1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তৃণমূলের ‘মৃত্যুঘণ্টা’ বাজাতে পারবে বিজেপি?

পায়েল সামন্ত কলকাতা
৭ নভেম্বর ২০২০

পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন অমিত শাহ৷ বিজেপি শীর্ষ নেতার হুঙ্কার, তৃণমূলের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে৷ কিন্তু বিজেপি কি সত্যিই এতটা শক্তি সঞ্চয় করতে পেরেছে?

West Bengal Amit Shah Indien Wahlen
ছবি: Payel Samanta/DW

গত লোকসভা নির্বাচনে বাংলায় অভূতপূর্ব সাফল্য পেয়েছে বিজেপি৷ তার পর থেকেই এই রাজ্যে ক্ষমতা দখলের জন্য শীর্ষ নেতৃত্বের উৎসাহ অনেকটাই বেড়ে গিয়েছে৷ পদ্ম শিবিরের এক নম্বর ভোট সেনাপতি অমিত শাহ নির্বাচনি প্রস্তুতির অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সফর করলেন৷ তৃণমূলের বিরুদ্ধে যেমন হুঁশিয়ারি দিলেন, তেমনই চেষ্টা করলেন সাংগঠনিক স্তরে দলের রাজ্য নেতৃত্বকে বার্তা দিতে৷ আতিথ্য গ্রহণের মাধ্যমেও রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন তিনি৷

বৃহস্পতিবার বাঁকুড়া ছিল শাহের গন্তব্য৷ সেখানে আদিবাসী বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি৷ শুক্রবার তিনি আহার গ্রহণের জন্য বেছে নেন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি নবীন বিশ্বাসের বাড়িকে৷

নরেন্দ্র মোদীর আমলে আদিবাসী, দলিত ও সমাজের পশ্চাদপদ শ্রেণির মানুষের অধিকার খর্ব হয়েছে বলে যে অভিযোগ বিরোধীরা তুলছে, তার জবাব দিতে চেয়েছেন শাহ৷ এই শ্রেণির মানুষের সিংহভাগ ভোট গত লোকসভা নির্বাচনে গিয়েছিল বিজেপির ঝুলিতে৷ আবার মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিতে বিজেপি কাছে টানলেও তা এখনো পূরণ করা সম্ভব হয়নি৷ আইন পাস হলেও তা কার্যকর হয়নি৷ দলীয় সাংসদ শান্তনু ঠাকুরই এ নিয়ে প্রশ্ন তুলেছেন৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মতুয়াদের বার্তা দিতে ঠাণ্ডা মাথায় এই সম্প্রদায়ের মানুষের আতিথ্য নিয়েছেন তিনি৷

যদিও পশ্চিমবঙ্গের রাজনীতি এভাবে জাতপাতের প্রশ্নে নির্ধারিত হয় না৷ এ জন্য শাহকে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷ তাঁর অভিযোগ, জাতপাত আমদানি করা হচ্ছে এখানে৷ তার ভিত্তিতে ভোট চাওয়া হচ্ছে৷ এটা পশ্চিমবঙ্গে অতীতে ছিল না৷ এ জন্য তৃণমূল ও বিজেপি উভয় পক্ষকেই দায়ী করেন তিনি৷

‘মধ্যাহ্নভোজনের মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন’

This browser does not support the audio element.

আদিবাসীর বাড়ির মেঝেয় বসে শাহের ভোজনকে কটাক্ষ করেছে তৃণমূল ও সিপিএম৷ তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী একসুরে প্রশ্ন তুলেছেন, বিজেপি কী করেছে আদিবাসী ও দলিতদের জন্য৷ সমালোচনার শিকার হয়ে বিজেপি এখন এই সম্প্রদায়ের প্রতি সহানুভূতি দেখাচ্ছে৷ এই পদক্ষেপ কতটা কাজে আসবে, তা আগামী বছরের বিধানসভা ভোটের ফলে বোঝা যাবে৷

রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক শিবাজী প্রতিম বসু বলেন, ‘‘লোকসভা নির্বাচনে যে ভোট বিজেপি পেয়েছে, তা ধরে রাখতেই হবে৷ তার উপর বাড়তি ভোট কাড়তে হবে৷ আদিবাসীদের উপর নির্যাতন নিয়ে দেশজুড়ে হইচই চলায় শাহ মধ্যাহ্নভোজনের মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন৷ মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্নটি ঝুলতে থাকায় তিনি ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন৷ তাতে কতটা কাজ হয়েছে, ভবিষ্যৎ বলবে৷’’

মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের ফল৷ প্রতিবেশী রাজ্যের ভোটে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ যে ভালো জায়গায় নেই, তার আঁচ পাওয়া যাচ্ছে৷ এই ভোটে ক্ষমতা এনডিএ-র হাতছাড়া হলে তার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে৷ এমনিতেই বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে৷ সংগঠনকে সংহত করার লক্ষ্যে আগেভাগে বাংলা সফরে এসেছেন তিনি, এমনই মত বিশেষজ্ঞদের৷ কর্মীদের মনোবল বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল সরকারকে উৎখাত করতে চায়৷ তাদের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে৷ এখানে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে৷’’ সঙ্গে এর জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উৎখাত করে দেওয়ার আগ্রাসী মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন৷

অতীতে ব্রিগেড ময়দানে তৎকালীন বামফ্রন্ট সরকারকে হঠানোর ডাক দিয়ে মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন সেই সময়ের বিরোধী নেত্রী মমতা৷ যদিও বামেরা আরো অনেক বছর ক্ষমতায় ছিল৷ আগামী বছর কি বিজেপি সত্যি পারবে? অধ্যাপক শিবাজীপ্রতিম বসুর মন্তব্য, ‘‘এটা বলার সময় এখনো আসেনি৷ লোকসভা ভোটে মানুষ নরেন্দ্র মোদীকে দেখে ভোট দিয়েছে৷ কিন্তু এখানে সেই অর্থে বিজেপির জনপ্রিয় নেতৃত্ব নেই৷ সংগঠনকে একজোট রেখে ক্ষমতাসীন তৃণমূলের মোকাবিলা করা অমিত শাহের কাছে মস্ত চ্যালেঞ্জের৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ