1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুর্কি ভাষাভাষীদের জন্য ডয়চে ভেলের ইউটিউব চ্যানেল

২৯ এপ্রিল ২০১৯

ডয়চে ভেলেসহ চারটি আন্তর্জাতিক গণমাধ্যম সোমবার যৌথভাবে একটি ইউটিউব চ্যানেল চালু করেছে৷ তুর্কি ভাষার এই চ্যানেলের উদ্দেশ্য তুরস্কে বাক ও গণমাধ্যমের স্বাধীনতা শক্তিশালী করা৷

PK Start des türkischsprchigen YouTube Kanals +90
ছবি: DW/Huseyin Aldemir

‘প্লাস৯০’ নামের এই চ্যানেলে তুরস্ক এবং তুরস্কের বাইরে বসবাসরত তুর্কি ভাষাভাষীদের জন্য সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুর উপর প্রতিবেদন ও সাক্ষাৎকার প্রচারিত হবে৷

ডয়চে ভেলে ছাড়াও বিবিসি, ভয়েস অফ অ্যামেরিকা এবং ফ্রান্স২৪ এই চ্যানেলের জন্য ভিডিও সরবরাহ করবে৷ তবে প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকবে ডয়চে ভেলে৷ ডয়চে ভেলের পক্ষে অ্যারকান আরেকান ও এশেল ন্যার্গিজ চ্যানেলের পথচলা দেখভাল করবেন৷

অ্যারকান আরেকান বর্তমানে ডয়চে ভেলের তুর্কি বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন৷ গতবছর তিনি জার্মানির সরকারি প্রচারমাধ্যম ডাব্লিউডিআর থেকে ডয়চে ভেলেতে যোগ দেন৷

DW and partners launch YouTube channel in Turkey

03:23

This browser does not support the video element.

ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘‘চার আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে এটি এক সত্যিকারের অনন্য সহযোগিতামূলক প্রকল্প, যার মাধ্যমে তুর্কি ভাষাভাষীদের জন্য আন্তর্জাতিক রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ে কন্টেন্ট প্রচারিত হবে৷’’

ডয়চে ভেলের তুর্কি বিভাগের প্রধান অ্যারকান আরেকান বলেছেন, ‘‘তুর্কি সমাজে মানুষ যেসব বিষয় নিয়ে কথা বলে আমরা সেসব বিষয় তুলে ধরবো৷ আমরা নিউজ চ্যানেলের মতো দৈনন্দিন ঘটনা প্রচার করবো না৷’’

উল্লেখ্য, ডয়চে ভেলের চার বছর মেয়াদি (২০১৮-২০২১) কৌশলগত পরিকল্পনার আওতায় প্লাস৯০ চ্যানেল চালু হলো৷ এই পরিকল্পনায় বলা হয়েছে, ‘‘তুর্কি সরকারের স্বৈরাচারী মনোভাব নিয়ে এখন তেমন সন্দেহ নেই৷ দেশটিতে সাংবাদিকতা করা দিন দিন কঠিন হয়ে উঠছে৷ এছাড়া স্বাধীন পশ্চিমা গণমাধ্যমের সঙ্গে পার্টনার হিসেবে কাজ করার প্রস্তাব প্রায়ই ফিরিয়ে দিচ্ছে সে দেশের বিভিন্ন গণমাধ্যম৷’’

জার্মান সংসদে গত জুনে ডয়চে ভেলের এই কৌশলগত পরিকল্পনা পাস হয়৷

এছাড়া এ মাসের শুরুতে জার্মান সংসদে নতুন চ্যানেল সম্পর্কে সাংসদদের অবহিত করেন ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ৷ এই সময় সংসদের সব দলের প্রতিনিধি এই চ্যানেল চালুর প্রশংসা করেন এবং বলেন, এটি আরো আগেই করা উচিত ছিল৷

প্যাট্রিক গ্রোসে/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ