1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব ফুটবলে বাংলাদেশের ব়্যাংকিং ১৮৮!

১৪ নভেম্বর ২০১৬

বিশ্ব ফুটবলে বাংলাদেশের ব়্যাংকিং এখন ১৮৮৷ এত খারাপ অবস্থা আগে কখনো হয়নি৷ অথচ গত আট বছর ধরে বাফুফের সভাপতি পদে আছেন বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা তারকা কাজী সালাউদ্দিন৷ ব্যর্থতায় তাঁর দায় কতটা?

Bangladesch Sport Persönlichkeiten
ছবি: Mir Farid

জনপ্রিয়তার বিচারে ফুটবলের চেয়ে ক্রিকেট অনেকখানি এগিয়ে যাওয়ায় ফুটবল নিয়ে আলোচনা এখন অনেক কমে গেছে৷ তবে সম্প্রতি ভুটানের কাছে হারের পর কিছুদিনের জন্য আবার আলোচনায় এসেছিল ফুটবল৷ আলোচকদের একটি বড় অংশ ফুটবলের এই পরিস্থিতির জন্য দায়ী করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র সভাপতি সালাউদ্দিনকে৷ তৃণমূল থেকে যথেষ্ট ফুটবলার উঠে না আসার কথাও বলছেন কেউ কেউ৷

ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ফুটবলের এই পরিণতির কারণগুলো ব্যাখ্যার চেষ্টা করেছেন সালাউদ্দিন৷ তাঁর মতে, প্রতিটি দেশেরই কখনও কখনও এমন সময় আসে যখন মানসম্পন্ন ফুটবলারের সংকট দেখা দেয়৷ এছাড়া অভ্যন্তরীণ সমস্যার কথাও জানান তিনি৷ সালাউদ্দিন বলেন, একবার বিশ্বকাপের বাছাইপর্বের খেলার আগের দিন বিকালে শেখ জামাল ক্লাব হোটেলে গাড়ি পাঠিয়ে জাতীয় দলের হয়ে খেলা তাদের কয়েকজন ফুটবলারকে জোর করে নিয়ে যায়৷ আরও দু-একটি ক্লাবও মাঝেমধ্যে এমন জোর দেখায়৷

Salauddin 1 - MP3-Stereo

This browser does not support the audio element.

তৃণমূল থেকে ফুটবলার উঠে না আসার জন্য ক্লাবগুলোকে দায়ী করেছেন বাফুফে প্রেসিডেন্ট৷ তিনি বলেন, ইউরোপ সহ সারা বিশ্বে তরুণ প্রতিভা খোঁজার কাজগুলো করে ক্লাবগুলো৷ কিন্তু বাংলাদেশের ক্লাবগুলো সেটি করছেনা৷ শেখ জামালের মতো ক্লাব যারা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে তারাও নতুন কোনো ফুটবলার তৈরি করেনি৷ ‘‘টাকার জোরে তারা (শেখ জামাল) জাতীয় দলের ফুটবলারদের কিনে নিয়ে দল গঠন করে,'' বলেন সালাউদ্দিন৷

তিনি বলেন, ‘‘আমিতো (বাফুফে) একটা অ্যাকাডেমি করে ৩৪-৪০টা ফুটবলার তৈরি করতে পারব৷ কিন্তু ৫০টা ক্লাবের যদি অ্যাকাডেমি থাকে তাহলে তো একসঙ্গে অনেক তরুণ ফুটবলার উঠে আসবে৷''

তবে এই অবস্থা থেকে বের হয়ে আসতে কঠোর হওয়ার আভাস দিলেন বাফুফে প্রেসিডেন্ট৷ তিনি বললেন, কিছুদিনের মধ্যে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ শুরু করবেন৷ প্রত্যেকটি ক্লাবকে বাধ্যতামূলকভাবে সেখানে অংশ নিতে হবে৷ না হলে তাদের লিগে অংশ নিতে দেয়া হবে না বলেও জানান সালাউদ্দিন৷

বাফুফে সভাপতি বলেন, তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার জন্য পর্যাপ্ত অর্থ এতদিন ফেডারেশনের ছিল না৷ ফিফার বর্তমান প্রশাসন কিছু টাকা দিয়েছে৷ এছাড়া নিজেরা কয়েকজন মিলে ব্যক্তিগত উদ্যোগে তহবিল জোগাড় করছেন বলেও জানান সালাউদ্দিন৷ জানুয়ারি মাস থেকে বয়সভিত্তিক দলগুলোর জন্য আবাসিক ক্যাম্প শুরুর উদ্যোগ নেয়া হচ্ছে৷ ফলে দুই-তিন বছরের মধ্যে তৃণমূল থেকে ফুটবলার উঠে আসবে বলে আশা করছেন তিনি৷

Salauddin 2 - MP3-Stereo

This browser does not support the audio element.

সম্প্রতি বাংলাদেশ সফর করা ফিফার প্রতিনিধি মাইক ফিস্টারের একটি বক্তব্য উল্লেখ করে বাফুফে প্রেসিডেন্ট বাংলাদেশের ফুটবলের সুদিনের স্বপ্ন দেখালেন সাক্ষাৎকারে৷ ফিস্টার বলেছিলেন, ‘‘বাংলাদেশের মতো একবার একই পরিস্থিতিতে পড়েছিল জার্মানি৷ ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে তারা গ্রুপ পর্যায় পেরোতে পারেনি৷ তারপর তারা বিশেষ পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে এখন তারা বিশ্ব চ্যাম্পিয়ন৷'' তবে বাংলাদেশের ফুটবলের উন্নতি করা তাঁর একার পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি৷ এজন্য সালাউদ্দিন ক্লাব ও খেলোয়াড়দের সহায়তা চেয়েছেন আর মিডিয়ার পক্ষ থেকে ‘গঠনমূলক সমালোচনা' প্রত্যাশা করেছেন৷

সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়ে হওয়া সমালোচনার প্রসঙ্গে সালাউদ্দিন জানান, বাংলাদেশের সবশেষ কোচ বেলজিয়ামের টম সেইন্টফিট চলে যাবার সময় তাঁকে (সালাউদ্দিনকে) বলেছেন, ‘‘ভুটানের সঙ্গে হারের পর ভেবেছিলাম সবাই আমাকে আর খেলোয়াড়দের দায়ী করবে৷ কিন্তু দেখলাম সবাই প্রেসিডেন্টের (বাফুফে সভাপতি) সমালোচনা করছে৷'' বাফুফে সভাপতির চাকরিকে সেইন্টফিট ‘উচ্চ ঝুঁকির চাকরি' বলেছেন - বলেও দাবি করেছেন সালাউদ্দিন ৷

২০০৮ সালে বাফুফের সভাপতির দায়িত্ব গ্রহণের পর মাঠে ফুটবল নিয়মিত করা তাঁর একটি বড় সাফল্য বলে জানান তিনি৷ ‘‘আমি যখন সভাপতি হয়ে আসি তখন মাঠে ফুটবল ছিল না৷ ফুটবলাররা বাফুফে অফিসের সামনে মিছিল মিটিং করতো লিগের জন্য৷ কারণ, লিগ না হলে তো ফুটবলাররা টাকা পায় না৷ আমার মনে হয় আমি এক্ষেত্রে সফল, কারণ, এখন মাঠে ফুটবল আছে৷'' তিনি বলেন, বাফুফের একক দায়িত্বের মধ্যে পড়ে তিনটি লিগ আয়োজন করা৷ এগুলো হলো প্রফেশনাল লিগ, দ্বিতীয় বিভাগ লিগ ও পাইওনিয়ার লিগ (অনুর্ধ্ব-১৬)৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ