1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

তুষারঝড়ে বিধ্বস্ত অ্যামেরিকার বিমান পরিষেবা

২৩ ফেব্রুয়ারি ২০২৩

একদিনে প্রায় এক হাজার ৬৪০ ফ্লাইট বাতিল হয়েছে অ্যামেরিকায়। বৃহস্পতিবারও একই অবস্থা চলবে বলে মনে করা হচ্ছে।

অ্যামেরিকান এয়ারলাইন বিমান
ছবি: Carlos Barria/REUTERS

দেশের দিকে দিকে তুষারঝড়। আর তারই জেরে বুধবার প্রায় এক হাজার ৬৪০টি ফ্লাইট বাতিল হয়েছে অ্যামেরিকায়। এর মধ্যে দেশের বাইরের বিমানও আছে। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরগুলিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় এয়ারলাইন স্কাইওয়েস্ট ৩৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। এই স্কাইওয়েস্ট ইউনাইটেড, ডেল্টা, অ্যামেরিকান, আলাস্কা এয়ারলাইনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে পার্টনারশিপে কাজ করে। ওই বিমান সংস্থাগুলিও একের পর এক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে তুষার ঝড়ের জন্য। দেড়িতে ছেড়েছে প্রায় পাঁচ হাজার বিমান।

জমে যাওয়া লেকে নামছে প্লেন

01:41

This browser does not support the video element.

সবচেয়ে ভয়াবহ অবস্থা মিনেপলিস, ডেনভার এবং ডেট্রয়েট বিমানবন্দরের। এইবিমানবন্দরগুলিতে পরিষেবা কার্যত থমকে গেছে। বিমান ধরতে যারা এসেছিলেন, তারা আটকে পড়েছেন।

এছাড়াও টরন্টো বিমানবন্দরের পরিস্থিতিও ভয়াবহ। শিকাগোর একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। বস্তুত, বুধবারের পর বৃহস্পতিবারের ফ্লাইটগুলিও বাতিল হতে শুরু করেছে। বুধবার বিকেলেই জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবারের ৪০০টি ফ্লাইট বাতিল। যত দিন যাবে বাতিল ফ্লাইটের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

সব মিলিয়ে অ্যামেরিকার ১২টি বিমানবন্দরে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। কবে এই পরিস্থিতি শেষ হবে, তা নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ