1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তুষারমানব' তাহলে আছে?

১ মে ২০১৯

‘ইয়েতি' হলো নোংরা বা কুৎসিত তুষারমানব, যার দেখা পাওয়া যায় হিমালয়ে– এমন গল্প প্রচলিত আছে যুগ যুগ ধরে৷ কিন্তু শতভাগ প্রমাণ মেলেনি৷ ভারতীয় একদল সেনা পর্বতারোহী সম্প্রতি রহস্যজনক বিরাট পায়ের ছাপ দেখেছেন৷

Makalu Base Camp in Nepal Yeti-Fußabdrücke im Schnee
ছবি: Reuters/Indian Army

মঙ্গলবার ভারতীয় সেনা কর্তৃপক্ষ দাবি করে, তাদের একদল পর্বতারোহী সম্প্রতি নেপালে হিমালয়ে ওঠার সময় বিরাট রহস্যময় পায়ের ছাপ দেখেছেন৷ তাঁরা মনে করেন, এই পায়ের ছাপ ‘ইয়েতি'র৷

নেপালের লোকগাঁথায় ইয়েতির উল্লেখ পাওয়া যায়৷ কথিত আছে, তুষার ঢাকা হিমালয়ের চূড়ায় তারা থাকে৷ তবে বিজ্ঞানে একে এখনো কল্পগাঁথাই মনে করা হয়৷

ইন্ডিয়ান আর্মির করা টুইটে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, পায়ের ছাপ ৩২ বাই ১৫ ইঞ্চি (৮১ বাই ৩৮ সেন্টিমিটার)৷ মাউন্ট মাকালুর কাছে একটি ক্যাম্পের অদূরেই গত ৯ এপ্রিল এই পায়ের ছাপ মিলেছে বলে দাবি করেছে তারা৷

‘‘এই প্রথমবার ভারতের সেনাবাহিনীর একটি পর্বতারোহী অভিযান পরিচালনার সময় পৌরাণিক প্রাণী ইয়েতির এই রহস্যময় পায়ের ছাপ মিলেছে,'' টুইটে বলা হয়৷

নেপাল ও চীনের সীমান্তের মাঝে মাকালু পর্বতটি অবস্থিত৷ এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের একটি৷ এই পর্বতশৃঙ্গের পাশে রয়েছে দুর্গম মাকালু-বারুন উপত্যকা৷ গবেষকরা অনেক আগেই এখানে ইয়েতির খোঁজ করেছেন৷

১৯২০-এর দশকে হিমালয়ের বুনো রোমশ এক প্রাণীর গল্প বেশ জনপ্রিয় হয়ে যায়৷ এতটাই হয় যে, স্যার এডমুন্ড হিলারি পর্যন্ত এই প্রাণীর খোঁজে নামেন৷ ২০০৮ সালে জাপানের একদল পর্বতারোহীও রয়টার্সকে বলেন, তাঁরা ইয়েতির পায়ের ছাপ দেখেছেন৷ তাঁরা ঐ প্রাণীর কোনো ছবি তুলতে পারেননি, যদিও তাঁদের কাছে বড় লেন্স ক্যামেরা ছিল৷

কিন্তু বিজ্ঞানিরা আজ পর্যন্ত ইয়েতির অস্তিত্ব আছে, তেমন কোনো প্রমাণ পাননি৷ ২০১৭ সালে এক দল আন্তর্জাতিক গবেষক হিমালয়ের বিভিন্ন অঞ্চল থেকে ‘ইয়েতি' বিষয়ক নমুনা সংগ্রহ করেন এবং এই সিদ্ধান্তে উপনীত হন যে, এগুলো আসলে ভালুকের ছিল৷ 

২০০৮ সালে দুই মার্কিনি বলেন, তাঁরা অর্ধেক মানুষ অর্ধেক পশুর অবশেষ পেয়েছেন৷ পরে দেখা যায় সেটি একটি রাবারের গোরিলা পোশাক ছিল৷

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ