1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুষারে ডুবে গেল ছোট্ট শিশু!

৫ ডিসেম্বর ২০১৮

বাবার কোলেই ছিল শিশুটি৷ বরফে ঢাকা পরিবেশ উপভোগ করছিল সে৷ হঠাৎ কী খেয়ালে বাবা ছোট্ট শিশুকে আস্তে করে ছেড়ে দিলেন তুষারের মাঝে৷ আর মুহূর্তেই ডুবে গেল শিশুটি৷

USA Winter 2017 - Rekordschnee in Erie, Pennsylvania
ছবি: Reuters/R. Frank

ঘটনা নিউ ইয়র্কের৷ বছরের প্রথম তুষারপাতের দিনটিকে উপভোগ করতে ছোট্ট শিশুকে কোলে নিয়ে বেরিয়েছিলেন অ্যাডাম ফ্রিসবি৷ রাস্তাঘাট তখন ২০ ইঞ্চি তুষারে ঢাকা৷ এরইমাঝে খেলার ছলে ছেলেকে ছেড়ে দিলেন তুষারের উপর৷ আর মুহূর্তেই শিশুটি তলিয়ে গেল তুষারের মধ্যে৷

বাবা অবশ্য ভুলটা বুঝতে পেরেছেন কিছুক্ষণের মধ্যেই৷ তাই তিনি দ্রুত শিশুটিকে উদ্ধারে সক্ষম হন৷ গতমাসের সেই ঘটনা আবার তিনি নিজেই টুইটারে পোস্ট করেছেন৷ পরবর্তীতে কেউ একজন ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়৷

ইন্টারনেটে একজন বাবার এই অদ্ভুত কাণ্ডকে অনেকেই মজা হিসেবে নিয়েছেন৷ তবে, কেউ কেউ এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও সবাইকে অনুরোধ করেছেন৷ শত হলেও শিশুরা কিন্তু খেলনা নয়!

এআই/ডিজি 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ