1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সের মুসলমান

২৩ মার্চ ২০১২

মহম্মদ মেরাহ ফ্রান্সের তুলুজে সাতজনকে হত্যা করে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর সেই ঘটনার প্রতিক্রিয়ার আতঙ্কে এখন ফরাসি মুসলিমরা৷ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে রাজনৈতিক মহলেও৷

ছবি: Reutes/France 2 Television

তুলুজের পরিস্থিতি
খুন আর হিংসা আর পুলিশের ঘেরাটোপ, রুদ্ধশ্বাস নাটক ইত্যাদি সবকিছু পেরিয়ে ফ্রান্সের তুলুজের উগ্র ইসলামপন্থী খুনি মোহাম্মদ মেরাহ কে পুলিশ হত্যা করার পর সবকিছু কিন্তু চুকেবুকে যায়নি৷ ওই এলাকার দোকানদার থেকে শুরু করে সাধারণ মুসলিমরা সকলেই এখন আতঙ্কিত এই ঘটনার প্রতিক্রিয়া নিয়ে৷ অন্তত স্থানীয় দোকানদার থেকে সাধারণ বাসিন্দারা সেরকমটাই মনে করছেন এখন৷ অনেকেই সংবাদ মাধ্যমের কাছে নিজেদের সেই দুশ্চিন্তা গোপন রাখেন নি৷

আরেকবার মনে করে নেওয়া যাক মেরাহ-র ঘটনাটা
মহম্মদ মেরাহ নামের চব্বিশ বছরের এক যুবক মোট তিনটি ঘটনায় সাতজনকে খুন করেছে, জানায় পুলিশ৷ প্রথমে সে তিন ফরাসি সৈন্যকে হত্যা করে এবং পরে ৮ বছরের এক বালিকা এবং দুই পুত্র সহ এক ইহুদি রাব্বিকে হত্যা করে৷ ১৭ বছরের এক কিশোরকেও গুরুতর আহত করেছে মেরাহ৷ টানা তিনদিন ধরে অবরোধ নাটকের পর বৃহস্পতিবার সকালের দিকে নিজের বাড়ির তিনতলা থেকে ঝাঁপ দিলে পুলিশ মেরাহকে গুলি করে খতম করে৷

রাজনৈতিক মহল কী বলছে?
ফ্রান্সের চরম দক্ষিণপন্থী ন্যাশনাল ফ্রন্ট পার্টির নেত্রী মারিন ল্য পেন ফ্রান্সে ইসলামি উগ্রপন্থা বিষয়ে সরব হয়েছেন এই ঘটনার প্রতিক্রিয়ায়৷ কড়া এক ভাষণে তিনি বলেছেন, ফ্রান্সে এই সমস্যাকে অত্যন্ত লঘু করে দেখা হচ্ছে৷ অথচ এই সমস্যা ক্রমশ বেড়ে চলেছে প্রতিনিয়ত৷ গত দশ বছর ধরে তিনি এই সমস্যার কথা নিয়ে সোচ্চার বলে দাবি করেছেন পেন৷ প্রসঙ্গত, ফ্রান্সে সামনে রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন৷ তার মুখে এই বিষয়টি রাজনৈতিক চেহারা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ ন্যাশনাল ফ্রন্ট পার্টির নেত্রী মারিন ল্য পেন বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রেসের সামনেই ফরাসি দেশের অভ্যন্তরে ইসলামি উগ্রপন্থা বিষয়ে নিজের বক্তব্য পেশ করেছেন৷ ধারণা করা হচ্ছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এই বিষয়টি যথেষ্ট প্রভাব তৈরি করবে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা : সঞ্জীব বর্মন

মেরাহ’র অ্যাপার্টমেন্টছবি: dapd
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ