তুর্কি ভাষাভাষীদের জন্য ডয়চে ভেলের ইউটিউব চ্যানেল
২৯ এপ্রিল ২০১৯‘প্লাস৯০’ নামের এই চ্যানেলে তুরস্ক এবং তুরস্কের বাইরে বসবাসরত তুর্কি ভাষাভাষীদের জন্য সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুর উপর প্রতিবেদন ও সাক্ষাৎকার প্রচারিত হবে৷
ডয়চে ভেলে ছাড়াও বিবিসি, ভয়েস অফ অ্যামেরিকা এবং ফ্রান্স২৪ এই চ্যানেলের জন্য ভিডিও সরবরাহ করবে৷ তবে প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকবে ডয়চে ভেলে৷ ডয়চে ভেলের পক্ষে অ্যারকান আরেকান ও এশেল ন্যার্গিজ চ্যানেলের পথচলা দেখভাল করবেন৷
অ্যারকান আরেকান বর্তমানে ডয়চে ভেলের তুর্কি বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন৷ গতবছর তিনি জার্মানির সরকারি প্রচারমাধ্যম ডাব্লিউডিআর থেকে ডয়চে ভেলেতে যোগ দেন৷
ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘‘চার আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে এটি এক সত্যিকারের অনন্য সহযোগিতামূলক প্রকল্প, যার মাধ্যমে তুর্কি ভাষাভাষীদের জন্য আন্তর্জাতিক রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ে কন্টেন্ট প্রচারিত হবে৷’’
ডয়চে ভেলের তুর্কি বিভাগের প্রধান অ্যারকান আরেকান বলেছেন, ‘‘তুর্কি সমাজে মানুষ যেসব বিষয় নিয়ে কথা বলে আমরা সেসব বিষয় তুলে ধরবো৷ আমরা নিউজ চ্যানেলের মতো দৈনন্দিন ঘটনা প্রচার করবো না৷’’
উল্লেখ্য, ডয়চে ভেলের চার বছর মেয়াদি (২০১৮-২০২১) কৌশলগত পরিকল্পনার আওতায় প্লাস৯০ চ্যানেল চালু হলো৷ এই পরিকল্পনায় বলা হয়েছে, ‘‘তুর্কি সরকারের স্বৈরাচারী মনোভাব নিয়ে এখন তেমন সন্দেহ নেই৷ দেশটিতে সাংবাদিকতা করা দিন দিন কঠিন হয়ে উঠছে৷ এছাড়া স্বাধীন পশ্চিমা গণমাধ্যমের সঙ্গে পার্টনার হিসেবে কাজ করার প্রস্তাব প্রায়ই ফিরিয়ে দিচ্ছে সে দেশের বিভিন্ন গণমাধ্যম৷’’
জার্মান সংসদে গত জুনে ডয়চে ভেলের এই কৌশলগত পরিকল্পনা পাস হয়৷
এছাড়া এ মাসের শুরুতে জার্মান সংসদে নতুন চ্যানেল সম্পর্কে সাংসদদের অবহিত করেন ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ৷ এই সময় সংসদের সব দলের প্রতিনিধি এই চ্যানেল চালুর প্রশংসা করেন এবং বলেন, এটি আরো আগেই করা উচিত ছিল৷
প্যাট্রিক গ্রোসে/জেডএইচ