূপাতিত করার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব বান কি মুনের কাছেও চিঠি পাঠিয়েছে তুরস্ক৷ অবশ্য এই ঘটনার জন্য সিরিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়নি দেশটি৷

এদিকে, সিরিয়ায় সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে না পারায় জাতিসংঘের নিন্দা করেছে যুক্তরাষ্ট্র৷ একে সংস্থার একটা ‘বিশাল ভুল' বলেও মন্তব্য করা হয়েছে৷ উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার জনের প্রাণহানি হয়েছে৷

জেডএইচ / ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ